The word "Kudos" means -
A
Criticism
B
Neglect
C
Disgrace
D
Praise
উত্তরের বিবরণ
Kudos (Noun) হলো সেই পাবলিক প্রশংসা বা সম্মান যা কেউ কোনো বিশেষ কৃতিত্ব বা সামাজিক অবস্থানের কারণে পায়।
Bangla Meaning: কথ্যভাবে সম্মান ও গৌরব, অভিনন্দন বা প্রশংসা করা।
-
Synonyms:
-
Applause – সমর্থন বা অভিনন্দনজ্ঞাপক করতালি বা তুমুল হর্ষধ্বনি
-
Fame – খ্যাতি
-
Credit – কৃতিত্ব
-
Acclaim – প্রশংসা
-
Accolade – জয়ধ্বনি
-
-
Antonyms:
-
Dishonor – অমর্যাদা
-
Condemnation – নিন্দা
-
Disrespect – অসম্মান করা
-
Blame – দোষারোপ করা
-
Denunciation – অভিশাপ বা ভীতিপ্রদর্শন
-
-
উল্লিখিত অপশনগুলো:
-
Criticism – খুঁতসন্ধান
-
Neglect – অযত্ন/অবহেলা/অবজ্ঞা/অনাদর করা
-
Disgrace – সম্মানহানি বা খ্যাতিনাশ
-
Praise – প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা
-
-
Example Sentences:
-
Being an actor has a certain amount of kudos attached to it.
-
Kudos to everyone who helped.
-

0
Updated: 18 hours ago
A synonym of 'Secrete' is:
Created: 2 weeks ago
A
Leak
B
Sanction
C
Reveal
D
Effrontery
Secrete একটি Verb বা ক্রিয়া। এর দুটি প্রধান অর্থ রয়েছে—একদিকে এটি কোনো তরল বা গ্যাস নিঃসরণ করা বোঝায়, আবার অন্যদিকে লুকানো বা গোপন রাখার অর্থেও ব্যবহৃত হয়।
-
বাংলা অর্থ: তরল পদার্থ বা গ্যাস ফুটা দিয়ে প্রবিষ্ট/নির্গত করা; লুকানো বা আচ্ছন্ন করা; গোপনে রাখা।
-
সমার্থক শব্দ: Leak (ফুটা দিয়ে বের হওয়া বা প্রবিষ্ট হওয়া), Emit (নিঃসরণ করা), Hide (লুকানো), Bury (সমাহিত করা), Cache (লুকিয়ে রাখা)।
-
বিপরীতার্থক শব্দ: Reveal (ফাঁস করা, জানিয়ে দেওয়া), Show (প্রদর্শন করা), Absorb (শোষণ করা), Uncover (উন্মুক্ত করা), Unveil (উন্মোচিত করা)।
-
উদাহরণ বাক্য:
১. They might be secreted behind a special door, hidden from sight by shadows or a secret knock.
২. Persons dealing in controlled substances and stolen property will frequently secrete the contraband in their residences.
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Sanction (Noun):
-
ইংরেজি অর্থ: কোনো কিছু করার অনুমোদন বা অনুমতি।
-
বাংলা অর্থ: কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অধিকার বা অনুমতি; অনুমোদন; মঞ্জুরি।
-
-
Effrontery (Noun, Uncountable):
-
ইংরেজি অর্থ: Insolent or impertinent behavior।
-
বাংলা অর্থ: ঔদ্ধত্য; নির্লজ্জ সাহস।
-

0
Updated: 2 weeks ago
The idiom "Cat's sleep" means -
Created: 3 weeks ago
A
Deep slumber
B
Pretending to be asleep
C
Sleeping disorder
D
Early riser
"Cat's sleep" ইডিয়মটির অর্থ হলো ঘুমের ভান করা বা Pretending to be asleep। এটি বোঝায় যে কেউ বাইরে থেকে ঘুমাচ্ছে মনে হলেও, ভিতরে তার সচেতনতা আছে এবং সে নিজের চারপাশের বিষয়গুলি পর্যবেক্ষণ করছে।
-
English Meaning: A state where someone pretends to be asleep while still being aware of their surroundings
-
Bangla Meaning: ঘুমের ভান করা
-
বাকি অপশনগুলো:
-
Deep slumber – গভীর ঘুম
-
Sleeping disorder – ঘুমের সমস্যা
-
Early riser – ভোরে ওঠার অভ্যাস
-

0
Updated: 3 weeks ago
The antonym of 'Truculence' is:
Created: 2 weeks ago
A
Belligerence
B
Irascible
C
Irresolute
D
Submission
Truculence একটি Noun। এটি বোঝায় ঝগড়া বা লড়াই করার প্রবণতা, এছাড়াও এমন আচরণ যা অপ্রিয় এবং প্রায়ই বিতর্ক সৃষ্টি করে।
-
বাংলা অর্থ: যুদ্ধাভিলাষ; জিঘাংসা; যুদ্ধোন্মাদ
-
সমার্থক শব্দ: Aggression (বিনা উস্কানিতে বৈরী আচরণ; হামলা), Belligerence (যুধ্যমান অবস্থা), Combativeness (যুদ্ধের ঝোঁক), Militancy (জঙ্গিপনা), Hostility (শত্রুতা)
-
বিপরীতার্থক শব্দ: Nonaggression (অনাক্রমণ), Pacifism (শান্তিবাদ), Submission (আত্মসমর্পন), Truce (সন্ধি), Ceasefire (যুদ্ধবিরতি)
-
অন্য রূপ:
-
Truculent (Adjective): যুদ্ধাভিলাষী; জিঘাংসু; হিংস্র; যুযুৎসু; যুদ্ধংদেহী
-
Truculently (Adverb): যুযুৎসুভাবে
-
-
উদাহরণ বাক্য:
১. I lost four friends in 18 months because of my truculence, my antagonism, my aggression and my mood swings.
২. It was a display of pointless truculence and ignorance, and he was applauded for it.

0
Updated: 2 weeks ago