রিয়াজ গার্মেন্টস বাংলাদেশের পোশাকশিল্পে একটি গুরুত্বপূর্ণ ইতিহাস সৃষ্টি করেছে এবং দেশের প্রথম রপ্তানিকারক গার্মেন্টস হিসেবে পরিচিত।
-
বর্তমানে দেশের মোট রপ্তানির ৮০ শতাংশের বেশি পোশাক খাত থেকেই আসে।
-
১৯৭৮ সালের ২৮ জুলাই, মোহাম্মদ রিয়াজউদ্দিন ১০ হাজার শার্ট ফরাসি ক্রেতা ‘হলান্ডার ফ্রঁস’ এর কাছে রপ্তানি করেন।
-
ওই শার্টের চালানের ফরাসি মুদ্রায় মূল্য ছিল ১৩ মিলিয়ন ফ্রাঁ, যা বাংলাদেশি টাকায় ৪ লাখ ২৭ হাজার টাকা সমান।
-
এই রপ্তানি ছিল বাংলাদেশ থেকে প্রথম পোশাক রপ্তানি।
-
যদিও বর্তমানে প্রতিষ্ঠানটি কার্যকর নয়, মোহাম্মদ রিয়াজউদ্দিন এবং রিয়াজ গার্মেন্টস বাংলাদেশের পোশাকশিল্পের ইতিহাসের সঙ্গে অমোচনীয়ভাবে জড়িত।