Who is known as the poet of poets?
A
William Wordsworth
B
William Shakespear
C
T.S. Eliot
D
Edmund Spenser
উত্তরের বিবরণ
Edmund Spenser ছিলেন Elizabethan Period-এর একজন বিখ্যাত সাহিত্যিক, যাকে Poet of Poets হিসেবে সম্মানিত করা হয়। তাঁর কাব্যশিল্পে অনুপ্রাণিত হয়ে পরবর্তী বহু ইংরেজি কবি তাঁর ধারাকে অনুসরণ করেছে। তিনি একটি স্বতন্ত্র ধরণের লেখনীর উদ্ভাবক ছিলেন, যাকে বলা হয় Spenserian Stanza, এবং তিনি আধুনিক ইংরেজি কাব্যলেখার প্রাথমিক সময়ের প্রধান কারিগর হিসেবে বিবেচিত।
-
সময়সূচি: Elizabethan Period
-
সম্মাননা: Poet of Poets, কারণ পরবর্তী প্রজন্মের ইংরেজি কবিরা তাঁর কবিতাশিল্প অনুসরণ করেছে
-
উপলব্ধি: স্বতন্ত্র Spenserian Stanza উদ্ভাবক; আধুনিক ইংরেজি কব্যকারের অন্যতম প্রধান কারিগর
-
প্রখ্যাত কাব্যকর্মসমূহ:
-
Colin Clouts Come Home Againe
-
Mother Hubberd's Tale
-
Complaints
-
Epithalamion
-
The Shepheardes Calender (কাব্যগ্রন্থ/প্যাস্টোরাল কবিতা)
-
The Faerie Queene (এপিক কবিতা)
-
Amoretti (সনেট সংগ্রহ)
-
Astrophel
-

0
Updated: 19 hours ago
They should complete the project. (passive)
Created: 4 weeks ago
A
The project should be completed by them.
B
The project should completed by them.
C
Should the project be completed by them.
D
The project completed should by them.
Explanation:
-
When forming the passive voice with modal verbs like can, may, should, would, must, the structure is:
modal + be + past participle (V₃)
Examples:
-
Active: I can do it. → Passive: It can be done by me.
-
Active: They should complete the project. → Passive: The project should be completed by them.
-
Active: He would sing good songs. → Passive: Good songs would be sung by him.
-
Active: She may use the tubewell. → Passive: The tubewell may be used by her.
Why other options are wrong:
-
খ) The project should completed by them. be is missing; correct form is should be completed
-
গ) Should the project be completed by them. This is a question form, not a statement
-
ঘ) The project completed should by them. Word order is incorrect; passive rules not followed
Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain

0
Updated: 4 weeks ago
A rumour went that she ______ at the examination.
Created: 2 weeks ago
A
has cheated
B
had cheated
C
cheating
D
caught cheating
Complete sentence: "A rumour went that she had cheated at the examination."
-
Bangla meaning: গুজব রটেছিল যে সে পরীক্ষায় নকল করেছে।
-
Sequence of Tense অনুযায়ী ব্যাখ্যা:
-
Principal clause-এর verb যদি past tense এ থাকে, তাহলে sub-ordinate clause-এর verb ও past tense বা past perfect tense এ হয়।
-
সাধারণত that, which, where, when, how, though, although ইত্যাদি শব্দ দিয়ে sub-ordinate clause শুরু হয়।
-
যদি that যুক্ত sub-ordinate clause-এর পূর্ববর্তী verb past indefinite tense হয়, তবে that-এর পরে verb past perfect tense এ বসে। এটি নির্দেশ করে যে subordinate clause-এর কাজ principal clause-এর কাজের আগে সংঘটিত হয়েছে।
-
উদাহরণ: "A rumour went" past indefinite tense, তাই that-এর পরে verb হবে had cheated।
-
-
বিকল্প ভুল উদাহরণ:
-
has cheated – ভুল, কারণ এটি present perfect tense।
-
cheating – gerund/present participle, কিন্তু এখানে past perfect প্রয়োজন।
-
caught cheating – past indefinite, past perfect নয়।
-

0
Updated: 2 weeks ago
A steady bread and butter _____ necessary to support a family.
Created: 6 days ago
A
are
B
is
C
being
D
have
বাক্যটি “A steady bread and butter is necessary to support a family” থেকে বোঝা যায় যে একটি স্থিতিশীল জীবিকা পরিবারের জন্য অপরিহার্য। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Bread and butter একটি idiomatic expression, যার অর্থ হলো জীবিকা বা আয়ের প্রধান উৎস; the way someone earns the money needed to live।
-
যদিও “bread” এবং “butter” দুটি পৃথক শব্দ, একসাথে এটি singular অর্থ বহন করে।
-
এজন্য এর সাথে is ব্যবহার করা হয়, কারণ এটি একটি বিষয় বোঝায় — অর্থাৎ জীবিকা।
-
বাক্যটি ব্যাকরণগত এবং অর্থগত দিক থেকে সঠিকভাবে গঠিত হয়েছে is ব্যবহারে।
-
Other options:
-
ক) are – singular অর্থে ব্যবহারের জন্য ভুল।
-
গ) being – বাক্যের গঠন অনুযায়ী অপ্রাসঙ্গিক এবং ভুল।
-
ঘ) have – বহুবচনের জন্য ব্যবহৃত হয়, এখানে উপযুক্ত নয়।
-

0
Updated: 6 days ago