কোন যুদ্ধে ডমিনো তত্ত্ব ব্যাপকভাবে প্রয়োগ করা হয়েছিল?
A
উপসাগরীয় যুদ্ধ
B
কোরিয়ান যুদ্ধ
C
ভিয়েতনাম যুদ্ধ
D
আফগান যুদ্ধ
উত্তরের বিবরণ
ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্র ডমিনো তত্ত্বকে ব্যাপকভাবে প্রয়োগ করেছিল।
ডমিনো তত্ত্ব:
-
মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ১৯৫৪ সালের ৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজমের প্রসঙ্গে তত্ত্বটি উপস্থাপন করেন।
-
তত্ত্ব অনুযায়ী, কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতায় আসে, তাহলে প্রতিবেশী রাষ্ট্রগুলোও ধীরে ধীরে সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
-
ভিয়েতনাম যুদ্ধ এবং শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এই তত্ত্ব বাস্তবায়ন করে।
-
তিনি দক্ষিণ ভিয়েতনামের এন্টি-কমিউনিস্ট সরকারকে সহায়তা প্রদান করেন।
-
ডমিনো তত্ত্ব মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রেক্ষাপটে প্রযোজ্য ছিল।
-
১৯৫০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র এই তত্ত্ব প্রচার ও বাস্তবায়ন করেছিল।

0
Updated: 20 hours ago
UNCCD এর পূর্ণরূপ কী?
Created: 1 week ago
A
United Nations Convention on Climate Development
B
United Nations Conference on Desert Control
C
The United Nations Convention to Combat Desertification
D
United Nations Council for Desert Conservation
জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ চুক্তি (UNCCD)
-
পূর্ণরূপ: The United Nations Convention to Combat Desertification
-
প্রতিষ্ঠা: ১৯৯৪ সালে গৃহীত
-
কার্যকর: ১৯৯৬ সালে
-
উদ্দেশ্য: মরুকরণ, খরা ও ভূমি অবক্ষয় মোকাবিলা; টেকসই ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা; জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো
-
পক্ষ: ১৯৭টি (১৯৬টি দেশ + ইউরোপীয় ইউনিয়ন)

0
Updated: 1 week ago
নিচের কোন দেশ প্রথম কার্বন কর চালু করে?
Created: 2 weeks ago
A
সুইডেন
B
ফিনল্যান্ড
C
আয়ারল্যান্ড
D
নিউজিল্যান্ড
বিশ্বের প্রথম কার্বন কর চালু করে ফিনল্যান্ড ১৯৯০ সালে, যা পরিবেশ দূষণ কমাতে জ্বালানি ব্যবহারে কর আরোপের মাধ্যমে পরিবেশবান্ধব অনুশীলনকে উৎসাহিত করার একটি উদ্যোগ ছিল।
-
প্রথম প্রয়োগ: ১৯৯০, ফিনল্যান্ড
-
উদ্দেশ্য: কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস এবং দূষণ কমানো
-
পদ্ধতি: কার্বন নিঃসরণকারী জ্বালানি ব্যবহারের উপর নির্ধারিত হারে ট্যাক্স আরোপ
-
পরবর্তী দেশসমূহ: সুইডেন, আয়ারল্যান্ড, ব্রিটেন, নিউজিল্যান্ডসহ বিশ্বের আরও অনেক দেশ এই কর চালু করে

0
Updated: 2 weeks ago
Global Peace Index-2025 অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?
Created: 3 weeks ago
A
আইসল্যান্ড
B
ফিনল্যান্ড
C
নরওয়ে
D
ডেনমার্ক
Global Peace Index (GPI) 2025 – সংক্ষিপ্ত তথ্য:
-
প্রকাশক: Institute for Economics & Peace, সিডনি, অস্ট্রেলিয়া
-
প্রকাশের সময়কাল: জুন ২০২৫
-
মূল তিনটি সূচক:
-
সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা
-
চলমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাত
-
সামরিকীকরণ
-
বিশ্বের শান্তিপূর্ণ দেশসমূহ (শীর্ষ ৫):
-
আইসল্যান্ড
-
আয়ারল্যান্ড
-
নিউজিল্যান্ড
-
অস্ট্রিয়া
-
সুইজারল্যান্ড
সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ (নিম্ন ৫):
163. রাশিয়া
162. ইউক্রেন
161. সুদান
160. কঙ্গো প্রজাতন্ত্র
159. ইয়েমেন
বাংলাদেশের অবস্থান: ১২৩তম
GPI বিশ্বের দেশগুলোর মধ্যে শান্তি, নিরাপত্তা ও সংঘাতের মাত্রা নির্ধারণে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়।

0
Updated: 3 weeks ago