নূন্যতম সদস্য উপস্থিত না থাকলে স্পিকার সংসদের অধিবেশন স্থগিত রাখেন?
A
৫০ জন
B
৬০ জন
C
৭০ জন
D
৮০ জন
উত্তরের বিবরণ
জাতীয় সংসদ
জাতীয় সংসদ হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এককক্ষবিশিষ্ট আইনসভা, যার ওপর দেশের সংবিধানের বিধানাবলি অনুযায়ী আইন প্রণয়নের ক্ষমতা ন্যস্ত।
-
সদস্য সংখ্যা ও গঠন:
-
সরাসরি নির্বাচিত ৩০০ সদস্য নির্বাচনী এলাকা থেকে
-
মহিলা আসন সংখ্যা ৫০, যা সংবিধানের পঞ্চদশ সংশোধনী (২০১১) অনুযায়ী নির্ধারিত
-
মোট আসন সংখ্যা: ৩৫০
-
-
মেয়াদ: ৫ বছর
-
কোরাম ও অধিবেশন:
-
সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদ অনুযায়ী সংসদের কার্য পরিচালনার জন্য ন্যূনতম ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন
-
অধিবেশন কোরামের জন্য কমপক্ষে ৬০ জন সদস্য উপস্থিত থাকলে কার্যক্রম চলবে
-
৬০ জনের কম সদস্য উপস্থিত থাকলে স্পিকার অধিবেশন স্থগিত করতে পারেন
-
-
সাধারণ নির্বাচন ও অধিবেশন আহ্বান: সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করা হয়

0
Updated: 21 hours ago
‘সংশপ্তক’ ভাস্কর্যটির ভাস্কর -
Created: 2 weeks ago
A
শামীম শিকদার
B
আবদুর রাজ্জাক
C
মৃণাল হক
D
হামিদুজ্জামান খান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ‘সংশপ্তক’ ভাস্কর্যের নির্মাতা ছিলেন ভাস্কর হামিদুজ্জামান খান, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক বেশিরভাগ ভাস্কর্যের স্রষ্টা।
প্রধান তথ্যসমূহ:
-
স্বাধীনতার পর ১৯৭২ সালে ভাস্কর আবদুর রাজ্জাকের সঙ্গে জয়দেবপুর চৌরাস্তায় ‘জাগ্রত চৌরঙ্গী’ ভাস্কর্য নির্মাণে কাজ করেন; এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম ভাস্কর্য।
-
অন্যান্য উল্লেখযোগ্য ভাস্কর্য: ‘জাগ্রত বাংলা’ (আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া), ‘বিজয় কেতন’ (ঢাকা সেনানিবাস), ‘স্বাধীনতা চিরন্তন’ (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), ‘মৃত্যুঞ্জয়ী’ (আগারগাঁও, সরকারি কর্মকমিশন প্রাঙ্গণ), ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ (মাদারীপুর)।
-
জন্ম: ১৬ মার্চ, ১৯৪৬, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার সহশ্রাম গ্রাম।
-
২০০৬ সালে শিল্পকলায় অবদানের জন্য একুশে পদক পান।
-
মৃত্যু: ২০ জুলাই, ২০২৫, ৭৯ বছর বয়সে ঢাকার ইউনাইটেড হাসপাতালে।

0
Updated: 2 weeks ago
২০২৬ ফুটবল বিশ্বকাপে কয়টি দল অংশগ্রহণ করবে?
Created: 3 weeks ago
A
৪৮টি
B
৪২টি
C
৩২টি
D
২৬টি
২০২৬ ফিফা বিশ্বকাপ – প্রধান তথ্য
-
আয়োজক দেশ: কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র (প্রথমবার তিনটি দেশে অনুষ্ঠিত হবে)।
-
অংশগ্রহণকারী দল: ৪৮টি দেশ।
-
নকআউট পর্ব: ৩২ দল নিয়ে শুরু হবে (প্রথমবার)।
-
সময়সীমা: ৩০-৩২ দিনের পরিবর্তে হবে ৩৯ দিন।
-
ম্যাচ সংখ্যা: ৬৪ থেকে বেড়ে ১০৪টি ম্যাচ।
-
উদ্বোধন: ১১ জুন ২০২৬, আজতেকা স্টেডিয়াম (মেক্সিকো)।
-
ফাইনাল: ১৯ জুলাই ২০২৬, মেটলাইফ স্টেডিয়াম (নিউ জার্সি, যুক্তরাষ্ট্র)।
-
ফিফা সভাপতি (মে ২০২৫): জিয়ান্নি ইনফান্তিনো।
ভবিষ্যৎ বিশ্বকাপ আয়োজন
-
২০৩০ ফিফা বিশ্বকাপ
-
মূল আয়োজক: মরক্কো, স্পেন ও পর্তুগাল।
-
বিশেষ আয়োজন: শতবর্ষ উপলক্ষে একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে।
-
বৈশিষ্ট্য: প্রথমবারের মতো তিন মহাদেশে আয়োজন।
-
-
২০৩৪ ফিফা বিশ্বকাপ
-
আয়োজক: সৌদি আরব।
-
আসর সংখ্যা: ২৫তম বিশ্বকাপ।
-
উৎস: ফিফা ওয়েবসাইট, প্রথম আলো।

0
Updated: 3 weeks ago
বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যে কোন শুল্ক ধার্য করা হয়?
Created: 2 weeks ago
A
ডাম্পিং শুল্ক
B
আবগারি শুল্ক
C
রপ্তানি শুল্ক
D
অ্যান্টি-ডাম্পিং শুল্ক
আবগারি শুল্ক (Excise Duties) হলো দেশের ভেতরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর ধার্যকৃত কর।
মূল বিষয়সমূহ:
-
আবগারি শুল্কের উদ্দেশ্য:
-
রাজস্ব সংগ্রহ করা
-
বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করা
-
-
বাংলাদেশে প্রধানত নিম্নলিখিত দ্রব্যের উপর আবগারি শুল্ক ধার্য করা হয়:
-
চা
-
সিগারেট
-
চিনি
-
তামাক
-
কেরোসিন
-
ওষুধ
-
স্পিরিট
-
দিয়াশলাই
-
তথ্যসূত্র:

0
Updated: 2 weeks ago