Choose the sentence that misuses the determiner:
A
All the employees were ready for the meeting.
B
They have little interest in watching horror movies.
C
He has a little books on the shelf.
D
Several cars are parked outside the building.
উত্তরের বিবরণ
প্রদত্ত বাক্যটি হলো - He has a little books on the shelf। এই বাক্যে books হলো countable noun, তাই এর পূর্বে a little ব্যবহার করা ঠিক নয়। Countable noun এর ক্ষেত্রে few বা a few ব্যবহার করতে হয়।
সঠিক বাক্য:
-
He has a few books on the shelf।
ব্যাখ্যা ও অন্যান্য উদাহরণ:
-
ক) All the employees were ready for the meeting।
-
employees হলো plural countable noun, তাই এর পূর্বে all determiners হিসেবে ব্যবহার হয়েছে।
-
-
গ) They have little interest in watching horror movies।
-
interest হলো uncountable noun, তাই এর পূর্বে little determiners হিসেবে ব্যবহার হয়েছে।
-
-
ঘ) Several cars are parked outside the building।
-
cars হলো plural countable noun, এবং এর পূর্বে several determiners হিসেবে বসেছে।
-

0
Updated: 19 hours ago
He as well as his parents _____________ spending vacation abroad.
Created: 2 months ago
A
are
B
is
C
will
D
can
শূন্যস্থানে সঠিক উত্তর হবে “is”। সম্পূর্ণ বাক্য হবে:
He as well as his parents is spending vacation abroad.
As well as দ্বারা দুটি subject যুক্ত হলে verb, as well as-এর পূর্বের subject অনুযায়ী নির্ধারিত হয়। প্রশ্নে as well as-এর আগে subject “He” (singular) থাকায় verb-ও singular হবে। তাই শূন্যস্থানে “is” বসবে।
Structure:
He (singular) + as well as + his parents (plural) + singular verb (is)।
Verb শুধু “He” অনুসরণ করবে, পরে থাকা “his parents” অনুসরণ করবে না। তাই “is” সঠিক উত্তর।
Other Options বিশ্লেষণ:
ক) are — এটি plural verb, কিন্তু subject “He” হওয়ায় ভুল।
গ) will — Modal verb, কিন্তু এখানে Present Continuous tense দরকার।
ঘ) can — Modal verb হলেও sentence-এর সাথে অর্থগত ও কাঠামোগতভাবে মিলছে না।
তাই উত্তর: is.

0
Updated: 2 months ago
Which of the following is incorrect?
Created: 1 month ago
A
The boar raised his head, sniffing the air, while the sow quietly watched him from afar.
B
The witch brewed a magical potion in her hidden cottage.
C
The filly nuzzled his mother affectionately in the stable.
D
The wizard used his wand to turn the stone into gold.
সঠিক উত্তর:
গ) The filly nuzzled his mother affectionately in the stable. → সঠিক হওয়া উচিত: …nuzzled her mother…
বিষয়টি বোঝার নিয়ম:
Filly = female young horse (বাচ্চা ঘোটকী)
Female animal এর জন্য her ব্যবহার করতে হবে, his নয়।
Colt = male young horse (বাচ্চা ঘোড়া), masculine।
বাকি বাক্যগুলো সঠিক কারণ:
ক) The boar raised his head, sniffing the air, while the sow quietly watched him from afar.
Boar = male wild pig, Sow = female adult pig, pronouns মিলেছে।
খ) The witch brewed a magical potion in her hidden cottage.
Witch = female, তাই her সঠিক।
ঘ) The wizard used his wand to turn the stone into gold.
Wizard = male, তাই his সঠিক।

0
Updated: 1 month ago
Select the correct comparative form of the sentence. 'A string of pearls was not so bright as her teeth.'
Created: 3 weeks ago
A
Her teeth was more brighter than a string of pearls.
B
Her teeth were brighter than a string of pearls.
C
A string of pearls was brighter than her teeth.
D
A string of pearls were very bright than her teeth.
A string of pearls was not so bright as her teeth.
- বাক্যের অর্থ: মুক্তা মালাও তার দাঁতগুলোর মত এত উজ্জ্বল ছিল না।
যখন not-যুক্ত কোন Positive degree-এর বাক্যে দুটি ব্যক্তি/বস্তুর মধ্যে বৈশিষ্ট্যর তারতম্য বোঝায়, তখন নিচের নিয়মে সেটিকে Comparative করতে হয়।
২য় noun/noun phrase+ be+ adjective (comparative) +than + ১ম noun/noun phrase
তাই, সঠিক উত্তর হবে Her teeth were brighter than a string of pearls (তাঁর দাঁতগুলো.মুক্তা মালার চাইতেও উজ্জ্বলতর ছিল।)
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain

0
Updated: 3 weeks ago