SALT-I চুক্তিটি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
A
যুক্তরাষ্ট্র ও চীন
B
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
C
রাশিয়া ও যুক্তরাজ্য
D
ফ্রান্স ও জার্মানি
উত্তরের বিবরণ
১৯৭২ সালে স্বাক্ষরিত Strategic Arms Limitation Talks-1 (SALT I) চুক্তির মূল লক্ষ্য ছিল কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত করা।
SALT I চুক্তি:
-
যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
-
আলোচনা শুরু হয় ১৯৬৯ সালে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি-তে।
-
চুক্তি ১৯৭২ সালের ২৬ মে স্বাক্ষরিত হয়।
-
চুক্তির মাধ্যমে কৌশলগত ব্যালিস্টিক মিসাইল লঞ্চারের সংখ্যা সীমিত করার লক্ষ্যে একমত হয়।
-
পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের সংখ্যা “ফ্রিজ” করা হয়, অর্থাৎ কোন পক্ষ আর তার সংখ্যা বাড়াতে পারবে না।
-
এছাড়াও, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সংখ্যা নির্ধারণ করা হয়।
-
SALT I চুক্তির মাধ্যমে অস্ত্র প্রতিযোগিতা কিছুটা সীমিত করা সম্ভব হয়।

0
Updated: 20 hours ago
কোন যুদ্ধে ডমিনো তত্ত্ব ব্যাপকভাবে প্রয়োগ করা হয়েছিল?
Created: 20 hours ago
A
উপসাগরীয় যুদ্ধ
B
কোরিয়ান যুদ্ধ
C
ভিয়েতনাম যুদ্ধ
D
আফগান যুদ্ধ
ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্র ডমিনো তত্ত্বকে ব্যাপকভাবে প্রয়োগ করেছিল।
ডমিনো তত্ত্ব:
-
মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ১৯৫৪ সালের ৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজমের প্রসঙ্গে তত্ত্বটি উপস্থাপন করেন।
-
তত্ত্ব অনুযায়ী, কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতায় আসে, তাহলে প্রতিবেশী রাষ্ট্রগুলোও ধীরে ধীরে সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
-
ভিয়েতনাম যুদ্ধ এবং শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এই তত্ত্ব বাস্তবায়ন করে।
-
তিনি দক্ষিণ ভিয়েতনামের এন্টি-কমিউনিস্ট সরকারকে সহায়তা প্রদান করেন।
-
ডমিনো তত্ত্ব মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রেক্ষাপটে প্রযোজ্য ছিল।
-
১৯৫০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র এই তত্ত্ব প্রচার ও বাস্তবায়ন করেছিল।

0
Updated: 20 hours ago
CIA এর সদর দপ্তর কোথায়?
Created: 1 week ago
A
নিউইর্য়ক, যুক্তরাষ্ট্র
B
ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র
C
ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
D
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
CIA (Central Intelligence Agency) হলো মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা।
মূল তথ্য:
-
প্রতিষ্ঠিত: ১৯৪৭ সালে
-
সদরদপ্তর: ল্যাংলি, ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
-
বর্তমান পরিচালক: উইলিয়াম জে. বার্নস
সূত্র:

0
Updated: 1 week ago
নিচের কোন দেশ প্রথম কার্বন কর চালু করে?
Created: 2 weeks ago
A
সুইডেন
B
ফিনল্যান্ড
C
আয়ারল্যান্ড
D
নিউজিল্যান্ড
বিশ্বের প্রথম কার্বন কর চালু করে ফিনল্যান্ড ১৯৯০ সালে, যা পরিবেশ দূষণ কমাতে জ্বালানি ব্যবহারে কর আরোপের মাধ্যমে পরিবেশবান্ধব অনুশীলনকে উৎসাহিত করার একটি উদ্যোগ ছিল।
-
প্রথম প্রয়োগ: ১৯৯০, ফিনল্যান্ড
-
উদ্দেশ্য: কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস এবং দূষণ কমানো
-
পদ্ধতি: কার্বন নিঃসরণকারী জ্বালানি ব্যবহারের উপর নির্ধারিত হারে ট্যাক্স আরোপ
-
পরবর্তী দেশসমূহ: সুইডেন, আয়ারল্যান্ড, ব্রিটেন, নিউজিল্যান্ডসহ বিশ্বের আরও অনেক দেশ এই কর চালু করে

0
Updated: 2 weeks ago