সুপ্রিম কোর্টকে কী বলা হয়?
A
সংবিধান আদালত
B
কোর্ট অব রেকর্ড
C
কোর্ট অব জাস্টিস
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
সুপ্রিম কোর্টকে প্রায়ই ‘কোর্ট অব রেকর্ড’ বলা হয়। এটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং বিচার বিভাগের শীর্ষ সংস্থা হিসেবে জনগণের মৌলিক অধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
গঠন: প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত নির্ধারিত সংখ্যক বিচারপতি
-
বিভাগ: হাইকোর্ট বিভাগ ও আপীল বিভাগের সমন্বয়ে গঠিত
-
বিচারক স্বাধীনতা: প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকরা বিচারিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন
-
নিয়োগ প্রক্রিয়া: বাংলাদেশ সংবিধানের ৯৪ নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন

0
Updated: 21 hours ago
বাংলাদেশে কবে প্রথম জাতীয় ঔষধ নীতি প্রণীত হয়?
Created: 3 weeks ago
A
১৯৮২ সালে
B
১৯৮৩ সালে
C
১৯৮৪ সালে
D
১৯৮৫ সালে
জাতীয় ঔষধনীতি
-
প্রাথমিক প্রণয়ন:
-
বাংলাদেশে প্রথম জাতীয় ঔষধ নীতি প্রণীত হয় ১৯৮২ সালে।
-
নীতি গ্রহণের ফলে ওষুধের নিরাপত্তা ও মান নিশ্চিত হয়, দামের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়, আমদানি নির্ভরতা কমে এবং দেশীয় ঔষধ শিল্পে স্বনির্ভরতা আসে।
-
নীতি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয় এবং বাংলাদেশ ঔষধ সেক্টরের ভাবমূর্তি উন্নত হয়।
-
-
সর্বশেষ সংস্কার:
-
২০১৬ সালে জাতীয় ঔষধনীতি সংস্কার করা হয়।
-
সংবিধানের ১৫(ক), ১৫(ঘ) ও ১৮(১) ধারার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে স্বাস্থ্যসেবা প্রদানে সরকার জনগণকে নিশ্চয়তা দেয়।
-
এক সময় যেখানে প্রায় ৮০% ঔষধ আমদানি করা হত, বর্তমানে ৯৭% ঔষধ দেশেই উৎপাদিত হচ্ছে।
-
দেশীয় মানসম্মত ঔষধ ১১৩টি দেশে রপ্তানি হচ্ছে।
-
১৯৭৪ সালে বঙ্গবন্ধু ‘ঔষধ প্রশাসন পরিদপ্তর’ গঠন করেন।
-
-
জাতীয় ঔষধনীতির লক্ষ্যসমূহ:
১. জনগণকে নিরাপদ, কার্যকর ও মানসম্পন্ন ঔষধ সহজলভ্য মূল্যে নিশ্চিত করা।
২. ঔষধের যৌক্তিক ও নিরাপদ ব্যবহার এবং সুষ্ঠু বিতরণ (Dispensing) ব্যবস্থা নিশ্চিত করা।
৩. দেশীয় ঔষধ প্রস্তুতকারী শিল্পকে প্রয়োজনীয় সেবা ও সুযোগ-সুবিধা প্রদান, যাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়।
৪. দেশের উৎপাদিত ঔষধের রপ্তানি বৃদ্ধি করা।
৫. ঔষধের কার্যকর নজরদারি (Surveillance) ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
উৎস: জাতীয় ঔষধনীতি-২০১৬

0
Updated: 3 weeks ago
’নাটক ও নাট্যসাহিত্য’ বিভাগে বাংলা একাডেমি পুরুস্কার-২০২৫ কে লাভ করেন?
Created: 1 week ago
A
সলিমুল্লাহ খান
B
মাসুদ খান
C
শুভাশিস সিনহা
D
জি এইচ হাবিব
বাংলা একাডেমি পুরস্কার ১৯৬০ সালে প্রবর্তিত হয়, যা বাংলা ভাষা ও সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রাপকরা:
-
কবিতা: মাসুদ খান
-
নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা
-
প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান
-
বিজ্ঞান: রেজাউর রহমান
-
অনুবাদক: জি এইচ হাবিব
-
গবেষণা: মুহম্মদ শামজাহান মিয়া
-
ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ

0
Updated: 1 week ago
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অনুমিত জিডিপি প্রবৃদ্ধির হার কত?
Created: 5 days ago
A
৪.৫ শতাংশ
B
৫.৫ শতাংশ
C
৭.৫ শতাংশ
D
৬.২ শতাংশ
২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দ্বারা, যা দেশের অর্থনৈতিক লক্ষ্য ও সামাজিক উন্নয়নের জন্য পরিকল্পিত।
-
বাজেটের মোট পরিমাণ: ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা
-
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা: ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা
-
বাজেটে ঘাটতি: ৩.৬২%
-
জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য: ৫.৫%
-
মূল্যস্ফীতির লক্ষ্য: ৬.৫%
-
বাজেটে নতুন সংযুক্ত করমুক্ত আয়সীমা: "জুলাই যোদ্ধা"
সার্বিকভাবে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া তিনটি খাত:
-
জনপ্রশাসন: ১,৮৬,০৮৮ কোটি টাকা
-
শিক্ষা ও প্রযুক্তি: ১,১০,৬৫৭ কোটি টাকা
-
পরিবহন ও যোগাযোগ: ৭১,৩৪৪ কোটি টাকা

0
Updated: 5 days ago