There is no alternative __ hard work.
A
of
B
to
C
over
D
in
উত্তরের বিবরণ
Complete sentence: There is no alternative to hard work.
-
Translation: কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।
-
Alternative to:
-
অর্থ: (একটি বা একাধিক জিনিসের ক্ষেত্রে) অন্য সম্ভাবনা বা বিকল্প।
-
বাংলায়: বিকল্প।
-
-
Alternative এর সাথে কোনো বিকল্প বোঝাতে সর্বদা to ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
There is no alternative to practice.
-
Is there a viable alternative to the present system?

0
Updated: 19 hours ago
Iron is ______ than most other metals.
Created: 1 week ago
A
strongest
B
stronger
C
most strong
D
more strong
Complete sentence: Iron is stronger than most other metals.
-
এখানে comparative degree ব্যবহার করা হয়েছে, কারণ লৌহ (iron) অন্যান্য ধাতুর সাথে তুলনা করা হচ্ছে।
-
Comparative degree গঠনের নিয়ম: Adjective-এর শেষে "-er" যোগ করা হয় অথবা "more" ব্যবহার করা হয়। Strong এর comparative রূপ হলো stronger।
-
Adjective-এর শেষে যদি দুটি consonant থাকে (vowels a, e, i, o, u নয়), comparative-এ -er এবং superlative-এ -est যোগ করা হয়।
-
বাক্যটির গঠন এবং অর্থ comparative degree-এ সঠিকভাবে তুলনা প্রকাশ করছে।
Example:
-
Rahim is taller than most other students.
-
This mountain is higher than most other hills in the region.
Other options:
-
strongest – superlative form, তিন বা ততোধিক জিনিসের মধ্যে সর্বোচ্চ বোঝায়; এখানে শুধু তুলনা করা হচ্ছে, তাই ভুল।
-
most strong – superlative রূপে "most" ব্যবহৃত হয়েছে, সঠিক রূপ strongest, তাই ভুল।
-
more strong – Comparative হিসেবে "more" ব্যবহার করা যায়, কিন্তু "stronger" প্রচলিত এবং সঠিক।

0
Updated: 1 week ago
If she knew the answer, she would _____ us.
Created: 3 weeks ago
A
told
B
tell
C
be tell
D
to be told
Second Conditional Sentence-এর নিয়ম:
-
If Clause যদি Past Tense-এ থাকে, তবে Principal Clause-এ subject-এর পরে would বসে।
-
Would-এর পরে verb-এর base form বসাতে হয়।
-
এটি ব্যবহার করা হয় বর্তমান বা ভবিষ্যতের কাল্পনিক, অসম্ভব বা অবাস্তব অবস্থার জন্য।
-
Structure: If + Subject + Past Simple, Subject + would + base verb
উদাহরণ:
-
Correct answer: If she knew the answer, she would tell us.

0
Updated: 3 weeks ago
Who is known as the poet of poets?
Created: 19 hours ago
A
William Wordsworth
B
William Shakespear
C
T.S. Eliot
D
Edmund Spenser
Edmund Spenser ছিলেন Elizabethan Period-এর একজন বিখ্যাত সাহিত্যিক, যাকে Poet of Poets হিসেবে সম্মানিত করা হয়। তাঁর কাব্যশিল্পে অনুপ্রাণিত হয়ে পরবর্তী বহু ইংরেজি কবি তাঁর ধারাকে অনুসরণ করেছে। তিনি একটি স্বতন্ত্র ধরণের লেখনীর উদ্ভাবক ছিলেন, যাকে বলা হয় Spenserian Stanza, এবং তিনি আধুনিক ইংরেজি কাব্যলেখার প্রাথমিক সময়ের প্রধান কারিগর হিসেবে বিবেচিত।
-
সময়সূচি: Elizabethan Period
-
সম্মাননা: Poet of Poets, কারণ পরবর্তী প্রজন্মের ইংরেজি কবিরা তাঁর কবিতাশিল্প অনুসরণ করেছে
-
উপলব্ধি: স্বতন্ত্র Spenserian Stanza উদ্ভাবক; আধুনিক ইংরেজি কব্যকারের অন্যতম প্রধান কারিগর
-
প্রখ্যাত কাব্যকর্মসমূহ:
-
Colin Clouts Come Home Againe
-
Mother Hubberd's Tale
-
Complaints
-
Epithalamion
-
The Shepheardes Calender (কাব্যগ্রন্থ/প্যাস্টোরাল কবিতা)
-
The Faerie Queene (এপিক কবিতা)
-
Amoretti (সনেট সংগ্রহ)
-
Astrophel
-

0
Updated: 19 hours ago