The roads of Rajshahi are wider than ________ Dhaka.
A
this
B
that
C
those
D
those of
উত্তরের বিবরণ
Correct Sentence: The roads of Rajshahi are wider than those of Dhaka.
দুটি noun-এর মধ্যে তুলনা করার সময়, একই noun-এর পুনরাবৃত্তি এড়াতে Uncountable Noun-এর ক্ষেত্রে that of এবং Plural Countable Noun-এর ক্ষেত্রে those of ব্যবহৃত হয়। অর্থাৎ, যখন কোনো Comparative sentence-এর প্রথম অংশ The + Noun + of + Noun দ্বারা গঠিত হয়, তখন দ্বিতীয় অংশে than + that/ those of বসে।
Structure:
-
The + Uncountable Noun + of + Noun + is + Comparative Adjective + than + that of + (noun).
-
Example Sentences:
-
The climate of Nepal is colder than that of Bangladesh.
-
The beauty of this painting is greater than that of the one in the gallery.
-
-
-
The + Countable Noun + of + Noun + are + Comparative Adjective + than + those of + (noun).
-
Example Sentences:
-
The students of this school are taller than those of the neighboring school.
-
The books of this library are more interesting than those of the old library.
-
-
এভাবে that of এবং those of ব্যবহারের মাধ্যমে বাক্যের পুনরাবৃত্তি এড়িয়ে তুলনামূলক গঠনকে সংক্ষিপ্ত ও ব্যাকরণসম্মত রাখা হয়।

0
Updated: 19 hours ago
The refugees are in need ____ shelter and food.
Created: 1 week ago
A
of
B
with
C
for
D
over
Complete sentence: The refugees are in need of shelter and food.
‘In need of’ ব্যাখ্যা:
-
English meaning: Someone who is in need of something must or should have it.
-
Bangla meaning: কোন কিছুর প্রয়োজন
More examples:
-
They’re in need of help.
-
তাদের সাহায্যের প্রয়োজন।
-
-
‘In need of’ সাধারণত যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রয়োজনীয়তা বা অভাব বোঝাতে ব্যবহার হয়।

0
Updated: 1 week ago
Who is known as the poet of poets?
Created: 19 hours ago
A
William Wordsworth
B
William Shakespear
C
T.S. Eliot
D
Edmund Spenser
Edmund Spenser ছিলেন Elizabethan Period-এর একজন বিখ্যাত সাহিত্যিক, যাকে Poet of Poets হিসেবে সম্মানিত করা হয়। তাঁর কাব্যশিল্পে অনুপ্রাণিত হয়ে পরবর্তী বহু ইংরেজি কবি তাঁর ধারাকে অনুসরণ করেছে। তিনি একটি স্বতন্ত্র ধরণের লেখনীর উদ্ভাবক ছিলেন, যাকে বলা হয় Spenserian Stanza, এবং তিনি আধুনিক ইংরেজি কাব্যলেখার প্রাথমিক সময়ের প্রধান কারিগর হিসেবে বিবেচিত।
-
সময়সূচি: Elizabethan Period
-
সম্মাননা: Poet of Poets, কারণ পরবর্তী প্রজন্মের ইংরেজি কবিরা তাঁর কবিতাশিল্প অনুসরণ করেছে
-
উপলব্ধি: স্বতন্ত্র Spenserian Stanza উদ্ভাবক; আধুনিক ইংরেজি কব্যকারের অন্যতম প্রধান কারিগর
-
প্রখ্যাত কাব্যকর্মসমূহ:
-
Colin Clouts Come Home Againe
-
Mother Hubberd's Tale
-
Complaints
-
Epithalamion
-
The Shepheardes Calender (কাব্যগ্রন্থ/প্যাস্টোরাল কবিতা)
-
The Faerie Queene (এপিক কবিতা)
-
Amoretti (সনেট সংগ্রহ)
-
Astrophel
-

0
Updated: 19 hours ago
I hate ___ pen from other people.
Created: 1 week ago
A
to be borrowing
B
borrow
C
borrowing
D
having borrowed
Hate + Gerund Rule:
-
Hate এর পরে সাধারণত gerund (verb + ing) আসে যখন কোনো কাজের অভ্যাস, অভিজ্ঞতা বা ক্রিয়ার প্রতি ঘৃণা প্রকাশ করা হয়।
-
Example: I hate waiting.
-
Correct Sentence: I hate borrowing pen from other people.
Other Options Explanation:
-
to be borrowing → Continuous passive; এখানে প্রয়োজন নেই।
-
borrow → “I hate borrow money” → গ্রামার অনুযায়ী ভুল। এখানে to borrow বা borrowing ব্যবহার করতে হবে।
-
having borrowed → Perfect participle tense; এখানে ব্যবহার হয় না।
Note: Hate এর পরে infinitive (to + verb) ব্যবহারও হতে পারে, কিন্তু প্রদত্ত অপশনে সেটি নেই।

0
Updated: 1 week ago