'ক্রুসেড' কীসের জন্য পরিচালিত হয়েছিল?
A
ভ্যাটিকান পুনরুদ্ধার করার জন্য
B
বাইজেন্টাইন সাম্রাজ্যকে পুনরুদ্ধার করার জন্য
C
জেরুজালেম পুনরুদ্ধার করার জন্য
D
ইউরোপে খৃষ্ট ধর্ম পুনরুদ্ধার করার জন্য
উত্তরের বিবরণ
১১শ শতাব্দীর শেষের দিকে, ক্যাথলিক চার্চ জেরুজালেম পুনরুদ্ধারের জন্য সামরিক অভিযান বা ক্রুসেড অনুমোদন দিতে শুরু করে। ক্রুসেডাররা বিশ্বাস করত যে এই সেবার মাধ্যমে তারা পাপমোচন পাবে এবং স্বর্গে স্থান নিশ্চিত করবে।
ক্রুসেড (Crusade):
-
বাংলায় ক্রুসেডের অর্থ ধর্মযুদ্ধ।
-
প্রথম ক্রুসেড শুরু হয় ১০৯৬ সালে।
-
মুসলমানদের হাত থেকে জেরুজালেম মুক্ত করার জন্য খ্রিস্টানরা ১০৯৬ থেকে ১২৭১ সাল পর্যন্ত বারংবার অভিযান চালায়, যা ইতিহাসে ক্রুসেড নামে পরিচিত।
-
মোট আটবার ক্রুসেড অভিযান পরিচালিত হয়, যার মধ্যে প্রথম অভিযান পরিচালনা করেন গডফ্রে।
-
প্রধানত, ক্রুসেড অভিযানসমূহ ইউরোপ থেকে প্রেরণ করা হয়।

0
Updated: 20 hours ago
The Climate Vulnerable Forum (CVF)- কোথায় গঠিত হয়?
Created: 1 week ago
A
কাতার
B
শ্রীলঙ্কা
C
ভারত
D
মালদ্বীপ
The Climate Vulnerable Forum (CVF)
-
পূর্ণরূপ: জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোরাম
-
সংজ্ঞা: উষ্ণায়নের ঝুঁকিতে থাকা ৭৪টি দেশের একটি আন্তর্জাতিক অংশীদারিত্ব
-
উদ্দেশ্য: জলবায়ু জরুরি অবস্থা মোকাবেলায় অংশগ্রহণকারী সরকারগুলিকে একসাথে কাজ করার জন্য দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা
-
প্রতিষ্ঠা: ২০০৯ সালের নভেম্বরে, মালদ্বীপের রাজধানী মালেতে, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদের উদ্যোগে
-
প্রেক্ষাপট: কোপেনহেগেন শীর্ষ সম্মেলন (COP15) এর কয়েক সপ্তাহ আগে প্রতিষ্ঠাকালীন ঘোষণাপত্রে CVF ঝুঁকিপূর্ণ দেশগুলির নেতৃত্বের প্রতিশ্রুতি প্রকাশ করেছে

0
Updated: 1 week ago
সম্প্রতি চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা করছে কোন দেশ? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 week ago
A
যুক্তরাজ্য
B
জাপান
C
জার্মানি
D
যুক্তরাষ্ট্র
চাঁদে পারমাণবিক চুল্লি
-
উদ্দেশ্য: চাঁদের মাটিতে পারমাণবিক চুল্লি স্থাপন
-
প্রতিষ্ঠাকাল: ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন লক্ষ্য, নাসা কর্তৃক
-
বিদ্যুৎ উৎপাদন: প্রাথমিকভাবে ১০০ কিলোওয়াট
-
প্রয়োগ:
-
চাঁদে আবাসস্থল ও জীবনধারণ
-
খনিজ সম্পদ আহরণের সরঞ্জাম পরিচালনা
-
অবিচ্ছিন্ন শক্তির উৎস হিসেবে কাজ
-
-
মূল উদ্দেশ্য:
-
চাঁদে যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় রাখা
-
চীন ও রাশিয়ার সঙ্গে মহাকাশ প্রতিযোগিতায় এগিয়ে থাকা
-

0
Updated: 1 week ago
UNCCD এর পূর্ণরূপ কী?
Created: 1 week ago
A
United Nations Convention on Climate Development
B
United Nations Conference on Desert Control
C
The United Nations Convention to Combat Desertification
D
United Nations Council for Desert Conservation
জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ চুক্তি (UNCCD)
-
পূর্ণরূপ: The United Nations Convention to Combat Desertification
-
প্রতিষ্ঠা: ১৯৯৪ সালে গৃহীত
-
কার্যকর: ১৯৯৬ সালে
-
উদ্দেশ্য: মরুকরণ, খরা ও ভূমি অবক্ষয় মোকাবিলা; টেকসই ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা; জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো
-
পক্ষ: ১৯৭টি (১৯৬টি দেশ + ইউরোপীয় ইউনিয়ন)

0
Updated: 1 week ago