Who is the poet of "Mending Wall"?
A
Walt Whitman
B
Robert Frost
C
W. B. Yeats
D
T. S. Eliot
উত্তরের বিবরণ
“Mending Wall” কবিতার কবি হলেন Robert Frost। এই কবিতা তার কাব্যগ্রন্থ “North of Boston”-এর অন্তর্ভুক্ত এবং এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ) আকারে রচিত। কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯১৪ সালে।
-
কবিতার সার-সংক্ষেপ:
-
কবিতায় দুটি প্রতিবেশী একে অপরের সঙ্গে দেয়াল মেরামত করতে গিয়ে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
-
কবি মনে করেন, দেয়ালের প্রয়োজন নেই কারণ প্রকৃতি স্বাভাবিকভাবেই সীমানা ভাঙতে চায়।
-
প্রতিবেশীরা বিশ্বাস করেন, "Good fences make good neighbors" — অর্থাৎ দেয়াল থাকলে সম্পর্ক ভালো থাকে।
-
কবি সমাজে সীমানা ও বাধার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং মানবিক সম্পর্ক ও প্রকৃতির মধ্যে ভারসাম্য খোঁজার চেষ্টা করেছেন।
-
-
Robert Frost (1874-1963):
-
আমেরিকান কবি, যাকে আমেরিকার শ্রেষ্ঠ কবিদের মধ্যে গণ্য করা হয়।
-
পরিচিতি পেয়েছেন ‘Nature poet’ ও ‘Regional poet’ হিসেবে।
-
চারবার Pulitzer Prize লাভ করেছেন।
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: A Boy’s Will, North of Boston, From Mountain Interval।
-
-
উল্লেখযোগ্য কবিতাসমূহ:
-
Fire and Ice
-
Mending Wall
-
Birches
-
The Road Not Taken
-
Stopping by Woods on a Snowy Evening
-
Nothing Gold Can Stay
-
Home Burial
-

0
Updated: 19 hours ago
What is the rhyme scheme of the poem "The Road Not Taken"?
Created: 3 weeks ago
A
abaab
B
abbab
C
ababa
D
abbaa

0
Updated: 3 weeks ago
'Good fences make good neighbors'. -The line was written by _______ .
Created: 2 weeks ago
A
Robert Graves
B
Robert Frost
C
Ezra Pound
D
Carl Sandburg
"Good fences make good neighbors" উক্তিটি Robert Frost-এর লেখা বিখ্যাত কবিতা "Mending Wall" থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় তিনি কীভাবে প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক এবং সীমারেখার প্রভাব দেখা যায় তা অন্বেষণ করেছেন।
• Mending Wall
-
এই কবিতাটি লিখেছেন Robert Frost।
-
এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ)-এ রচিত।
-
কবিতাটি তার কাব্যগ্রন্থ 'North of Boston'-এ অন্তর্ভুক্ত।
-
কবিতায় বর্ণিত হয়েছে কীভাবে বক্তা এবং তার প্রতিবেশী তাদের সম্পত্তির মধ্যে একটি পাথরের প্রাচীর পুনর্নির্মাণের জন্য মিলিত হয়।
-
এটি ১৯১৪ সালে প্রকাশিত হয়।
• Robert Frost
-
তিনি একজন আমেরিকান কবি।
-
পরিচিত 'Nature poet' এবং 'Regional poet' হিসেবে।
-
চারবার পুলিতজার পুরস্কার লাভ করেছেন।
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: A Boy's Will, North of Boston, From Mountain Interval।
-
তার 'North of Boston' কাব্যগ্রন্থে Mending Wall কবিতাটি অন্তর্ভুক্ত।
• প্রখ্যাত কবিতাসমূহ
-
Fire and Ice
-
Mending Wall
-
Birches
-
Out, Out—
-
Nothing Gold Can Stay
-
Home Burial

0
Updated: 2 weeks ago
When was the poem "Birches" by Robert Frost published?
Created: 3 weeks ago
A
1945
B
1915
C
1879
D
1987

0
Updated: 3 weeks ago