'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে পালিত হয় কবে?
A
১ জুলাই
B
৩১ জুলাই
C
১ আগস্ট
D
৫ আগস্ট
উত্তরের বিবরণ
জুলাই গণ-অভ্যুত্থান দিবস
-
তারিখ: ৫ আগস্ট
-
উদ্দেশ্য: ১৯৭৫ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মরণে পালিত
-
ঘোষণা: বর্তমান অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
-
পটভূমি: ১৯৭৫ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকার পতিত হয়।
-
শহীদ দিবস: রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
-
সরকারি আদেশ: ২৫ জুন ২০২৫ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
-
শ্রেণীবিভাগ: ৫ আগস্ট ‘ক’ শ্রেণি, ১৬ জুলাই ‘খ’ শ্রেণি।

0
Updated: 21 hours ago
দেশের নির্বাহী কার্যক্রম কার নেতৃত্বে পরিচালিত হয়?
Created: 3 weeks ago
A
রাষ্ট্রপতি
B
প্রধানমন্ত্রী
C
মন্ত্রীপরিষদ সচিব
D
স্পীকার
প্রধানমন্ত্রী বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রের নির্বাহী কার্যক্রমের প্রধান।
-
বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান, যেখানে সরকারের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী।
-
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের নির্বাহী কার্যক্রম পরিচালিত হয়।
-
জাতীয় সংসদের যে সদস্যকে সংখ্যাগরিষ্ঠ সংসদ-সদস্যের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হয়, রাষ্ট্রপতি তাঁকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
-
সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাঁর পদে বহাল থাকবেন।
-
তবে সংসদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন হারালে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়, অথবা সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দিতে হয়।
-
প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তাঁর মন্ত্রিসভাও ভেঙে যায়।
-
এজন্য প্রধানমন্ত্রীকে সরকারের স্তম্ভ বলা হয়।
-
তিনি একই সাথে সংসদের নেতা এবং সরকারপ্রধান।
উৎস:

0
Updated: 3 weeks ago
সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার সর্বোচ্চ কত শতাংশ টেকনোক্র্যাট মন্ত্রী হতে পারেন?
Created: 1 week ago
A
৫ শতাংশ
B
১০ শতাংশ
C
৮ শতাংশ
D
২০ শতাংশ
টেকনোক্র্যাট মন্ত্রী
সংজ্ঞা
-
যারা সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য কিন্তু সরাসরি নির্বাচিত নন, তাদের মধ্য থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রীরা টেকনোক্র্যাট মন্ত্রী নামে পরিচিত।
সাংবিধানিক বিধান
-
সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী:
-
মন্ত্রিপরিষদের অন্তত ৯০% সদস্যকে জাতীয় সংসদ সদস্যদের মধ্য থেকে নিয়োগ দিতে হবে।
-
সর্বোচ্চ ১০% সদস্য সংসদ-সদস্য নন এমন ব্যক্তিদের মধ্য থেকে নিয়োগ দেওয়া যাবে। এদেরকেই টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয়।
-
অতিরিক্ত তথ্য
-
প্রধানমন্ত্রী Rules of Business অনুযায়ী প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদেও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে পারেন।

0
Updated: 6 days ago
মুক্তিযুদ্ধে 'কাদেরিয়া বাহিনী'র প্রতিষ্ঠাতা কাদের সিদ্দিকী কোন এলাকায় সবচেয়ে কার্যকর গেরিলা কার্যক্রম পরিচালনা করেন?
Created: 1 week ago
A
ময়মনসিংহের ত্রিশাল ও ভালুকা এলাকায়
B
টাঙ্গাইলের কালিহাতী ও মধুপুর এলাকায়
C
গাজীপুরের শ্রীপুর ও কাপাসিয়া এলাকায়
D
মাগুরার শ্রীপুর ও বেলনগর এলাকায়
মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনী টাঙ্গাইল জেলার কালিহাতী ও মধুপুর অঞ্চলে অত্যন্ত সফল গেরিলা কার্যক্রম পরিচালনা করে পাকিস্তানি সেনাদের ব্যাপক ক্ষতিসাধন করেছিল।
মুক্তিযুদ্ধে টাঙ্গাইল ও কাদেরিয়া বাহিনী:
-
১৯৭১ সালে বঙ্গবীর কাদের সিদ্দিকী টাঙ্গাইলে তার নিজস্ব বাহিনী নিয়ে অভিযান পরিচালনা করেন।
-
বাহিনীর নাম ছিল কাদেরিয়া বাহিনী।
-
টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় এই বাহিনী পাকবাহিনীর সঙ্গে কৃতিত্বপূর্ণ লড়াই করে।
-
২৮ মার্চ ভূয়াপুর কলেজের শহীদ মিনারের পাদদেশে ‘ভূঞাপুর সর্বদলীয় সংগ্রাম পরিষদ’-এর সভায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
-
৩ এপ্রিল মির্জাপুর উপজেলার গোড়ান সাটিয়াচরায় পাকসেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে বেশ কয়েকজন পাকসেনা নিহত হয় এবং ৩৩ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
-
এপ্রিল মাসে কাদের সিদ্দিকীর বাহিনী গোপালপুর থানা আক্রমণ করে অস্ত্র ও গোলাবারুদ দখল করে এবং থানাটি জ্বালিয়ে দেয়।
-
টাঙ্গাইল জেলার ৪টি স্থানে (নাগরপুর, মির্জাপুর, গোপালপুর ও ভূয়াপুর) গণকবর এবং ২টি স্থানে (মির্জাপুর ও গোপালপুর) বধ্যভূমির সন্ধান পাওয়া গেছে।
-
জেলায় ৩টি স্মৃতিসৌধ (টাঙ্গাইল সদর, ভূয়াপুর ও বাসাইল), ২টি স্মৃতিস্তম্ভ (সখীপুর ও গোপালপুর) এবং ১টি স্মৃতিফলক (ঘাটাইল উপজেলার মাকরাই কুমারপাড়া) স্থাপন করা হয়েছে।
আঞ্চলিক বাহিনী:
-
সেক্টর এলাকার বাইরে আঞ্চলিক পর্যায়ে গঠিত গুরুত্বপূর্ণ বাহিনীসমূহ:
-
কাদেরিয়া বাহিনী (টাঙ্গাইল)
-
আফসার ব্যাটালিয়ন (ভালুকা, ময়মনসিংহ)
-
বাতেন বাহিনী (টাঙ্গাইল)
-
হেমায়েত বাহিনী (গোপালগঞ্জ, বরিশাল)
-
হালিম বাহিনী (মানিকগঞ্জ)
-
আকবর বাহিনী (মাগুরা)
-
লতিফ মীর্জা বাহিনী (সিরাজগঞ্জ, পাবনা)
-
জিয়া বাহিনী (সুন্দরবন)
-

0
Updated: 6 days ago