এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি নোবেল পুরস্কার পেয়েছে কোন দেশের নাগরিক? [আগস্ট - ২০২৫]
A
চীন
B
জাপান
C
দক্ষিণ কোরিয়া
D
ভিয়েতনাম
উত্তরের বিবরণ
জাপানের নাগরিকরা এশিয়ার মধ্যে সর্বোচ্চ, মোট ৩১টি নোবেল পুরস্কার পেয়েছেন। তারা পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং শান্তি ক্ষেত্রে পুরস্কৃত হয়েছেন। ২০২৪ সালে শান্তিতে নোবেল পেয়েছে জাপানি পরমাণু বিরোধী সংগঠন ‘নিহন হিদানকায়ো’।
নোবেল পুরস্কার ২০২৪:
সাহিত্য:
-
পুরস্কারপ্রাপ্ত: হান কাং
-
অবদান: নিজের সাহিত্যকর্মে **‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’**কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে প্রকাশ করার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে।
শান্তি:
-
পুরস্কারপ্রাপ্ত: জাপানি সংস্থা নিহন হিদানকায়ো
-
অবদান: হিবাকুশা হিসেবে পরিচিত সংস্থাটিকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার কখনোই উচিত নয় তা প্রমাণ করার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
চিকিৎসাবিজ্ঞান:
-
পুরস্কারপ্রাপ্ত: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান
-
অবদান: মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকা এর জন্য পুরস্কৃত।
রসায়ন:
-
পুরস্কারপ্রাপ্ত: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার
-
অবদান: ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য এবং ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য যৌথভাবে পুরস্কৃত করা হয়েছে।
পদার্থবিজ্ঞান:
-
পুরস্কারপ্রাপ্ত: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন
-
অবদান: কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সক্ষম করার মৌলিক আবিষ্কার ও উদ্ভাবনের জন্য।
অর্থনীতি:
-
পুরস্কারপ্রাপ্ত: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন
-
অবদান: গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণার জন্য।

0
Updated: 20 hours ago
সম্প্রতি, কোন অঞ্চলকে বিশ্বের সবচেয়ে খাদ্যসংকটপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 week ago
A
উইঘুর রাজ্য
B
গাজা উপত্যকা
C
আরাকান রাজ্য
D
কিশনগড় উপত্যকা
গাজা উপত্যকাকে বর্তমানে জাতিসংঘ বিশ্বের সবচেয়ে খাদ্যসংকটপূর্ণ ও ক্ষুধার্ত অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে। এখানে মানবিক পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং চরম দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে।
-
প্রায় ২৩ লাখ মানুষ এখন বিপর্যয়কর ক্ষুধার মুখোমুখি, যা এক মারাত্মক মানবিক সংকটের ইঙ্গিত দেয়।
-
মার্চের ২ তারিখ থেকে সব ধরনের সহায়তা বন্ধ হয়ে যাওয়ার পর অনাহার, অপুষ্টি ও মানবিক বিপর্যয় আরও ভয়াবহ আকার নিয়েছে।
-
খাবার, ওষুধ, পানি ও জ্বালানিসহ প্রয়োজনীয় সরবরাহে ইসরাইলি নিষেধাজ্ঞা ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক চাহিদা ব্যাপকভাবে বাড়িয়ে তুলেছে।
-
সম্প্রতি ইরানে ইসরায়েলের হামলার কয়েক ঘণ্টা পর গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ বন্ধ করে দেওয়া হয়, যা সহায়তা সংকটকে আরও তীব্র করেছে।

0
Updated: 1 week ago
বিশ্বব্যাংক কত সালে কার্যক্রম শুরু করে?
Created: 1 week ago
A
১৯৪৬ সালে
B
১৯৪৫ সালে
C
১৯৪৮ সালে
D
১৯৪৯ সালে
বিশ্বব্যাংক হল একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা, যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
-
প্রতিষ্ঠা ও কার্যক্রম শুরু: ১৯৪৬
-
মূল লক্ষ্য: বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন
-
সদস্য দেশ: ১৮৯টি রাষ্ট্র
-
সদর দপ্তর: ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্র
বিশ্বব্যাংক গ্রুপের গঠন:
-
বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত
-
সংস্থাগুলি হল: IBRD, IDA, IFC, ICSID, MIGA

0
Updated: 6 days ago
কোন রাজনৈতিক ব্যক্তিত্ব 'আয়রন লেডি' নামে পরিচিত ছিলেন?
Created: 1 month ago
A
মার্গারেট থ্যাচার
B
বেনজির ভুট্টো
C
রানি দ্বিতীয় এলিজাবেথ
D
ইন্দিরা গান্ধী
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
লোহা বা আয়রন (Fe)
মার্গারেট থ্যাচার (Margaret Thatcher)
-
পদ: ব্রিটেনের প্রধানমন্ত্রী (প্রথম নারী)
-
নির্বাচিত: মে, ১৯৭৯
-
দায়িত্বকাল: ১৯৭৯–১৯৯০
-
উপাধি: ‘আয়রন লেডি’ (Iron Lady)
উল্লেখযোগ্য তথ্য
-
পশ্চিম ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
-
তিনি একমাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি ১৯০০-এর দশকে টানা তিনটি নির্বাচনে জয়ী হন।
-
দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর, কনজার্ভেটিভ পার্টির অভ্যন্তরীণ চাপের কারণে পদত্যাগ করেন।
-
অবসর জীবনে থ্যাচার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যার উদ্দেশ্য ছিল গণতন্ত্রের প্রচার ও প্রসার।
-
মৃত্যু: ৮ এপ্রিল, ২০১৩, বয়স ৮৭
উৎস: Britannica

0
Updated: 1 month ago