কোন যুদ্ধে ডমিনো তত্ত্ব ব্যাপকভাবে প্রয়োগ করা হয়েছিল?
A
উপসাগরীয় যুদ্ধ
B
কোরিয়ান যুদ্ধ
C
ভিয়েতনাম যুদ্ধ
D
আফগান যুদ্ধ
উত্তরের বিবরণ
ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্র ডমিনো তত্ত্বকে ব্যাপকভাবে প্রয়োগ করেছিল।
ডমিনো তত্ত্ব:
-
মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ১৯৫৪ সালের ৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজমের প্রসঙ্গে তত্ত্বটি উপস্থাপন করেন।
-
তত্ত্ব অনুযায়ী, কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতায় আসে, তাহলে প্রতিবেশী রাষ্ট্রগুলোও ধীরে ধীরে সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
-
ভিয়েতনাম যুদ্ধ এবং শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এই তত্ত্ব বাস্তবায়ন করে।
-
তিনি দক্ষিণ ভিয়েতনামের এন্টি-কমিউনিস্ট সরকারকে সহায়তা প্রদান করেন।
-
ডমিনো তত্ত্ব মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রেক্ষাপটে প্রযোজ্য ছিল।
-
১৯৫০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র এই তত্ত্ব প্রচার ও বাস্তবায়ন করেছিল।

0
Updated: 20 hours ago
Global Peace Index-2025 অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?
Created: 3 weeks ago
A
আইসল্যান্ড
B
ফিনল্যান্ড
C
নরওয়ে
D
ডেনমার্ক
Global Peace Index (GPI) 2025 – সংক্ষিপ্ত তথ্য:
-
প্রকাশক: Institute for Economics & Peace, সিডনি, অস্ট্রেলিয়া
-
প্রকাশের সময়কাল: জুন ২০২৫
-
মূল তিনটি সূচক:
-
সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা
-
চলমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাত
-
সামরিকীকরণ
-
বিশ্বের শান্তিপূর্ণ দেশসমূহ (শীর্ষ ৫):
-
আইসল্যান্ড
-
আয়ারল্যান্ড
-
নিউজিল্যান্ড
-
অস্ট্রিয়া
-
সুইজারল্যান্ড
সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ (নিম্ন ৫):
163. রাশিয়া
162. ইউক্রেন
161. সুদান
160. কঙ্গো প্রজাতন্ত্র
159. ইয়েমেন
বাংলাদেশের অবস্থান: ১২৩তম
GPI বিশ্বের দেশগুলোর মধ্যে শান্তি, নিরাপত্তা ও সংঘাতের মাত্রা নির্ধারণে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়।

0
Updated: 3 weeks ago
সম্প্রতি চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা করছে কোন দেশ? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 week ago
A
যুক্তরাজ্য
B
জাপান
C
জার্মানি
D
যুক্তরাষ্ট্র
চাঁদে পারমাণবিক চুল্লি
-
উদ্দেশ্য: চাঁদের মাটিতে পারমাণবিক চুল্লি স্থাপন
-
প্রতিষ্ঠাকাল: ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন লক্ষ্য, নাসা কর্তৃক
-
বিদ্যুৎ উৎপাদন: প্রাথমিকভাবে ১০০ কিলোওয়াট
-
প্রয়োগ:
-
চাঁদে আবাসস্থল ও জীবনধারণ
-
খনিজ সম্পদ আহরণের সরঞ্জাম পরিচালনা
-
অবিচ্ছিন্ন শক্তির উৎস হিসেবে কাজ
-
-
মূল উদ্দেশ্য:
-
চাঁদে যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় রাখা
-
চীন ও রাশিয়ার সঙ্গে মহাকাশ প্রতিযোগিতায় এগিয়ে থাকা
-

0
Updated: 1 week ago
কোন দেশে সর্ব প্রথম ‘ওরেশনিক ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করা হয়?
Created: 2 weeks ago
A
ফিলিস্তিন
B
রাশিয়া
C
ইউক্রেন
D
উপরের কোনটি নয়
ক্ষেপণাস্ত্র:
- ওরেশনিক, রাশিয়ায় যার অর্থ ‘হ্যাজেল ট্রি’ (বিশেষ ধরনের একটি বৃক্ষ) এক নতুন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
- ‘আরএস–২৬ রুবেজ’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) ওপর ভিত্তি করে তৈরি করা হয় ওরেশনিক।
- ওরেশনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ গতিতে যেতে পারে।
- এ ক্ষেপণাস্ত্রের তিন থেকে ছয়টি ওয়ারহেড (ক্ষেপণাস্ত্রের মুখ বা যে অংশ বিস্ফোরক থাকে) রয়েছে।
- ইউক্রেনের নিপ্রোতে ওরেশনিক ক্ষেপণাস্ত্র প্রথম ব্যবহার করে রাশিয়া।

0
Updated: 2 weeks ago