'উদোগেঁড়ে' বাগ্ধারার অর্থ কী?
A
আলসে
B
অভাবগ্রস্থ লোক
C
অপব্যয়ী
D
ভাগ্যবান
উত্তরের বিবরণ
‘উদোগেঁড়ে’ বাগ্ধারার অর্থ হলো আলসে বা যে ব্যক্তি কাজে অনীহা প্রকাশ করে। এটি সাধারণত অলস, কর্মবিমুখ ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়।
অন্যদিকে,
• ‘উপোসি ছারপোকা’ অর্থ – অভাবগ্রস্ত বা দারিদ্র্যপীড়িত ব্যক্তি।
• ‘উড়নপেকে’ অর্থ – অপব্যয়ী বা যে ব্যক্তি বেহিসেবি খরচ করে।
• ‘উঁচু কপালে’ অর্থ – ভাগ্যবান বা সৌভাগ্যসম্পন্ন ব্যক্তি।

0
Updated: 19 hours ago
'ঈদের চাঁদ' বাগ্ধারার অর্থ কী?
Created: 2 weeks ago
A
অত্যন্ত প্রিয়জন
B
কাল্পনিক বস্তু
C
বিশিষ্ট ব্যক্তি
D
আকাঙ্ক্ষিত বস্তু
বাংলা ভাষায় বিভিন্ন বাগ্ধারা বা প্রবাদসমূলক শব্দবন্ধের নির্দিষ্ট অর্থ রয়েছে। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্ধারা ও তাদের অর্থ উদাহরণসহ দেওয়া হলো।
-
‘ঈদের চাঁদ’
-
অর্থ: আকাঙ্ক্ষিত বস্তু
-
উদাহরণ বাক্য: হারানো ছেলেকে ফিরে পেয়ে মা যেন ঈদের চাঁদ হাতে পেলেন।
-
-
‘আঁধার ঘরের মানিক’
-
অর্থ: অত্যন্ত প্রিয়জন
-
-
‘আকাশকুসুম’
-
অর্থ: কাল্পনিক বস্তু
-
-
‘কেউকেটা’
-
অর্থ: বিশিষ্ট ব্যক্তি
-

0
Updated: 2 weeks ago
‘যারা বাইরে ঠাট বজায় রেখে চলে।’ – এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
Created: 2 months ago
A
ব্যাঙের আধুলি
B
লেফাফা দুরস্ত
C
রাশভারি
D
ভিজে বেড়াল
ব্যাঙের আধুলি বাগধারার অর্থ - সামান্য সম্পদ। রাশভারি বাগধারার অর্থ - গম্ভীর প্রকৃতির। ভিজে বেড়াল বাগধারার অর্থ – কপটচারী। লেফাফা দুরস্ত বাগধারার অর্থ - বাইরে ঠাঁট বজায় রাখা।

0
Updated: 2 months ago
কাক ভূষণ্ডির অর্থ কি?
Created: 3 months ago
A
ষড়যন্ত্রকারী
B
বাকসর্বস্ব
C
দীর্ঘ প্রতীক্ষমাণ
D
দীর্ঘায়ু ব্যক্তি
অর্থ এবং ব্যাখ্যা সহ কিছু গুরুত্বপূর্ণ বাগধারা
-
কাক-ভূষণ্ডি: যার অর্থ হয় দীর্ঘায়ু বা দীর্ঘজীবী ব্যক্তি।
-
কেউকেটা: এই বাগধারাটি ব্যবহৃত হয় তুচ্ছ বা গুরুত্বহীন কাউকে বোঝাতে।
-
ভূষণ্ডির কাক: বোঝায় এমন একজন বিচক্ষণ, প্রখর বুদ্ধির অধিকারী ব্যক্তি।
-
কাঁচা পয়সা: নগদ বা হাতে হাতে উপার্জিত অর্থকে বোঝায় এই বাগধারাটি।
-
কেতাদুরস্ত: পরিচ্ছন্ন, পরিপাটি এবং সুশৃঙ্খল থাকার বাগধারা।
-
কাঠের পুতুল: কোনো জীবন্ততা বা প্রাণবন্ততা বঞ্চিত, নির্জীব বা অসার কিছু বোঝাতে ব্যবহৃত হয়।

0
Updated: 3 months ago