_____ brightness of the moon lights up the night.
A
A
B
An
C
The
D
No article
উত্তরের বিবরণ
Material noun (যেমন: salt, water ইত্যাদি) এবং Abstract noun (যেমন: honesty, cruelty ইত্যাদি)-এর আগে সাধারণভাবে ‘The’ বসে না। কারণ এরা অসংখ্য বা সাধারণভাবে ব্যবহৃত বস্তু বা গুণ বোঝায়, যা নির্দিষ্ট নয়।
-
Example: Iron is a useful material.
তবে, যখন material noun বা abstract noun-এর পরে ‘of + noun’ যুক্ত হয় এবং তা নির্দিষ্ট কিছু বোঝায়, তখন এর আগে ‘The’ ব্যবহৃত হয়।
-
Example: The water of this pond is turbid. (এই পুকুরের পানি ঘোলা।)
অর্থাৎ, এখানে The ব্যবহার করা হয়েছে কারণ “water” শব্দটি নির্দিষ্ট—এই পুকুরের পানিকে বোঝাচ্ছে।
আরেকটি উদাহরণ:
-
Complete Sentence: The brightness of the moon lights up the night.
(চাঁদের উজ্জ্বলতা রাতকে আলোকিত করে।)

0
Updated: 19 hours ago
Birds of ___ feather flock together.
Created: 2 months ago
A
a
B
an
C
the
D
No article
• Article:
- A, An & The কে article বলে। এরা noun কে qualify করে।
- Article দুই প্রকার। যেমন: 1. Indefinite: A, An 2. Definite: The
• Article এর নিয়মানুযায়ী,
সমজাতীয় কিছু(the same, the certain) ইত্যাদি অর্থ প্রকাশ করতে singular common noun এর পূর্বে a/an বসে।
যেমন
- Birds of a feather flock together.
- Criminals are of a (the same) character.
- There lived a farmer.
Complete sentence: Birds of a feather flock together.

0
Updated: 2 months ago
The search for a cure for ______ cancer has been one of the greatest scientific challenges of our time.
Created: 1 month ago
A
the
B
an
C
a
D
No article
Complete Sentence: The search for a cure for cancer has been one of the greatest scientific challenges of our time.
Bangla Meaning: ক্যান্সারের প্রতিকার আবিষ্কারের প্রচেষ্টা আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক চ্যালেঞ্জগুলোর একটি।
Article-এর নিয়ম অনুযায়ী,
সাধারণত রোগের নামের আগে Article (বিশেষ করে the) ব্যবহৃত হয় না। অর্থাৎ, রোগের নাম এককভাবে দাঁড়ালেও সেটি সাধারণ অর্থে বোঝায়।
যেমন:
AIDS virus infection is incurable.
Diabetes affects millions of people worldwide.
She dreams of becoming a doctor who contributes to finding a cure for cancer.
তবে কিছু রোগের ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়।
যেমন:
The gout, the mumps, the measles, the flu ইত্যাদি।

0
Updated: 1 month ago
Criminals are of ____ character.
Created: 1 month ago
A
a
B
an
C
the
D
no article
Rule:
-
সমজাতীয় কিছু বোঝাতে যেমন the same, the certain ইত্যাদি, singular common noun-এর আগে a/an বসে।
Examples:
-
Birds of a feather flock together.
-
Criminals are of a (the same) character.
-
There lived a farmer.
Complete Sentence:
👉 Criminals are of a character.

0
Updated: 1 month ago