যদি Active voice-এ Modal Auxiliary Verb থাকে, Passive voice-এ রূপান্তরের নিয়ম হলো যে ক্রমে কাজগুলো করতে হবে তা নিম্নরূপ:
-
Modal Auxiliary Verb: যেমন – can, could, may, might, will, would, shall, should, ought to, used to, must ইত্যাদি।
-
Active voice-এর object কে Passive voice-এর subject হিসেবে বসাতে হবে।
-
Active voice-এর Modal verb রাখা হবে।
-
be যোগ করতে হবে।
-
মূল verb-এর past participle ব্যবহার করতে হবে।
-
by বসাতে হবে।
-
Active voice-এর subject কে Passive voice-এর object হিসেবে বসাতে হবে।
উদাহরণ:
-
Active Voice: They must complete the project.
-
Passive Voice: The project must be completed by them.