২০২৫ সালে আয়োজিত BRICS শীর্ষ সম্মেলনটি কততম ছিল?
A
১৩তম
B
১৫তম
C
১৭তম
D
১৮তম
উত্তরের বিবরণ
২০২৫ সালে আয়োজিত BRICS শীর্ষ সম্মেলন ছিল ১৭তম সম্মেলন, যা ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়।
১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলন, ২০২৫:
-
তারিখ: ৬ থেকে ৭ জুলাই, ২০২৫
-
মূল আলোচ্য বিষয়: যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, মধ্যপ্রাচ্য সংকট, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক স্বাস্থ্যনীতি, জলবায়ু পরিবর্তন।
-
সম্মেলনে যুক্তরাষ্ট্রের পাল্টা আমদানি শুল্ক এবং সম্প্রতি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথ হামলার কঠোর সমালোচনা করা হয়।
উল্লেখযোগ্য দিক:
-
নেতারা যৌথভাবে “Strengthening Global South Cooperation for More Inclusive and Sustainable Governance” শীর্ষক ঘোষণা স্বাক্ষর করেন।
-
তারা মাল্টিল্যাটারালিজম, আন্তর্জাতিক আইন রক্ষা এবং ন্যায়সঙ্গত বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠাতে প্রতিশ্রুতিবদ্ধ হন।

0
Updated: 20 hours ago
'আরব বসন্ত' এর সূচনা হয় কোথায়?
Created: 1 week ago
A
ইয়েমেন
B
তিউনিশিয়া
C
মিশর
D
সিরিয়া
আরব বসন্ত হলো আরব মুসলিম দেশগুলোতে সংঘটিত ধারাবাহিক গণঅভ্যুত্থান।
মূল তথ্য:
-
সূত্রপাত: ২০১০ সালের ডিসেম্বর মাসে তিউনেশিয়ায়, যেখানে বোয়াজিজি নামে এক ফলবিক্রেতা নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়
-
ফলাফল: ২০১১ সালের ১৪ জানুয়ারি তিউনেশিয়ার স্বৈরশাসক জাইন এল বেন আলী পতিত হন
-
বিস্তার: মিসর, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া, বাহরাইন ও মরক্কোতে আন্দোলন ছড়িয়ে পড়ে
-
গৃহযুদ্ধ: লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনে গণআন্দোলন গৃহযুদ্ধে রূপ নেয় এবং এখনো সংঘাত চলমান
সূত্র:

0
Updated: 1 week ago
আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 week ago
A
নাইরোবি, কেনিয়া
B
আদ্দিস আবাবা, ইথিওপিয়া
C
আবুজা, নাইজেরিয়া
D
আলজিয়ার্স, আলজেরিয়া
আফ্রিকান ইউনিয়ন (AU) হলো আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি আঞ্চলিক সংগঠন, যা মহাদেশের একতা, সহযোগিতা ও উন্নয়নে কাজ করে।
আফ্রিকান ইউনিয়ন সম্পর্কিত তথ্য:
-
পূর্ণরূপ: African Union
-
পূর্ব নাম: Organization of African Unity
-
নামকরণ: জুলাই, ২০০২
-
সদর দপ্তর: আद्दিস আবাবা, ইথিওপিয়া
-
বর্তমান সদস্য সংখ্যা: ৫৫টি (সেপ্টেম্বর, ২০২৫)
-
সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান (সেপ্টেম্বর, ২০২৫)
-
মরক্কো ২০১৭ সালের জানুয়ারি মাসে পুনরায় AU-এ যোগদান করে

0
Updated: 1 week ago
'অরেঞ্জ বিপ্লব' কত সালে সংঘটিত হয়?
Created: 1 week ago
A
২০০০ সালে
B
২০০২ সালে
C
২০০৪ সালে
D
২০০৬ সালে
অরেঞ্জ বিপ্লব হলো ইউক্রেনে সংঘটিত এক ধারাবাহিক প্রতিবাদ ও রাজনৈতিক আন্দোলন, যা নাগরিকদের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং নির্বাচন স্বচ্ছতার দাবিতে অনুষ্ঠিত হয়।
-
স্থান ও বছর: ইউক্রেন, ২০০৪
-
কেন্দ্রবিন্দু: রাজধানী কিয়েভ
-
কারণ: ২০০৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি এবং ব্যাপক দুর্নীতি
-
প্রকৃতি: ধারাবাহিক প্রতিবাদ এবং রাজনৈতিক আন্দোলন

0
Updated: 1 week ago