ফরাসি বিপ্লবের সময় 'থার্ড এস্টেট' বলতে কাদের বোঝানো হতো?
A
অভিজাত শ্রেণি
B
রাজা ও তার পরিবার
C
সাধারণ মানুষ
D
ভিক্ষুক শ্রেণি
উত্তরের বিবরণ
ফরাসি সমাজে থার্ড এস্টেট হলো সুবিধাবঞ্চিত সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ, যাদের উপর করের বোঝা চাপানো হতো কিন্তু কোনো রাজনৈতিক অধিকার ছিল না।
ফ্রান্সে ফরাসি বিপ্লব:
-
সময়কাল: ১৭৮৯-১৭৯৯ সাল পর্যন্ত।
-
স্লোগান: স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব।
-
বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
-
ফরাসি বিপ্লবের “শিশু” হিসেবে পরিচিত নেপোলিয়ন।
-
বাস্টিল দূর্গের আক্রমণ ফরাসি বিপ্লবের সূচনা করে।
-
দার্শনিক রুশো ও ভলতেয়ারের লেখনী বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিল।
-
ফরাসি বিপ্লবের আনুষ্ঠানিক শুরু ঘটে ১৪ জুলাই, ১৭৮৯ সালে বাস্তিল দূর্গের পতনের মাধ্যমে।

0
Updated: 20 hours ago
অটোয়া চুক্তির মূল উদ্দেশ্য কী?
Created: 20 hours ago
A
স্থলমাইন নিষিদ্ধকরণ
B
পারমাণবিক অস্ত্র সীমিতকরণ
C
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ
D
জৈব অস্ত্র ধ্বংস
অটোয়া চুক্তি ১৯৯৭ সালে স্থলমাইনের উৎপাদন, ব্যবহার ও মজুদ নিষিদ্ধ করার উদ্দেশ্যে গৃহীত হয়।
অটোয়া চুক্তি:
-
১৯৯৭ সালের ১৮ সেপ্টেম্বর, কানাডার অটোয়ায় এই চুক্তি গৃহীত হয়।
-
চুক্তি ১ মার্চ ১৯৯৯ সালে কার্যকর হয়।
-
চুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ স্থলমাইন ব্যবহারের বিরুদ্ধে সম্মত হয়।
-
বাংলাদেশ ৭ মে ১৯৯৮ সালে চুক্তিতে স্বাক্ষর করে এবং ৬ সেপ্টেম্বর ২০০০ সালে এটি কার্যকর করে।
-
বর্তমানে ১৬৪টি দেশ এই চুক্তির অংশীদার।

0
Updated: 20 hours ago
ফরাসি বিপ্লবের সময় 'থার্ড এস্টেট' বলতে কাদের বোঝানো হতো?
Created: 20 hours ago
A
অভিজাত শ্রেণি
B
রাজা ও তার পরিবার
C
সাধারণ মানুষ
D
ভিক্ষুক শ্রেণি
ফরাসি সমাজে থার্ড এস্টেট হলো সুবিধাবঞ্চিত সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ, যাদের উপর করের বোঝা চাপানো হতো কিন্তু কোনো রাজনৈতিক অধিকার ছিল না।
ফ্রান্সে ফরাসি বিপ্লব:
-
সময়কাল: ১৭৮৯-১৭৯৯ সাল পর্যন্ত।
-
স্লোগান: স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব।
-
বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
-
ফরাসি বিপ্লবের “শিশু” হিসেবে পরিচিত নেপোলিয়ন।
-
বাস্টিল দূর্গের আক্রমণ ফরাসি বিপ্লবের সূচনা করে।
-
দার্শনিক রুশো ও ভলতেয়ারের লেখনী বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিল।
-
ফরাসি বিপ্লবের আনুষ্ঠানিক শুরু ঘটে ১৪ জুলাই, ১৭৮৯ সালে বাস্তিল দূর্গের পতনের মাধ্যমে।

0
Updated: 20 hours ago
কোন অঞ্চলের জন্য ' ডমিনো' তত্ত্বটি ছিল?
Created: 1 week ago
A
দক্ষিণ-পূর্ব এশিয়ার
B
উত্তর-পূর্ব এশিয়ার
C
পূর্ব আফ্রিকায়
D
কোনটি নয়
ডমিনো তত্ত্ব
-
প্রবর্তক: মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার, ১৯৫৪ সালের ৭ এপ্রিল সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজম প্রসঙ্গে তত্ত্বটি উল্লেখ করেন।
-
মুল বক্তব্য: কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রগুলোও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
-
প্রয়োগ: ভিয়েতনাম যুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এই তত্ত্ব অনুসরণ করে।
-
কার্যক্রম: আইজেনহাওয়ার এন্টি-কমিউনিস্ট দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সমর্থন দেন।
-
প্রযোজ্য এলাকা: দক্ষিণ-পূর্ব এশিয়া।
-
সময়কাল: ১৯৫০ থেকে ১৯৮৯ পর্যন্ত যুক্তরাষ্ট্র তত্ত্বটি প্রচার করেছিল।

0
Updated: 1 week ago