COP-30 কোথায় অনুষ্ঠিত হবে?
A
ভারত
B
চীন
C
ব্রাজিল
D
কানাডা
উত্তরের বিবরণ
COP সম্মেলন হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের রূপরেখা সম্মেলন, যার পূর্ণরূপ Conferences of the Parties (COP)।
COP সম্মেলন:
-
জলবায়ু সংক্রান্ত এই সম্মেলন ১৯৯৪ সালে কার্যকর হয়।
-
প্রথম COP-১ অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালে, জার্মানির বার্লিন শহরে।
-
UNFCCC ভুক্ত সদস্য দেশসমূহ এই সম্মেলনে অংশগ্রহণ করে।
-
COP-২৯ সম্মেলনের সভাপতিত্ব করেন মুখতার বাবায়েভ।
-
COP-৩০ ২০২৫ সালে ব্রাজিল-এ অনুষ্ঠিত হবে।

0
Updated: 20 hours ago
নিম্নোক্ত কোন স্থানে 'জাতিসংঘ সনদ' স্বাক্ষরিত হয়েছে?
Created: 1 week ago
A
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
B
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
C
প্যারিস, ফ্রান্স
D
সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
জাতিসংঘ হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্ব শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে গঠিত হয়েছে। এটি বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সমন্বয়, সহযোগিতা এবং সংলাপের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
-
গঠনকাল: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
-
সনদ স্বাক্ষর: ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদে স্বাক্ষর হয়।
-
সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
-
দাপ্তরিক ভাষা: মোট ৬টি, যথা ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ এবং আরবি।
-
বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস (সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী)।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি দেশ।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৯৩টি দেশ (ফেব্রুয়ারি, ২০২৫ অনুযায়ী)।
-
স্থায়ী পর্যবেক্ষক: ২টি দেশ, যথা ভ্যাটিকান এবং ফিলিস্তিন।
-
সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান, যা ২০১১ সালের ১৪ জুলাই ১৯৩তম দেশ হিসেবে যোগদান করে।

0
Updated: 1 week ago
দক্ষিণ আমেরিকা অঞ্চলের কোন দেশটি OIC এর সদস্য?
Created: 3 weeks ago
A
বলিভিয়া
B
চিলি
C
পেরু
D
সুরিনাম
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট, যা বিশেষ করে ইসলামি বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে সমন্বয় ও সহযোগিতা নিশ্চিত করে। OIC-এর পূর্ণরূপ হলো The Organisation of Islamic Cooperation।
-
গঠিত প্রেক্ষাপট: ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরানোর ঘটনা
-
গঠন পদ্ধতি: রাবাত সম্মেলনের মাধ্যমে
-
প্রতিষ্ঠার স্থান: মরক্কো
-
প্রতিষ্ঠিত তারিখ: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯
-
সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব
-
বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম) – আগস্ট, ২০২৫
-
মহাসচিবের মেয়াদ: ৫ বছর
-
অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ৫৭টি (আগস্ট, ২০২৫)
-
দক্ষিণ আমেরিকার দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC-এর সদস্য
-
ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC-এর সদস্য
-
বাংলাদেশ প্রথমবার অংশগ্রহণ করে ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC-এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে
তথ্যসূত্র:

0
Updated: 3 weeks ago
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ কোনটি?
Created: 1 month ago
A
লিবিয়া
B
সুদান
C
আলজেরিয়া
D
কঙ্গো
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ:
১) আলজেরিয়া - ৯১৯,৫৯০ মাইল (২,৩৮১,৭৪১ বর্গ কি.মি)।
২) কঙ্গো - ৯০৫,৪০৫ মাইল (২,৩৪৫,০০০ বর্গ কি.মি)।
৩) সুদান - ৭১০,৬৮৯ মাইল (১,৮৪০,৬৮৭ বর্গ কি.মি)।
৪) লিবিয়া - ৬৪৭,১৮০ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কি.মি)।
৫) চাদ - ৪৯৫,৭৫৩ মাইল (১,২৮৪,০০০ বর্গ কি.মি)।
আফ্রিকা মহাদেশের আয়তনে ক্ষুদ্রতম দেশ:
১) সিচেলিস - ১৭২ মাইল (৪৪৬ বর্গ কি.মি)।
২) সাও টোমে এবং প্রিনসিপে - ৩৮৬ মাইল (১,০০১ বর্গ কি.মি)।
৩) কোমোরোস - ৭১৯ মাইল (১,৮৬১ বর্গ কি.মি)।
৪) মরিশাস - ৭৭৫ মাইল (২,০০৭ বর্গ কি.মি)।
৫) কাবো ভার্দে - ১,৫৫৭ মাইল (৪,০৩৩ বর্গ কি.মি)।
তথ্যসূত্র - Britannica.com

0
Updated: 1 month ago