ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
A
শেরপুর
B
লালমনিরহাটv
C
যশোর
D
সাতক্ষীরা
উত্তরের বিবরণ
ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা সদর উপজেলাধীন ভোমরা সীমান্তে অবস্থিত। এর বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগণা জেলার গোজাডাঙ্গা সীমান্ত অবস্থিত। এটি বাংলাদেশ-ভারতের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট এবং স্থলবন্দর। স্থলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ করার উদ্দেশ্যে ১২ জানুয়ারি ২০০২ খ্রিঃ তারিখে এটি স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হয় এবং ১৯ মে ২০১৩ খ্রিঃ তারিখে অপারেশনাল কার্যক্রম শুরু হয়। রাজধানী থেকে ভোমরা স্থলবন্দর পর্যন্ত দূরত্ব প্রায় ২৮৫ কিঃমিঃ এবং কোলকাতা থেকে প্রায় ৬০ কিঃমিঃ।
-
অন্য প্রধান স্থলবন্দর ও অবস্থান:
-
হিলি স্থলবন্দর: হাকিমপুর, দিনাজপুর
-
বেনাপোল স্থলবন্দর: বেনাপোল, শার্শা, যশোর
-
বুড়িমারী স্থলবন্দর: পাটগ্রাম, লালমনিরহাট
-
আখাউড়া স্থলবন্দর: আখাউড়া, বাহ্মনবাড়িয়া
-
নাকুগাঁও স্থলবন্দর: নালিতাবাড়ী, শেরপুর
-
তামাবিল স্থলবন্দর: গোয়াইনঘাট, সিলেট
-
সোনাহাট স্থলবন্দর: ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম
-
দর্শনা স্থলবন্দর: দামুরহুদা, চুয়াডাঙ্গা
-
বিলোনিয়া স্থলবন্দর: বিলোনিয়া, ফেনী
-

0
Updated: 21 hours ago
বাংলাদেশের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত হয়?
Created: 1 week ago
A
দ্বাদশ
B
ত্রয়োদশ
C
চতুর্দশ
D
পঞ্চদশ
২৭ মার্চ, ১৯৯৬ সালে বাংলাদেশে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আনা হয়। এ সংশোধনীর মাধ্যমে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধান রাখা হয়।
-
১৯৯৬ সালের ২১ মার্চ জাতীয় সংসদে সংশোধনী বিলটি উপস্থাপিত হয়।
-
২৪ মার্চ আইন মন্ত্রীর প্রস্তাব অনুযায়ী বিলটি ১০ সদস্য বিশিষ্ট বাছাই কমিটিতে প্রেরণ করা হয়।
-
২৬ মার্চ বিলটি সংশোধনী আকারে সর্বসম্মতিক্রমে ২৬৯-০ ভোটে গৃহীত হয়।
-
সংশোধনীর মূল বিষয়সমূহ হলো:
১. জাতীয় সংসদ বিলোপের ১৫ দিনের মধ্যে ১১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন।
২. প্রধান উপদেষ্টাকে প্রধানমন্ত্রীর এবং অন্যান্য উপদেষ্টাগণকে মন্ত্রীর পদমর্যাদা প্রদান।
৩. তত্ত্বাবধায়ক সরকার নীতি নির্ধারণী কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না।
৪. যোগ্য প্রধান উপদেষ্টা না থাকলে প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।
৫. প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে দেশের নাগরিকদের মধ্য থেকে ১০ জন উপদেষ্টা নিয়োগ।
৬. সরকারের মেয়াদ হবে তিন মাস, এবং নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পর তার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। -
উচ্চ আদালতের আদেশে ২০১১ সালে এই সংশোধনীটি বাতিল করা হয়।
উৎস:

0
Updated: 1 week ago
মোট কতটি দেশের অনুমোদন নিয়ে IMF প্রতিষ্ঠিত হয়?
Created: 2 weeks ago
A
২৯টি
B
৩২টি
C
৪২টি
D
৪৪টি
IMF (International Monetary Fund / আন্তর্জাতিক মুদ্রা তহবিল)
-
পূর্ণরূপ: The International Monetary Fund (IMF)
-
গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪
-
প্রতিষ্ঠিত: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭
-
প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference
-
প্রাথমিক অনুমোদিত দেশ: ২৯টি
-
বর্তমান সদস্য: ১৯১টি দেশ
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা
-
রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও চীনা ইউয়ান)
IMF-এর প্রধান কাজ:
-
অর্থনৈতিক স্থিতিশীলতা: সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা।
-
ঋণ ও সহায়তা প্রদান: কোনো দেশ অর্থনৈতিক সংকটে পড়লে ঋণ ও আর্থিক সহায়তা প্রদান।
-
পরামর্শ ও গবেষণা: সদস্য দেশগুলোর অর্থনীতি বিশ্লেষণ করে নীতি প্রণয়নে পরামর্শ দেওয়া এবং বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত তথ্য প্রদান।
-
মুদ্রা বিনিময় ও মানের স্থিতিশীলতা: আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে এবং মুদ্রার মান স্থিতিশীল রাখতে সহায়তা।
-
Special Drawing Rights (SDR): সংকটকালীন সময়ে আন্তর্জাতিক লেনদেনে ব্যবহারের জন্য সদস্য দেশগুলোকে SDR প্রদানের মাধ্যমে অর্থনৈতিক সহায়তা।

0
Updated: 2 weeks ago
বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যে কোন শুল্ক ধার্য করা হয়?
Created: 2 weeks ago
A
ডাম্পিং শুল্ক
B
আবগারি শুল্ক
C
রপ্তানি শুল্ক
D
অ্যান্টি-ডাম্পিং শুল্ক
আবগারি শুল্ক (Excise Duties) হলো দেশের ভেতরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর ধার্যকৃত কর।
মূল বিষয়সমূহ:
-
আবগারি শুল্কের উদ্দেশ্য:
-
রাজস্ব সংগ্রহ করা
-
বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করা
-
-
বাংলাদেশে প্রধানত নিম্নলিখিত দ্রব্যের উপর আবগারি শুল্ক ধার্য করা হয়:
-
চা
-
সিগারেট
-
চিনি
-
তামাক
-
কেরোসিন
-
ওষুধ
-
স্পিরিট
-
দিয়াশলাই
-
তথ্যসূত্র:

0
Updated: 2 weeks ago