'ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড আইন' কত সালে জাতীয় সংসদে পাস হয়?
A
২০১৬ সালে
B
২০১৭ সালে
C
২০১৮ সালে
D
২০১৯ সালে
উত্তরের বিবরণ
ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড ওয়েবসাইট।

0
Updated: 21 hours ago
বাংলাদেশে প্রথম খেতাব প্রাপ্ত গ্রান্ড মাস্টার কে?
Created: 1 week ago
A
নিয়াজ মোরশেদ
B
এনামুল হক বিজয়
C
জিয়াউর রহমান
D
রানী হামিদ
বাংলাদেশে দাবার উচ্চতম খেতাব গ্র্যান্ড মাস্টার অর্জন করা একটি গুরুত্বপূর্ণ কৃতিত্ব। এই খেতাব আন্তর্জাতিক দাবা সংস্থা ফিদে প্রদত্ত এবং একজন খেলোয়াড়ের কমপক্ষে ২৩০০ রেটিং থাকতে হয়।
-
বাংলাদেশ থেকে মোট পাঁচজন দাবাড়ু গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করেছেন।
-
প্রথম গ্র্যান্ড মাস্টার: নিয়াজ মোরশেদ
-
১৯৮৭ সালে ২১ বছর বয়সে তিনি উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার হন।
-
দক্ষিণ এশিয়ার প্রথম ও এশিয়ার পঞ্চম গ্র্যান্ড মাস্টার হিসেবে পরিচিত।
-
-
দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার: জিয়াউর রহমান
-
২০০২ সালে তিনি এই খেতাব পান।
-
বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিং অর্জন করেছিলেন।
-
-
তৃতীয় গ্র্যান্ড মাস্টার: রিফাত বিন সাত্তার (২০০৬)
-
চতুর্থ গ্র্যান্ড মাস্টার: আবদুল্লাহ আল রাকিব (২০০৭)
উৎস:

0
Updated: 1 week ago
বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থা অনুসরণ করে?
Created: 1 week ago
A
ত্রিপুরা
B
সাঁওতাল
C
খাসিয়া
D
রাখাইন
মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা হলো সেই ধরনের পরিবার বা সমাজ যেখানে পরিবারের প্রধান দায়িত্ব একজন নারীর ওপর থাকে এবং বংশপরিচয় ও উত্তরাধিকার মায়ের দিক থেকে নির্ধারিত হয়।
-
উত্তরাধিকার: মায়ের পরিবার থেকেই বংশ ও পদবি নির্ধারিত হয়।
-
বাংলাদেশে উদাহরণ: ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় খাসিয়া ও গারো মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থা অনুসরণ করে।
পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা হলো সেই ধরনের পরিবার যেখানে পিতাই পরিবারের প্রধান এবং উত্তরাধিকার বাবার দিক থেকে নির্ধারিত হয়।
-
ত্রিপুরা সম্প্রদায়: পিতৃকেন্দ্রিক, পিতাই প্রধান।
-
সাঁওতাল সম্প্রদায়: পিতৃতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত।
-
মণিপুরি সম্প্রদায়: পিতৃতান্ত্রিক ও পিতৃসূত্রীয় ব্যবস্থা।
-
রাখাইন সম্প্রদায়: পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা।

0
Updated: 1 week ago
GATT চুক্তির কোন রাউন্ডের মাধ্যমে বিশ্ব বাণিজ্য সংস্থার জন্ম হয়?
Created: 2 weeks ago
A
উরুগুয়ে রাউন্ড
B
টোকিও রাউন্ড
C
কেনেডি রাউন্ড
D
জেনেভা রাউন্ড
GATT চুক্তির রাউন্ড ১৯৪৭ থেকে ১৯৯৩ সালের মধ্যে মোট ৮টি রাউন্ড অনুষ্ঠিত হয়েছিল।
GATT রাউন্ডসমূহ:
-
জেনেভা রাউন্ড (Geneva Round)
-
অ্যানেসি রাউন্ড (Annecy Round)
-
টরকুয়ে রাউন্ড (Torquay Round)
-
জেনেভা রাউন্ড II (Geneva II Round)
-
ডিলন রাউন্ড (Dillon Round)
-
কেনেডি রাউন্ড (Kennedy Round)
-
টোকিও রাউন্ড (Tokyo Round)
-
উরুগুয়ে রাউন্ড (Uruguay Round)
উরুগুয়ে রাউন্ড (Uruguay Round):
-
GATT রাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ
-
সংলাপ চলেছিল ৮ বছর ধরে, শুরু: সেপ্টেম্বর ১৯৮৬
-
সমাপ্তি: ১৫ এপ্রিল, ১৯৯৪, GATT চুক্তি সংশোধনের মাধ্যমে
-
ফলস্বরূপ, নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা গঠনের সিদ্ধান্ত নেয়া হয়
-
১৯৯৫ সালে এর ভিত্তিতে World Trade Organization (WTO) প্রতিষ্ঠিত হয়

0
Updated: 2 weeks ago