জিংক সমৃদ্ধ ধানের জাত কোনটি?
A
ব্রি ধান ৪৩
B
ব্রি ধান ৫৫
C
ব্রি ধান ৬২
D
ব্রি ধান ৭৯
উত্তরের বিবরণ
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ধানের জাত
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন বৈশিষ্ট্যযুক্ত ধানের জাত উদ্ভাবন করেছে যা পুষ্টি, খরা ও জলমগ্নতা সহিষ্ণুতা এবং স্বাস্থ্যসম্মত গুণাবলীর জন্য প্রযোজ্য।
-
জিংক সমৃদ্ধ ধানের জাত: ব্রি ধান ৬২, ব্রি ধান ৬৪, ব্রি ধান ৭২, ব্রি ধান ৭৪, ব্রি ধান ৮৪
-
খরা সহিষ্ণু ধানের জাত: ব্রি ধান ৪৩, ব্রি ধান ৫৫, ব্রি ধান ৫৬, ব্রি ধান ৫৭, ব্রি ধান ৬৬, ব্রি ধান ৭১, ব্রি ধান ৮৩
-
এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ধানের জাত: বিআর ৫
-
লো জিআই (নিম্ন গ্লাইসেমিক ইনডেক্স) ধানের জাত: বিআর ১৬, ব্রি ধান ৪৬, ব্রি ধান ৬৯
-
জলমগ্নতা সহিষ্ণু ধানের জাত: ব্রি ধান ৫১, ব্রি ধান ৫২, ব্রি ধান ৭৯

0
Updated: 21 hours ago
বাংলাদেশ সংবিধান অনুযায়ী নাগরিকের চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে?
Created: 1 week ago
A
অনুচ্ছেদ ৩৮
B
অনুচ্ছেদ ৩৯
C
অনুচ্ছেদ ৪০
D
অনুচ্ছেদ ৪১
বাংলাদেশ সংবিধান – অনুচ্ছেদ ৩৯: চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতা
-
মূল বক্তব্য: প্রত্যেক নাগরিকের চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার অধিকার রয়েছে।
বিস্তারিত:
-
চিন্তা ও বিবেকের স্বাধীনতা:
-
৩৯(১) অনুযায়ী, প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে চিন্তা ও বিবেকের অধিকার রাখে।
-
-
বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা:
-
৩৯(২) অনুযায়ী, রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, নৈতিকতা, আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনের প্ররোচনার মতো কারণে আইনসঙ্গত সীমাবদ্ধতা আরোপ করা যেতে পারে।
-
এই সীমাবদ্ধতা যুক্তিসঙ্গত এবং আইনানুগ হতে হবে।
-
-
সংবাদপত্রের স্বাধীনতা:
-
৩৯(২)(খ) অনুযায়ী, সংবাদপত্র প্রকাশের স্বাধীনতাও নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত।
-
সংযুক্ত অনুচ্ছেদসমূহ:
-
অনুচ্ছেদ ৩৮: শান্তিপূর্ণ সমাবেশ ও সংঘবদ্ধ হওয়ার অধিকার।
-
অনুচ্ছেদ ৪০: পেশা ও ব্যবসা করার স্বাধীনতা।
-
অনুচ্ছেদ ৪১: ধর্মীয় স্বাধীনতা।
সংক্ষেপে, অনুচ্ছেদ ৩৯ নাগরিকদের মৌলিক চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার অধিকার সুনিশ্চিত করে, যেখানে প্রয়োজনীয় সীমাবদ্ধতাগুলি আইন অনুযায়ী আরোপ করা যায়।

0
Updated: 6 days ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, গম উৎপাদনে শীর্ষ জেলা -
Created: 2 weeks ago
A
রংপুর
B
ঝিনাইদহ
C
ঠাকুরগাঁও
D
দিনাজপুর
শীর্ষ জেলা (কৃষি উৎপাদন অনুযায়ী):
-
ধান উৎপাদনে শীর্ষ: ময়মনসিংহ
-
গম উৎপাদনে শীর্ষ: ঠাকুরগাঁও
-
ভূট্টা উৎপাদনে শীর্ষ: দিনাজপুর
-
তুলা উৎপাদনে শীর্ষ: ঝিনাইদহ
-
চা উৎপাদনে শীর্ষ: মৌলভীবাজার
-
তামাক উৎপাদনে শীর্ষ: কুষ্টিয়া
-
পাট উৎপাদনে শীর্ষ: ফরিদপুর
-
আলু উৎপাদনে শীর্ষ: রংপুর
তথ্যসূত্র:

0
Updated: 2 weeks ago
বাংলা একাডেমি ’রবীন্দ্র পুরস্কার’ চালু করে কখন?
Created: 1 week ago
A
২০১০ সালে
B
২০২২ সালে
C
২০১২ সালে
D
২০২৩ সালে
রবীন্দ্র পুরস্কার হলো রবীন্দ্র সাহিত্যের গবেষণা ও সমালোচনা এবং রবীন্দ্রসংগীতের আজীবন সাধনার স্বীকৃতিস্বরূপ প্রদানকৃত সম্মাননা। ২০১০ সাল থেকে বাংলা একাডেমি প্রতি বছর এই পুরস্কার প্রদান করে, যা সাহিত্য ও সংগীত ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।
-
প্রতিষ্ঠা: ২০১০ সাল থেকে বাংলা একাডেমি প্রদান করছে।
-
প্রতি বছর প্রাপক: দুজন।
-
অর্থমূল্য: ১,০০,০০০ টাকা (এক লক্ষ টাকা)।
-
পুরস্কার উপকরণ: পঞ্চাশ হাজার টাকার চেক, সম্মাননাপত্র এবং সম্মাননা স্মারক।
-
উদ্যোগ: বাংলা একাডেমি আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অনুষ্ঠান।

0
Updated: 1 week ago