৭নং অনুচ্ছেদ বাংলাদেশের সংবিধানের প্রজাতন্ত্র অংশে উল্লেখিত, যা প্রজাতন্ত্রের ক্ষমতার উৎস এবং সংবিধানের সর্বোচ্চত্ব নির্দেশ করে।
-
উল্লেখযোগ্য বিষয়সমূহ:
১. প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল সংবিধানের অধীনে ও কর্তৃত্বে কার্যকর হবে।
২. জনগণের অভিপ্রায়ের পরম প্রকাশ হিসেবে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, এবং যদি কোনো আইন এই সংবিধানের সঙ্গে অসমঞ্জস হয়, তবে সেই আইনের যে অংশটি অসামঞ্জস্যপূর্ণ, তা বাতিল হবে।