Aggression in pit bulls is hereditary.
Here, hereditary is:
A
Noun
B
Adverb
C
Adjective
D
Verb
উত্তরের বিবরণ
Hereditary (adjective) শব্দের অর্থ হলো এমন বৈশিষ্ট্য বা রোগ যা পিতামাতার কাছ থেকে সন্তানের মধ্যে জিনের মাধ্যমে সংক্রমিত হয়। বাংলা অর্থ: পুত্রপৌত্রাদিক্রমে প্রাপ্ত, পরম্পরাগত, ক্রমায়ত, কৌলিক, বংশানুক্রমিক।
-
উদাহরণ: Aggression in pit bulls is hereditary.
-
এই বাক্যে hereditary শব্দটি Aggression (noun) কে modify করছে।
-
তাই, এটি একটি adjective।

0
Updated: 21 hours ago
Cath hasn't phoned since she went to Berlin. Here 'since' is -
Created: 1 week ago
A
Adverb
B
Preposition
C
conjunction
D
Adjective
বাক্যটি: Cath hasn't phoned since she went to Berlin. -这里的 since একটি conjunction হিসেবে কাজ করছে; মূল বাক্য + subordinate clause যোগ করে সময়ের ক্রম বোঝায়।
since: conjunction হিসেবে মূল ক্রিয়াপদকে (present/past perfect বা simple present) subordinate clause-এর সাথে যুক্ত করে, এবং "from an event in the past until a later past event, or until now" সময় নির্দেশ করে।
রুল ও বিশ্লেষণ
মূল বাক্য: Cath hasn't phoned
subordinate clause: since she went to Berlin
conjunction: since — এ দুটিকেই যুগল হিসেবে যুক্ত করে পুরো বাক্যের সময় সীমা নির্ধারণ হয়।
Here, subordinate clause (she went to Berlin) past time; main clause (hasn't phoned) present perfect; the combination indicates that the action of phoning did not happen from a past point (going to Berlin) up to now.
ব্যাখ্যা: পাঁচটি মূল পয়েন্ট
Since as conjunction, not preposition
এখানে since একটি conjunction হিসেবে ব্যবহার হয়েছে; যদি preposition হিসেবে হত, তবে পরে একটি noun phrase হবে (e.g., since then).
Temporal meaning
কোনো past point থেকে present বা another past point পর্যন্ত সময়কে ধরে।
Tense relationship
main clause সাধারণত present perfect/past perfect/simple present-এর সাথে কাজ করে।
subordinate clause সাধারণত past simple (went) ব্যবহার করে সেই নির্দিষ্ট past event-কে প্রকাশ করে।
বাক্যগুলোর অন্যান্য উদাহরণ
It was the first time I’d had visitors since I’d moved to London.
It’s twenty years since I’ve seen her.
How long is it since we last went to the theatre?
নোট
Since-এর পূর্ণ অর্থ: তখন থেকে, এরপর থেকে ইত্যাদি।
সীমিততা: সময়ের ধারাগুলো স্পষ্টভাবে বোঝাতে পারে।

0
Updated: 1 week ago
The flowers bloom beautifully in late spring.
Here the underlined word is a/an-
Created: 1 month ago
A
Adjective
B
Noun
C
Verb
D
Adverb
• Complete Sentence: The flowers bloom beautifully in late spring.
-
Bangla Meaning: ফুলগুলো বসন্তের শেষ দিকে সুন্দরভাবে ফুটে।
• Part of Speech Analysis:
-
এখানে spring একটি noun।
-
late শব্দটি spring কে modify করছে। যেহেতু noun modify করছে, তাই late হচ্ছে adjective।
• Late (Adjective)
-
English Meaning: coming or remaining after the due, usual, or proper time.
-
Bangla Meaning: যথাসময়ের পর বা দেরিতে আগত; বিলম্বিত।
-
Example Sentence: We had a late spring this year.
-
Bangla Meaning: এ বছর বসন্ত দেরিতে এসেছে।
-
• Late (Adverb)
-
Example Sentence: It rained late in the day.
-
Bangla Meaning: দিনের শেষ দিকে বৃষ্টি পড়েছিল।
-
Source: 1. Merriam-Webster Dictionary 2. Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 month ago
Which one is an adjective?
Created: 2 weeks ago
A
Nostalgia
B
Poverty
C
Magnificently
D
Extraordinary
‘Extraordinary’ একটি adjective। এটি কোনো কিছুকে সাধারণের চেয়ে বিশিষ্ট বা অসাধারণ হিসেবে প্রকাশ করে।
Extraordinary (adjective):
-
English meaning: Exceptional to a very marked extent
-
Bangla meaning: অসাধারণ; সাধারণ নয় এমন বিশিষ্ট
-
Example: The race is an extraordinary event.
অন্যান্য শব্দ:
-
Nostalgia (noun): গৃহকাতরতা; অতীতবিধুরতা
-
Poverty (noun): দারিদ্র্য; দরিদ্রতা; দীনতা; দৈন্য
-
Magnificently (adverb): জাঁকজমকপূর্ণভাবে
Source:

0
Updated: 2 weeks ago