কোভিড-১৯ মহামারীর সময় বিভিন্ন দেশের 'ভ্যাকসিন কূটনীতি' (Vaccine Diplomacy) কোন ধরনের ক্ষমতার প্রয়োগ?
A
হার্ড পাওয়ার
B
সফট পাওয়ার
C
শার্প পাওয়ার
D
স্ট্রাকচারাল পাওয়ার
উত্তরের বিবরণ
ভ্যাকসিন কূটনীতি এমন একটি কৌশল, যার মাধ্যমে ভারত ও চীন প্রভৃতি দেশ অন্য দেশকে ভ্যাকসিন সহায়তা প্রদান করে তাদের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং ভূ-রাজনৈতিক প্রভাব বৃদ্ধি করতে চেয়েছে। এটি সফট পাওয়ারের আধুনিক উদাহরণ।
সফট পাওয়ার (Soft Power):
-
কোভিড-১৯ মহামারীর সময় বিভিন্ন দেশের ভ্যাকসিন কূটনীতি সফট পাওয়ার এর একটি স্পষ্ট উদাহরণ।
-
সফট পাওয়ার হলো অন্যকে জবরদস্তি বা চাপ প্রয়োগ না করে, আকর্ষণ ও বিশ্বাসের মাধ্যমে প্রভাব বিস্তারের ক্ষমতা।
-
ভ্যাকসিন সরবরাহ বা স্বাস্থ্যসেবায় সহায়তা প্রদানের মাধ্যমে দেশগুলো নিজেদের রাজনৈতিক ও নৈতিক মূল্যবোধের প্রতি আস্থা তৈরি করে।
-
এটি সরাসরি সামরিক বা অর্থনৈতিক শক্তি ব্যবহার না করে আকর্ষণ ও বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলে। উদাহরণস্বরূপ, চীন ও ভারত মহাদেশের বিভিন্ন দেশে ভ্যাকসিন পাঠিয়েছে, যা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে উন্নত করেছে।
-
সফট পাওয়ার দীর্ঘমেয়াদে স্থায়ী প্রভাব সৃষ্টি করে।
হার্ড পাওয়ার (Hard Power):
-
হার্ড পাওয়ার হলো জবরদস্তি, সামরিক হুমকি বা অর্থনৈতিক চাপের মাধ্যমে অন্যকে বাধ্য করা।

0
Updated: 20 hours ago
কোন যুদ্ধে ডমিনো তত্ত্ব ব্যাপকভাবে প্রয়োগ করা হয়েছিল?
Created: 20 hours ago
A
উপসাগরীয় যুদ্ধ
B
কোরিয়ান যুদ্ধ
C
ভিয়েতনাম যুদ্ধ
D
আফগান যুদ্ধ
ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্র ডমিনো তত্ত্বকে ব্যাপকভাবে প্রয়োগ করেছিল।
ডমিনো তত্ত্ব:
-
মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ১৯৫৪ সালের ৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজমের প্রসঙ্গে তত্ত্বটি উপস্থাপন করেন।
-
তত্ত্ব অনুযায়ী, কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতায় আসে, তাহলে প্রতিবেশী রাষ্ট্রগুলোও ধীরে ধীরে সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
-
ভিয়েতনাম যুদ্ধ এবং শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এই তত্ত্ব বাস্তবায়ন করে।
-
তিনি দক্ষিণ ভিয়েতনামের এন্টি-কমিউনিস্ট সরকারকে সহায়তা প্রদান করেন।
-
ডমিনো তত্ত্ব মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রেক্ষাপটে প্রযোজ্য ছিল।
-
১৯৫০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র এই তত্ত্ব প্রচার ও বাস্তবায়ন করেছিল।

0
Updated: 20 hours ago
সম্প্রতি আদালতের রায়ে থাইল্যান্ডের কোন প্রধানমন্ত্রীকে পদচ্যুত করা হয়? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 1 week ago
A
থাকসিন শিনাওয়াত্রা
B
পায়টংটার্ন শিনাওয়াত্রা
C
প্রায়ুত চ্যান-ও-চা
D
পেতংতার্ন সিনাওয়াত্রা
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী:
-
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন অনুতিন চার্নভিরাকুল।
-
নির্বাচনের তারিখ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর
-
ভোটাভুটি: পার্লামেন্টে অনুষ্ঠিত
-
পার্টি: ভুমজয়থাই পার্টি
-
ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৯২ জন আইনপ্রণেতার মধ্যে ৩১১ ভোট পান অনুতিন চার্নভিরাকুল
-
বিরোধী দল: রক্ষণশীল, পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল
পূর্ববর্তী দায়িত্ব:
-
উপপ্রধানমন্ত্রী
-
স্বরাষ্ট্রমন্ত্রী
-
স্বাস্থ্যমন্ত্রী
-
পরিচিতি: ২০২২ সালে গাঁজা আইন প্রণয়নের প্রতিশ্রুতি পূরণে
প্রেক্ষাপট:
-
২০২৩ সালের নির্বাচনের পর থেকে সিনাওয়াত্রা পরিবারের ফিউ থাই পার্টি দেশটির শীর্ষ পদ দখল করেছিল।
-
সম্প্রতি আদালতের রায়ে পরিবারের উত্তরসূরি প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদচ্যুত হন।

0
Updated: 1 week ago
নিচের কোন দেশ প্রথম কার্বন কর চালু করে?
Created: 2 weeks ago
A
সুইডেন
B
ফিনল্যান্ড
C
আয়ারল্যান্ড
D
নিউজিল্যান্ড
বিশ্বের প্রথম কার্বন কর চালু করে ফিনল্যান্ড ১৯৯০ সালে, যা পরিবেশ দূষণ কমাতে জ্বালানি ব্যবহারে কর আরোপের মাধ্যমে পরিবেশবান্ধব অনুশীলনকে উৎসাহিত করার একটি উদ্যোগ ছিল।
-
প্রথম প্রয়োগ: ১৯৯০, ফিনল্যান্ড
-
উদ্দেশ্য: কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস এবং দূষণ কমানো
-
পদ্ধতি: কার্বন নিঃসরণকারী জ্বালানি ব্যবহারের উপর নির্ধারিত হারে ট্যাক্স আরোপ
-
পরবর্তী দেশসমূহ: সুইডেন, আয়ারল্যান্ড, ব্রিটেন, নিউজিল্যান্ডসহ বিশ্বের আরও অনেক দেশ এই কর চালু করে

0
Updated: 2 weeks ago