বিকল্প নীতি উত্থাপন করে -
A
সুশীল সমাজ
B
সরকারি দলv
C
মন্ত্রিপরিষদ
D
বিরোধী দল
উত্তরের বিবরণ
বিকল্প নীতি উত্থাপন
বিরোধী দল একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন রাষ্ট্রে শক্তিশালী বিরোধী দল না থাকলে সেই রাষ্ট্র স্বৈরাচারী হয়ে ওঠার সম্ভাবনা থাকে। বিরোধী দলের প্রধান কাজগুলোর মধ্যে একটি হলো সরকারি নীতিমালা যাচাই-বাছাই করা।
-
যদি কোনো নীতিমালা জনবান্ধব না মনে হয়, বিরোধী দল দেশের স্বার্থে উন্নততর বিকল্প নীতি প্রস্তাব করতে পারে
-
এই প্রক্রিয়ার মাধ্যমে বিরোধী দল জনগণের নিকট তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে পারে

0
Updated: 21 hours ago
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, সার্বিকভাবে ধান উৎপাদনে শীর্ষ জেলা?
Created: 1 week ago
A
কুমিল্লা
B
ময়মনসিংহ
C
রংপুর
D
দিনাজপুর
ধান উৎপাদনের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে বিভাগ ও জেলা ভিত্তিতে শীর্ষ স্থানগুলো নিম্নরূপ:
-
সার্বিক উৎপাদন (বিভাগ ভিত্তিতে): রংপুর বিভাগ – ৭০,৩৭,৬৬৪ মেট্রিক টন
-
সার্বিক উৎপাদন (জেলা ভিত্তিতে): ময়মনসিংহ জেলা – ১৮,২৯,৯৪৩ মেট্রিক টন
ফসলভিত্তিক শীর্ষ স্থানগুলো:
-
আউশ ধান উৎপাদন:
-
শীর্ষ বিভাগ: চট্টগ্রাম
-
শীর্ষ জেলা: কুমিল্লা
-
-
আমন ধান উৎপাদন:
-
শীর্ষ বিভাগ: রংপুর
-
শীর্ষ জেলা: দিনাজপুর
-
-
বোরো ধান উৎপাদন:
-
শীর্ষ বিভাগ: রাজশাহী
-
শীর্ষ জেলা: ময়মনসিংহ
-

0
Updated: 6 days ago
পাঙ্গন জাতিসত্তা কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
Created: 1 week ago
A
খাসিয়া
B
মুণিপুরী
C
রাখাইন
D
মারমা

0
Updated: 1 week ago
পাংখোয়া জাতিগোষ্ঠী নিজেদের কোন ধর্মবিশ্বাসের অনুসারী বলে পরিচয় দেয়?
Created: 2 weeks ago
A
বৌদ্ধ
B
বাহাই
C
খ্রিস্টান
D
জৈন
পাংখোয়া বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী একটি ক্ষুদ্র আদিবাসী জনগোষ্ঠী, যারা তাদের নিজস্ব ভাষা, ধর্ম ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য ধরে রেখেছে।
প্রধান তথ্যগুলো হলো:
-
পাংখোয়া পার্বত্য রাঙ্গামাটি জেলার সাজেক উপত্যকা থেকে বান্দরবানের রুমা পর্যন্ত এবং ভারতের মিজোরাম রাজ্যের সংলগ্ন সীমান্ত এলাকা পর্যন্ত বিস্তৃত।
-
তারা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ১৩টি আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে অন্যতম।
-
পাংখোয়া জনগোষ্ঠী নিজেদের ধর্মবিশ্বাসে বৌদ্ধ বলে দাবি করে।
-
তবুও, অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের মতো তাদের সমাজে প্রকৃতি উপাসনাও প্রচলিত।
-
পাংখোয়া সমাজে পৌরাণিক গল্পকাহিনী ব্যাপকভাবে প্রচলিত।
-
তাদের প্রধান সৃষ্টিকর্তা হলো ‘পত্যেন’, এবং প্রধান উপাস্য দেবতা হলো ‘খোজিং’।

0
Updated: 2 weeks ago