মারমা জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসবের নাম কী?
A
সোহরাই
B
সাংগ্রাই
C
বিহু
D
বাইসু
উত্তরের বিবরণ
মারমা
মারমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী, যারা মূলত পার্বত্য রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলায় বসবাস করে। তারা মঙ্গোলয়েড বর্ণগোষ্ঠীর অন্তর্গত এবং তাদের নিজস্ব ভাষা রয়েছে, যা ‘ভোট বর্মী’ শাখার বর্মী ভাষা। মারমারা মূলত বৌদ্ধ ধর্মালম্বী, এবং তাদের প্রধান বর্ষবরণ উৎসব হলো সাংগ্রাই।
-
রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা:
-
গ্রাম পর্যায়: প্রধান কারবারি
-
মৌজা পর্যায়: হেডম্যান
-
সার্কেল পর্যায়: রাজা
-
গ্রাম, মৌজা এবং সার্কেল প্রধানদের মূল দায়িত্ব হলো জুম ট্যাক্স সংগ্রহ করা
-
-
উল্লেখযোগ্য তথ্য: সাংগ্রাই উৎসব রাখাইন জনগোষ্ঠীর বর্ষবরণ ও প্রধান উৎসবের সঙ্গে সম্পর্কিত

0
Updated: 21 hours ago
ব্যাংক কোম্পানি আইন কত সালে কার্যকর হয়?
Created: 3 weeks ago
A
১৯৮১ সালে
B
১৯৯০ সালে
C
১৯৯১ সালে
D
১৯৯৯ সালে
ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১
-
প্রণয়ন ও কার্যকর: ১৯৯১ সালে কার্যকর
-
উদ্দেশ্য:
-
ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ, পরিচালনা ও কার্যক্রম নিয়ন্ত্রণ করা।
-
ব্যাংক-কোম্পানীর কার্যক্রমের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি।
-
অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং জনস্বার্থ রক্ষা করা।
-
-
বিধান ও বিষয়বস্তু:
-
ব্যাংক-কোম্পানীর কার্যক্রম, শেয়ার, পরিচালনা পর্ষদ, লাইসেন্স, নিরীক্ষা।
-
বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা ও নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান।
-
-
সংশোধন:
-
২০২৩ সালে আইনটি অধিকতর সংশোধন করা হয়েছে, যাতে ব্যাংকিং ব্যবস্থা আরও আধুনিক ও স্বচ্ছ হয়।
-
উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago
বর্তমানে বাংলাদেশের দ্রুততম মানবী কে? [ আগস্ট,২০২৫]
Created: 1 week ago
A
সাফিনা হোসেন
B
শিরিন আক্তার
C
রুমি খান
D
তানজিনা রহমান
৪৮তম জাতীয় অ্যাথলেটিকস ২০২৫-এর ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে উভয় লিঙ্গেই নৌবাহিনী দলের ক্রীড়াবিদরা নেতৃত্ব দিয়েছেন।
নারী ১০০ মিটার স্প্রিন্ট:
-
দ্রুততম মানবী: শিরিন আক্তার (বাংলাদেশ নৌবাহিনী)
-
সময়: ১২.০১ সেকেন্ড
-
দ্বিতীয় স্থান: সুমাইয়া দেওয়ান, সময় ১২.১৫ সেকেন্ড
পুরুষ ১০০ মিটার স্প্রিন্ট:
-
দ্রুততম মানব: মোহাম্মদ ইসমাইল (বাংলাদেশ নৌবাহিনী)
-
সময়: ১০.৬১ সেকেন্ড
উল্লেখযোগ্য: গত চারবারের দ্রুততম মানব ইমরানুর রহমান এইবার অংশগ্রহণ করেননি।

0
Updated: 1 week ago
জুলাই অভ্যুত্থানে আবু সাঈদ শহিদ হয় কবে?
Created: 1 week ago
A
১৮ জুলাই, ২০২৪ সালে
B
১৬ জুলাই, ২০২৪ সালে
C
১৪ জুলাই, ২০২৪ সালে
D
১২ জুলাই, ২০২৪ সালে
জুলাই অভ্যুত্থানের সময় প্রথম শহিদ ছিলেন আবু সাইদ, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে প্রাণ দান করেন।
-
শহিদ হওয়ার তারিখ: ১৬ জুলাই ২০২৪
-
জন্ম: ২০০১ সালে, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে
-
বাবা-মা: মকবুল হোসেন ও মনোয়ারা বেগম
-
শিক্ষাজীবন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইংরেজি বিভাগ, ১২ ব্যাচের শিক্ষার্থী
-
আন্দোলন: বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বায়ক
-
হত্যাকাণ্ডের স্থান: ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন

0
Updated: 6 days ago