লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে?
A
৫ম
B
৭ম
C
৮ম
D
১০ম
উত্তরের বিবরণ
২০২৪ সালে জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের অবস্থান ও সার্বিক পরিচিতি
বিশ্বের সর্বাধিক জনসংখ্যাবিশিষ্ট দেশগুলোর মধ্যে ২০২৪ সালে বাংলাদেশ ৮ম স্থানে রয়েছে।
বাংলাদেশের মৌলিক পরিচিতি এক নজরে:
-
রাষ্ট্রীয় নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
-
আন্তর্জাতিক কলিং কোড: +৮৮০
-
সময় অঞ্চল: বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (BST), যা GMT +৬ ঘন্টা।
-
মোট জনসংখ্যা: আনুমানিক ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
-
অবস্থান: দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র।
-
ভৌগোলিক পরিসর:
-
অক্ষাংশ: ২০°৩৪' উত্তর থেকে ২৬°৩৮' উত্তর।
-
দ্রাঘিমাংশ: ৮৮°০১' পূর্ব থেকে ৯২°৪১' পূর্ব।
-
ভূপ্রাকৃতিক ও প্রশাসনিক তথ্য:
-
মোট আয়তন: ১,৪৮,৪৬০ বর্গকিলোমিটার।
-
সমুদ্র উপকূলরেখার দৈর্ঘ্য: ৭১৬ কিলোমিটার।
-
রাজনৈতিক সমুদ্রসীমা: ১২ নটিক্যাল মাইল।
-
অর্থনৈতিক একচেটিয়া অঞ্চল: ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত।
-
সিটি কর্পোরেশন: ১২টি
-
জেলা: ৬৪টি
-
পৌরসভা: ৩৩০টি
-
উপজেলা: ৪৯৫টি
-
ইউনিয়ন পরিষদ: ৪৫৯৬টি
বিশেষ তথ্য:
-
জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৮ম বৃহত্তম দেশ।
-
অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ বর্তমানে পৃথিবীর ৩৫তম বৃহৎ অর্থনীতি হিসেবে চিহ্নিত।
তথ্যসূত্র:
-
World Population Review
-
National Portal of Bangladesh (জাতীয় তথ্য বাতায়ন)
-
Worldometers.info
0
Updated: 3 months ago
জাতীয় বাজেট ২০২৫-২৬ এর শিরোনাম কোনটি?
Created: 1 month ago
A
উন্নয়নমুখী বাজেট: আগামীর বাংলাদেশ
B
সামাজিক নিরাপত্তা ও মানবসম্পদ উন্নয়ন
C
বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়
D
অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সমৃদ্ধির পথ
জাতীয় বাজেট ২০২৫-২৬ বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো ও সরকারের পরিকল্পনার একটি সংক্ষিপ্ত চিত্র উপস্থাপন করে, যেখানে বিভিন্ন খাতের বরাদ্দ, বাজেট ঘাটতি, জিডিপি এবং অন্যান্য অর্থনৈতিক সূচক অন্তর্ভুক্ত রয়েছে।
-
বাজেটের ক্রম: ৫৪তম (অন্তর্বর্তীকালীন সহ ৫৫তম)
-
বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'
-
বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)
-
বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫
-
অনুমোদন: ২২ জুন, ২০২৫
-
কার্যকর হওয়ার তারিখ: ১ জুলাই, ২০২৫
-
জিডিপির আকার: ৬২,৪৪,৫৭৮ কোটি টাকা
-
জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%
-
বাজেটের আকার: ৭,০০,০০০ কোটি টাকা
-
অনুদান ব্যতীত বাজেট ঘাটতি: ২,২৬,০০০ কোটি টাকা
-
অনুদানসহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা
-
সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন
-
উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ
-
অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ
-
মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৩০,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৭%)
-
উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা
-
অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%
0
Updated: 1 month ago
বিজিএমইএ এর বর্তমান সভাপতি কে? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 month ago
A
খন্দকার রফিকুল ইসলাম
B
রুবানা হক
C
ইনামুল হক খান
D
মাহমুদ হাসান খান
বর্তমানে মাহমুদ হাসান খান বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত এবং ২০২৫–২০২৭ মেয়াদে বিজিএমইএ-এর নেতৃত্বে এসেছেন। (BSS)
বিজিএমইএ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
-
বিজিএমইএ-এর পূর্ণরূপ হলো বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন।
-
এটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অন্যতম বৃহত্তম ট্রেড অ্যাসোসিয়েশন।
-
সংগঠনটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠার পর থেকে, বিজিএমইএ সরকারের নীতি সমর্থন, সদস্যদের সেবা, শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ এবং কারখানায় সামাজিক সম্মতি প্রতিষ্ঠার মাধ্যমে পোশাক শিল্পের উন্নয়নে কাজ করে আসছে।
-
বিজিএমইএ বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে ব্র্যান্ড ও উন্নয়ন অংশীদারসহ স্থানীয় ও আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের সঙ্গে সহযোগিতা করে।
-
বর্তমানে বিজিএমইএ-এর নিবন্ধিত পোশাক কারখানার সংখ্যা প্রায় চার হাজার।
0
Updated: 1 month ago
প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে 'বিকল্প সরকার' বলা হয় কোনটিকে?
Created: 1 month ago
A
মন্ত্রীসভা
B
সরকারি দল
C
বিরোধী দল
D
সুশীল সমাজ
প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে বিকল্প সরকার বলতে মূলত বিরোধী দলকে বোঝানো হয়। এটি এমন একটি ধারণা যেখানে ক্ষমতাসীন দলকে নিয়ন্ত্রণে রাখতে এবং সুশাসন নিশ্চিত করতে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করে। উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে এই বিরোধী দল শুধু সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং একটি ছায়া মন্ত্রিসভা গঠন করে কার্যত বিকল্প সরকারের দায়িত্ব পালন করে। এর মাধ্যমে তারা যেকোনো সময় ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত থাকে এবং একইসঙ্গে ক্ষমতাসীন দলের ওপর চাপ সৃষ্টি করে যাতে সরকার স্বৈরাচারী বা দুর্নীতিগ্রস্ত হয়ে না ওঠে। বর্তমান সময়ে গণতন্ত্রকে অনেক ক্ষেত্রেই দলীয় শাসনের সমার্থক বলা হয়।
-
বিকল্প সরকার বলতে প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে বিরোধী দলকে বোঝানো হয়
-
উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দল ছায়া মন্ত্রিসভা গঠন করে
-
সরকারকে স্বৈরাচার ও দুর্নীতি থেকে বিরত রাখতে বিরোধী দল ছায়া সরকার বা বিকল্প সরকারের ভূমিকা পালন করে চাপ সৃষ্টি করে
-
আধুনিক গণতন্ত্রকে অনেক সময় দলীয় শাসনের অপর নাম বলা হয়
0
Updated: 1 month ago