কোন দেশে ‘Fridays for Future’ আন্দোলনের সূত্রপাত হয়?
A
নরওয়ে
B
সুইডেন
C
ডেনমার্ক
D
জার্মানি
উত্তরের বিবরণ
‘Fridays for Future’ আন্দোলনের সূচনা সুইডেনে ঘটে।
Fridays for Future:
-
আন্দোলনের সূচনা করেন সুইডেনের গ্রেটা থুনবার্গ।
-
মাত্র ১৫ বছর বয়সে, ২০১৮ সালে তিনি স্কুলে না গিয়ে সুইডিশ পার্লামেন্ট ভবনের সামনে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক অবস্থান কর্মসূচি শুরু করেন।
-
তার এই উদ্যোগ বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং অন্যান্য শিক্ষার্থীরাও এতে অনুপ্রাণিত হয়ে অংশ নেয়।
-
আন্দোলনটি ধীরে ধীরে একটি বৈশ্বিক পরিবেশবাদী আন্দোলনে রূপান্তরিত হয়।
-
মূল উদ্দেশ্য হলো সরকারগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করা।
-
এভাবেই ‘Fridays for Future’ আন্দোলনের সূচনা ঘটে এবং এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

0
Updated: 20 hours ago
সম্প্রতি চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা করছে কোন দেশ? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 week ago
A
যুক্তরাজ্য
B
জাপান
C
জার্মানি
D
যুক্তরাষ্ট্র
চাঁদে পারমাণবিক চুল্লি
-
উদ্দেশ্য: চাঁদের মাটিতে পারমাণবিক চুল্লি স্থাপন
-
প্রতিষ্ঠাকাল: ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন লক্ষ্য, নাসা কর্তৃক
-
বিদ্যুৎ উৎপাদন: প্রাথমিকভাবে ১০০ কিলোওয়াট
-
প্রয়োগ:
-
চাঁদে আবাসস্থল ও জীবনধারণ
-
খনিজ সম্পদ আহরণের সরঞ্জাম পরিচালনা
-
অবিচ্ছিন্ন শক্তির উৎস হিসেবে কাজ
-
-
মূল উদ্দেশ্য:
-
চাঁদে যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় রাখা
-
চীন ও রাশিয়ার সঙ্গে মহাকাশ প্রতিযোগিতায় এগিয়ে থাকা
-

0
Updated: 1 week ago
কিয়োটো প্রটোকল কার্যকর হয় কোন সালে?
Created: 1 week ago
A
২০০০ সাল
B
২০০৫ সাল
C
২০০৩ সাল
D
২০০৭ সাল
কিয়োটো প্রটোকল
-
পূর্ণরূপ: Kyoto Protocol to the United Nations Framework Convention on Climate Change (UNFCCC)
-
গৃহীত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭
-
কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
-
বর্তমান পক্ষ: ১৯২টি দেশ
-
স্থান: কিয়োটো, জাপান
-
উদ্দেশ্য: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ১৯৯০ সালের স্তরের তুলনায় ৫.২% কমানো
-
বৈশিষ্ট্য: ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (CDM) এবং ইমিশন ট্রেডিং অন্তর্ভুক্ত

0
Updated: 1 week ago
যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত প্রথম পোপের নাম কী?
Created: 1 week ago
A
রবার্ট জিউস প্রেভোস্ট
B
রবার্ট লিউজ ফ্রান্সিস
C
রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট
D
রবার্ট হ্যাঁরি ফ্রান্সিস
পোপ
-
সংজ্ঞা: ‘পোপ’ হলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু।
-
পদবি: তিনি রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং প্রাতিষ্ঠানিক প্রধান।
-
গুরুত্ব: খ্রিস্টান ধর্মে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত।
-
রাষ্ট্রপতি হিসেবে: পোপ নির্বাচিত হলে ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধানও হন।
-
বর্তমান পোপ: রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত প্রথম পোপ।
-
পরিচিতি: পোপ চতুর্দশ লিও নামে পরিচিত।
-
নির্বাচন তারিখ: ৮ মে, ২০২৫ ভোটে নির্বাচিত হন।
-
নির্বাচন প্রক্রিয়া: বিশ্বের ৭০টি দেশ থেকে ভ্যাটিকানে আসা ১৩৩ জন কার্ডিনাল অংশ নেন।

0
Updated: 1 week ago