বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা -
A
৪০০০০০ টাকা
B
৪৭৫০০০ টাকা
C
৫০০০০০ টাকা
D
৫৫০০০০ টাকা
উত্তরের বিবরণ
করমুক্ত আয় সীমা (সাম্প্রতিক তথ্য অনুযায়ী)
বাংলাদেশে ব্যক্তিগত আয়কর ব্যবস্থায় করমুক্ত আয়ের সীমা নিম্নরূপ নির্ধারিত:
-
সাধারণ ব্যক্তির করমুক্ত আয়: ৩৫০,০০০ টাকা
-
নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয়: ৪০০,০০০ টাকা
-
প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয়: ৪৭৫,০০০ টাকা
-
গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়: ৫০০,০০০ টাকা
-
তৃতীয় লিঙ্গের ব্যক্তির করমুক্ত আয়: ৪৭৫,০০০ টাকা
ভবিষ্যৎ অর্থবছরের পরিবর্তন:
-
২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা বৃদ্ধি পেয়ে ৩৭৫,০০০ টাকা হবে।

0
Updated: 21 hours ago
খাসিয়া জনগোষ্ঠীর গ্রামকে কী বলা হয়?
Created: 1 month ago
A
পুঞ্জি
B
মহল্লা
C
পাড়া
D
টোল
খাসিয়া জাতি
-
বর্ণনা: খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।
-
উৎপত্তি: মঙ্গোলীয় বংশোদ্ভূত।
-
আদি নিবাস: সুনামগঞ্জ জেলা, উত্তর-পূর্ব সীমান্তবর্তী অঞ্চল।
-
বর্তমান বিস্তার: সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানা।
-
সামাজিক কাঠামো: খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে এবং পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়।
-
ধর্ম: বর্তমানে ৮০%-৯০% খাসিয়া খ্রিস্টান। প্রায় প্রতিটি পুঞ্জিতে গির্জা রয়েছে।
-
উৎসব: প্রধান উৎসব খাসি সেং কুটস্নেম, যা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর অনুষ্ঠান।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 1 month ago
বাংলাদেশের প্রথম ভৌগলিক নির্দেশক পণ্য কোনটি?
Created: 2 weeks ago
A
রসমলাই
B
জামদানি শাড়ি
C
ইলিশ মাছ
D
নকশিকাঁথা
জিআই (GI) বা Geographical Indication
-
সংজ্ঞা:
-
GI হলো “Geographical Indication” বা ভৌগোলিক নির্দেশক।
-
এটি একটি চিহ্ন বা প্রতীক, যা পণ্যের উৎস, গুণমান, সুনাম এবং বিশেষ বৈশিষ্ট্য নির্দেশ করে।
-
-
উদ্দেশ্য ও গুরুত্ব:
-
একটি অঞ্চলের আবহাওয়া, পরিবেশ বা প্রাকৃতিক উপাদান পণ্যের গুণমানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলে।
-
যদি পণ্যটি সেই অঞ্চলের সাংস্কৃতিক বা ঐতিহ্যিক উৎপাদন পদ্ধতির সঙ্গে সম্পর্কিত হয়।
-
তখন সেই পণ্যকে ভৌগোলিক নির্দেশক (GI) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
-
-
প্রাতিষ্ঠানিক স্বীকৃতি:
-
জাতিসংঘের সংস্থা WIPO (World Intellectual Property Organization) জিআই পণ্যের স্বীকৃতি প্রদান করে।
-
বাংলাদেশে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর এই নিবন্ধনের কাজ করে।
-
-
বাংলাদেশের প্রথম GI পণ্য:
-
জামদানি শাড়ি বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত হয়।
-

0
Updated: 2 weeks ago
ঊনসত্তরের গণঅভ্যুত্থান কোন শাসকের বিরুদ্ধে হয়েছিল?
Created: 2 weeks ago
A
মোহাম্মদ আলী জিন্নাহ
B
ইস্কান্দার মির্জা
C
আইয়ুব খান
D
ইয়াহিয়া খান
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণের এক স্বতঃস্ফূর্ত সংগ্রাম।
ঊনসত্তরের গণঅভ্যুত্থান:
-
১৯৪৭ সাল থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পাকিস্তানের শাসকগোষ্ঠি যে বৈষম্যমূলক আচরণ করছিল, তার প্রকাশ ঘটে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে।
-
পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের বিরুদ্ধে এক দুর্বার আন্দোলন গড়ে ওঠে যা গণ-অভ্যুত্থানে রূপ নেয়।
-
এসময় ছাত্রসংগ্রাম পরিষদ ১১ দফা দাবি ঘোষণা করে।
-
১১ দফার মধ্যে বঙ্গবন্ধু কর্তৃক ১৯৬৬ সালে ঘোষিত ছয়দফা অন্তর্ভুক্ত ছিল।
-
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে প্রায় ১০০ জন পূর্বপাকিস্তানী নিহত হন।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা তাদের মধ্যে অন্যতম।
-
এই আন্দোলনের ফলে আইয়ুব খানের পতন ঘটে।
সূত্র:

0
Updated: 2 weeks ago