উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে গণপরিষদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের দাবি উত্থাপনকারী ধীরেন্দ্রনাথ দত্ত কোন রাজনৈতিক সদস্য ছিলেন?
A
মুসলিম লীগ
B
কৃষক প্রজা পার্টি
C
স্বরাজ দল
D
কংগ্রেস
উত্তরের বিবরণ
ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিদার ছিলেন। তিনি ১৮৮৬ সালের ২ নভেম্বর (১২৯৩ বাংলা সালের ১৬ কার্তিক) ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তরে রামরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জগবন্ধু দত্ত ছিলেন মুনসেফ কোর্টের সেরেস্তাদার।
-
শিক্ষা:
-
১৯০৪ সালে নবীনগর হাই স্কুল থেকে প্রবেশিকা
-
১৯০৮ সালে কলকাতা রিপন কলেজ থেকে বি.এ
-
১৯১০ সালে একই কলেজ থেকে বি.এল পরীক্ষা পাশ
-
-
পেশাগত জীবন: ১৯১১ সালে কুমিল্লা জেলা বারে যোগদান
-
সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড:
-
১৯০৭ সালে ত্রিপুরা হিতসাধনী সভার সেক্রেটারি নির্বাচিত
-
১৯৪৮ সালে গণপরিষদের অধিবেশনে কংগ্রেস দলীয় সদস্য হিসেবে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের দাবি উত্থাপন
-
-
উপলব্ধি:
-
১৬ ফেব্রুয়ারি, ১৯৫৬ সালে পাকিস্তানের জাতীয় পরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা সর্বসম্মতিক্রমে গৃহীত
-
১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি
-

0
Updated: 21 hours ago
একুশে পদক- ২০২৫ পেয়েছেন কতজন বিশিষ্ট ব্যক্তি?
Created: 2 weeks ago
A
১৬ জন
B
১৪ জন
C
১৭ জন
D
১৮ জন
২০২৫ সালে দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৭ জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে একুশে পদক প্রদান করা হয়েছে। এই পদক দেশের সর্বোচ্চ সিভিলিয়ান সম্মান হিসেবে তাদের কৃতিত্বকে স্বীকৃতি জানায়।
-
সংগীতে: ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), ফেরদৌস আরা
-
সাংবাদিকতা ও মানবাধিকারে: মাহমুদুর রহমান
-
আলোকচিত্রে: নাসির আলী মামুন
-
চিত্রকলায়: রোকেয়া সুলতানা
-
সাংবাদিকতায়: মাহফুজ উল্লা (মরণোত্তর)
-
চলচ্চিত্রে: আজিজুর রহমান (মরণোত্তর)
-
সংস্কৃতি ও শিক্ষায়: শহীদুল আলম
-
শিক্ষায়: নিয়াজ জামান
-
বিজ্ঞান ও প্রযুক্তিতে: মেহদী হাসান খান, রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম, শাবাব মুস্তাফা
-
সমাজসেবায়: মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)
-
ভাষা ও সাহিত্যে: হেলাল হাফিজ (মরণোত্তর), শহীদুল জহির (মরণোত্তর)
-
গবেষণায়: মঈদুল হাসান

0
Updated: 2 weeks ago
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, একক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করা হয় কোন পণ্য?
Created: 5 days ago
A
তৈলবীজ
B
ভোজ্য তেল
C
সুতা
D
তুলা
বাংলাদেশের একক ও প্রাথমিক পণ্য আমদানি বিশ্লেষণে দেখা যায় যে তুলা সব ধরনের আমদানির মধ্যে শীর্ষে অবস্থান করছে, তবে শিল্পজাত পণ্যের ক্ষেত্রে পেট্রোলিয়ামজাত সামগ্রী প্রধান।
একক পণ্য আমদানি:
-
সবচেয়ে বেশি আমদানি করা হয় তুলা
-
শিল্পজাত পণ্যের মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয় পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী
-
শিল্পজাত পণ্যের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আমদানি হয় সার
-
শিল্পজাত পণ্যের মধ্যে তৃতীয় সর্বোচ্চ আমদানি হয় সুতা
প্রাথমিক পণ্য আমদানি:
-
সবচেয়ে বেশি আমদানি হয় তুলা
-
দ্বিতীয় সর্বোচ্চ আমদানি হয় গম
-
তৃতীয় সর্বোচ্চ আমদানি হয় তৈলবীজ

0
Updated: 5 days ago
বাংলাদেশের সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান কোনটি?
Created: 3 weeks ago
A
পৌরসভা
B
ইউনিয়ন পরিষদ
C
জেলা পরিষদ
D
উপজেলা পরিষদ
ইউনিয়ন পরিষদ:
- ইউনিয়ন পরিষদ এদেশের সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান।
- ব্রিটিশপূর্ব আমল থেকে বর্তমান পর্যন্ত গ্রাম এলাকায় জনপ্রতিনিধিত্বমূলক স্থানীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এটি কাজ করছে।
- সাধারণত গড়ে ১০-১৫টি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত।
- ইউনিয়ন পরিষদে একজন নির্বাচিত চেয়ারম্যান, নয় জন নির্বাচিত সাধারণ সদস্য ও তিনজন নির্বাচিত মহিলা সদস্য (সংরক্ষিত আসনে) থাকবেন।
- প্রত্যেক ওয়ার্ড থেকে একজন করে মোট নয়জন সাধারণ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন।
- প্রতি ৩ ওয়ার্ডে একজন মহিলা সদস্য পুরুষ ও মহিলা সকলের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। ইউনিয়ন পরিষদের কার্যকাল ৫ বছর।
- ইউনিয়ন পরিষদ প্রধানত জনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় উন্নয়ন, প্রশাসনিক কাজ ও জনকল্যাণমূলক কার্যাবলি সম্পাদন করে থাকে।

0
Updated: 3 weeks ago