আন্তর্জাতিক আদালতের (International Court of Justice) একজন বিচারকের মেয়াদ কত বছর?
A
৪ বছর
B
৫ বছর
C
৮ বছর
D
৯ বছর
উত্তরের বিবরণ
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (International Court of Justice বা ICJ) জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গসংস্থার মধ্যে একটি।
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত:
-
প্রতিষ্ঠিত: ১৯৪৫, কার্যক্রম শুরু: ১৯৪৬
-
সদর দপ্তর: নেদারল্যান্ডসের দি হেগ শহরে
-
বিচারক সংখ্যা: ১৫ জন, যারা জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের যৌথ ভোটে নির্বাচিত হন
-
বিচারকের মেয়াদ: ৯ বছর, পুনর্নির্বাচনের সুযোগ রয়েছে
-
আদালতের মধ্যে একজন সভাপতি এবং একজন সহ-সভাপতি নির্বাচিত হন বিচারকদের মধ্য থেকে
-
সভাপতির মেয়াদ: ৩ বছর, পুনঃনির্বাচনের সুযোগ রয়েছে

0
Updated: 20 hours ago
জাতিসংঘের কোন দুটি সংস্থা মিলে IPCC গঠন করে?
Created: 3 weeks ago
A
UNEP ও WMO
B
UNFCCC ও UNEP
C
UNFCCC ও WMO
D
UNEP ও ECOSOC
• IPCC:
- পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- প্রতিষ্ঠাকাল: ১৯৮৮ সাল।
- এটি জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল।
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর যৌথ উদ্যোগে গঠিত হয়।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য: ১৯৫টি।(সেপ্টেম্বর, ২০২৫)

0
Updated: 3 weeks ago
বর্তমানে বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ- [ আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
সোমালিয়া
B
বুরকিনা ফাসো
C
দক্ষিণ সুদান
D
সিরিয়া
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫ (Global Terrorism Index 2025):
-
প্রকাশক: Institute for Economics & Peace (IEP), অস্ট্রেলিয়া
-
প্রকাশের তারিখ: মার্চ ২০২৫
-
শীর্ষ ৫টি দেশ সন্ত্রাসের প্রভাবের দিক থেকে:
-
বুরকিনা ফাসো
-
পাকিস্তান
-
সিরিয়া
-
মালি
-
নাইজার
-

0
Updated: 1 month ago
ক্রিমিয়ার যুদ্ধে বিজয়ী হয় -
Created: 1 week ago
A
অটোমান সাম্রাজ্য
B
ফ্রান্স
C
ব্রিটেন
D
উপরের সবগুলো
ক্রিমিয়ার যুদ্ধ চলেছিল ১৮৫৩ থেকে ১৮৫৬ সাল পর্যন্ত। এই যুদ্ধ রাশিয়ার এবং তুরস্ক (অটোমান সাম্রাজ্য)-এর মিত্রশক্তি ব্রিটেন, ফ্রান্স ও সারডিনিয়া-এর মধ্যে সংঘটিত হয়।
যুদ্ধের মূল তথ্য:
-
১৮৫৩ সালে রাশিয়া ইউরোপের তুর্কি এলাকায় আক্রমণ চালায়, যা যুদ্ধের সূচনা।
-
রাশিয়ার উদ্দেশ্য ছিল দারদানেলিস প্রণালীতে যুদ্ধ জাহাজ চলাচলের অধিকার প্রতিষ্ঠা এবং তুরস্কের খ্রিস্টানদের রক্ষা করার অজুহাত দেখানো।
-
তুরস্কের সহায়তায় ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধের মধ্যে প্রবেশ করে।
-
যুদ্ধের সমাপ্তি ঘটে ১৮৫৬ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরের মাধ্যমে।
-
এই যুদ্ধে রাশিয়া পরাজিত হয় এবং বিজয়ী হয় ফ্রান্স, ব্রিটেন ও অটোমান সাম্রাজ্য।
উৎস:

0
Updated: 1 week ago