Frightened: Scream:: Angry: ____?
A
Cry
B
Shiver
C
Sneer
D
yell
উত্তরের বিবরণ
Frightened: Scream :: Angry: Yell
-
Frightened: ভীত, আতঙ্কিত বা সন্ত্রস্ত করা; ভয় পাইয়ে দেওয়া।
-
Scream: তীব্র চিৎকার বা আর্তনাদ করা; চেঁচানো।
-
Angry: ক্রুদ্ধ, রুষ্ট।
-
Analogical recognition:
-
যখন আমরা ভীত হই, আমরা scream করি।
-
যখন আমরা ক্রুদ্ধ হই, আমরা yell করি।
-
অপশন ব্যাখ্যা:
-
Cry: কাঁদা বা আর্তনাদ করা।
-
Shiver: থর থর কাঁপা; ভয়ে শিউরে ওঠা।
-
Sneer: বিদ্রূপের হাসি দিয়ে অবজ্ঞা প্রকাশ করা।
-
Yell: চিৎকার বা চেঁচানি করা; ডাক।

0
Updated: 19 hours ago
Choose the feminine gender:
Created: 1 week ago
A
Earl
B
Doe
C
Stag
D
Boar
Feminine gender of Doe: Doe
-
Doe (feminine gender)
-
English meaning: A female deer
-
Bangla meaning: হরিণী
-
-
Masculine gender: Buck বা Stag (পুরুষ হরিণ)
Other examples of gender forms:
-
Earl (noun)
-
English meaning: (the title of) a British man of high social rank, between a marquis and a viscount
-
Bangla meaning: উচ্চ মর্যাদাসম্পন্ন সম্ভ্রান্ত ইংরেজ ব্যাক্তির পদবি
-
Feminine form: Countess (আর্লের স্ত্রী; আর্লের দায়িত্বপ্রাপ্ত নারী)
-
-
Boar (masculine)
-
English meaning: an uncastrated male swine
-
Bangla meaning: শূকর
-
Feminine form: Sow
-
Source:

0
Updated: 1 week ago
"The Famous Tragedy of the Rich Jew of Malta" was written by-
Created: 1 month ago
A
Ben Jonson
B
John Webster
C
Christopher Marlowe
D
Sir Philip Sidney
- "The Famous Tragedy of the Rich Jew of Malta" was written by Christopher Marlowe.
• The Jew of Malta:
- Christopher Marlowe রচিত tragedy টির পুরো নাম 'The Famous Tragedy of the Rich Jew of Malta'.
- একটি 5 acts বিশিষ্ট tragedy.
- এটি blank verse এ লেখা একটি revenge tragedy.
- এটি প্রায় ১৫৯০ সালের দিকে মঞ্চস্থ হয় এবং ১৬৩৩ সালে প্রকাশিত হয়।
• Summary:
- "The Jew of Malta" একটি নাটক যেখানে মূল চরিত্র Barabas নামের একজন ধনাঢ্য ইহুদি ব্যবসায়ী।
- নাটকে ধর্ম, প্রতিশোধ, লোভ, রাজনৈতিক ষড়যন্ত্র এবং নৈতিক বিচ্যুতির বিষয়গুলো গুরুত্ব পায়।
- Barabas-এর সম্পদ জব্দ করে খ্রিস্টান শাসকরা যখন তাঁকে নিঃস্ব করে দেয়, তখন সে প্রতিশোধের পথে নামে। তার প্রতিশোধ প্রবণতা ধীরে ধীরে আত্মবিনাশের দিকে নিয়ে যায়।
- নাটকে ধর্মীয় ভণ্ডামি, লোভ, এবং ক্ষমতার অপব্যবহার বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যা তৎকালীন সমাজের জটিলতাকে প্রতিফলিত করে।
• Main characters:
- Barabas (Protagonist),
- Abigail,
- Ithamore,
- Machevill,
- Katherine, etc.
• Christopher Marlowe (1564-1593):
- Christopher Marlowe Elizabethan যুগের বিখ্যাত কবি ও নাট্যকার।
- তিনি একজন 'University wit' ছিলেন।
- Shakespeare এর আগে তিনিই ছিলেন English drama এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক।
- He is noted especially for his establishment of dramatic blank verse.
• Notable Works (Plays):
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tamburlaine the Great,
- Edward II,
- Dido, Queen of Carthage, etc.
Source: Britannica.

0
Updated: 1 month ago
Choose the correct spelling.
Created: 1 week ago
A
Eclactic
B
Eclectik
C
Eclectic
D
Eclektic
Eclectic (Adjective)
-
English Meaning: Consisting of different types, methods, styles, etc.
-
Bangla Meaning: (ব্যক্তি বা পদ্ধতি) সারগ্রাহী; সমস্ত কিছুর মধ্য থেকে ভালো বেছে নেওয়া
Example Sentence:
-
She has an eclectic taste in music, enjoying everything from classical to rock.
-
বাংলা অর্থ: তার সংগীতে বিচিত্র রুচি রয়েছে, ক্লাসিকাল থেকে রক পর্যন্ত সবই উপভোগ করে।
Source:

0
Updated: 1 week ago