ভবিষ্যৎকালের কোনো কাজের নির্দিষ্ট সময়ের পূর্বে শেষ হওয়ার জন্য সাধারণত by বা before ব্যবহার করা হয়, আর সময়ের ব্যাপকতা বোঝাতে in ব্যবহার করা হয়।
-
অতীতের ক্ষেত্রে, নির্দিষ্ট সময়ের পূর্বে কাজ শুরু বা চলমান থাকলে since বা from, আর সময়ের ব্যাপকতা বোঝাতে for ব্যবহার করা হয়।
-
প্রদত্ত বাক্যটি Future Tense-এ এবং এখানে 8 p.m. নির্দিষ্ট সময় নির্দেশ করছে। তাই in ব্যবহার করা যায় না এবং before সঠিক হবে।
-
সঠিক বাক্য: I shall have finished reading the book before 8 p.m.