The father of the English Dictionary is:
A
Geoffrey Chaucer
B
George Orwell
C
Ben jonson
D
Dr. Samuel Johnson.
উত্তরের বিবরণ
A Dictionary of the English Language
-
প্রথম ইংরেজি অভিধান লিখেছেন Dr. Samuel Johnson।
-
A Dictionary of the English Language প্রথম প্রকাশিত হয় ১৫ এপ্রিল ১৭৫৫ সালে।
-
এ কারণে তাকে Father of English Dictionary বলা হয়।
-
Dr. Samuel Johnson ছিলেন The Age of Sensibility (1745-1798) এর অত্যন্ত সুপরিচিত সাহিত্যিক।
-
The Age of Sensibility কে The Age of Johnson বলা হয় কারণ Dr. Samuel Johnson এই সময়কে dominate করেছিলেন।
-
তিনি William Shakespeare এর একজন বিখ্যাত সমালোচক হিসেবে পরিচিত।
-
১৭৬৪ সালে তিনি ইংরেজি সাহিত্য ক্লাব প্রতিষ্ঠা করেন।
Dr. Samuel Johnson-এর প্রধান কৃতিত্বসমূহ:
-
Dictionary (1755)
-
The History of Rasselas, Prince of Abyssinia (1759)
-
Preface to Shakespeare (1765)

0
Updated: 19 hours ago
Samuel Johnson is considered a/an–
Created: 3 weeks ago
A
short story writer
B
poet
C
lexicographer
D
playwright
Samuel Johnson ইংরেজি সাহিত্যে একজন lexicographer হিসেবে বিশেষভাবে খ্যাত। তিনি শুধু অভিধান প্রণেতাই নন, বরং কবি, নাট্যকার, প্রবন্ধকার, নীতিবাদী, সমালোচক, জীবনীকার ও সম্পাদক হিসেবেও সাহিত্য ইতিহাসে তাঁর অনন্য স্থান রয়েছে।
-
Samuel Johnson (1709–1784) ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক ও সমালোচক, যিনি Dr. Johnson নামেও পরিচিত।
-
তাঁর সর্বাধিক কীর্তি হলো A Dictionary of the English Language (1755), যা ইংরেজি ভাষার ইতিহাসে একটি যুগান্তকারী অভিধান হিসেবে স্বীকৃত।
-
Johnson-এর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন James Boswell, যিনি তাঁর বিখ্যাত জীবনী Life of Samuel Johnson রচনা করেন।
-
তিনি সাহিত্য সমালোচনা ও জীবনী সাহিত্যে গভীর প্রভাব রেখেছেন। এমনকি ২০শ শতকের সাহিত্য তত্ত্বেও তাঁর চিন্তার প্রতিফলন লক্ষ্য করা যায়।
তাঁর উল্লেখযোগ্য রচনাগুলো হলো
-
Life of Mr. Richard Savage (book)
-
The Vanity of Human Wishes (poem)
-
The History of Rasselas, Prince of Abissinia (tale)
-
The Rambler (a series of essays)
-
The Idler (essays)
-
Lives of the Most Eminent English Poets (book)

0
Updated: 3 weeks ago
'A Dictionary of the English Language' was compiled by
Created: 5 days ago
A
Samuel Johnson
B
John Dryden
C
Alexander Pope
D
Samuel Richardson
A Dictionary of the English Language হলো প্রথম ইংরেজি অভিধান, যা Dr. Samuel Johnson দ্বারা সংকলিত। এটি The Age of Sensibility সময়ে সম্পন্ন হয় এবং Johnson-এর প্রভাবের কারণে এই যুগকে প্রায়শই The Age of Johnson বলা হয়। Johnson ইংরেজি সাহিত্যে একজন প্রভাবশালী সমালোচক হিসেবে পরিচিত এবং তিনি William Shakespeare-এর সমালোচক হিসেবেও খ্যাত। তাকে Father of English Dictionary বলা হয়।
-
লেখক: Dr. Samuel Johnson
-
উপাধি: Father of English Dictionary
-
যুগ: The Age of Sensibility / Age of Johnson
-
প্রসঙ্গ: ইংরেজি ভাষার শব্দ সংগ্রহ ও সাহিত্য সমালোচনা
Dr. Samuel Johnson-এর উল্লেখযোগ্য কাজসমূহ:
-
Dictionary
-
The History of Rasselas, Prince of Abyssinia
-
Preface to Shakespeare

0
Updated: 5 days ago
Who did write first English dictionary?
Created: 2 months ago
A
Boswell
B
Ben Jonson
C
Samuel Johnson
D
Milton
Dr. Samuel Johnson ও তার অবদান
-
Dr. Samuel Johnson প্রথম ইংরেজি অভিধান “A Dictionary of the English Language” রচনা করেন, যা প্রকাশিত হয় ১৫ এপ্রিল, ১৭৫৫ সালে।
-
এই গুরুত্বপূর্ণ কাজের কারণে তাঁকে "Father of English Dictionary" বলা হয়।
-
তিনি ছিলেন The Age of Sensibility (১৭৪৫–১৭৯৮) যুগের একজন বিখ্যাত সাহিত্যিক।
-
এই যুগকে অনেক সময় "The Age of Johnson" ও বলা হয়, কারণ Dr. Johnson এই সময়কালের সাহিত্যকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিলেন।
-
তিনি ছিলেন William Shakespeare-এর একজন বিশিষ্ট সমালোচক।
-
১৭৬৪ সালে তিনি একটি ইংরেজি সাহিত্য ক্লাব প্রতিষ্ঠা করেন।
Dr. Samuel Johnson-এর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
A Dictionary of the English Language (1755) – প্রথম গুরুত্বপূর্ণ ইংরেজি অভিধান
-
The History of Rasselas, Prince of Abyssinia (1759) – দার্শনিক উপন্যাস
-
Preface to Shakespeare (1765) – শেক্সপিয়ারের নাটকের সমালোচনামূলক ভূমিকা
তথ্যসূত্র: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman
Britannica Encyclopedia

0
Updated: 2 months ago