BADC এর প্রধান কাজ কী?
A
কৃষি গবেষণায় নেতৃত্ব প্রদান
B
সেচ প্রকল্প বাস্তবায়ন
C
কৃষি উপকরণ সরবরাহ
D
কৃষি ঋণ বিতরণ
উত্তরের বিবরণ
বাংলাদেশের প্রধান সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC)। এটি কৃষি উপকরণ সরবরাহের দায়িত্বে নিয়োজিত সরকারি সংস্থা।
-
মূল কার্যক্রম:
-
বিভিন্ন ফসলের উন্নতমানের বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ
-
সেচ ব্যবস্থার উন্নয়ন
-
কৃষক পর্যায়ে মানসম্মত সার সরবরাহ
-
-
প্রতিষ্ঠা ও ইতিহাস: ১৯৬১ সালে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন দেশ স্বাধীন হওয়ার পর BADC নামধারণ করে
-
প্রধান কার্যালয়: ঢাকার মতিঝিল

0
Updated: 21 hours ago
কত সালে বিখ্যাত 'মারি চুক্তি' সম্পাদিত হয়েছিল?
Created: 1 week ago
A
১৯৫৪ সালে
B
১৯৫৫ সালে
C
১৯৫৬ সালে
D
১৯৫৭ সালে
মারি চুক্তি হলো ১৯৫৫ সালে সম্পাদিত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপোস চুক্তি, যা পাকিস্তানের সংবিধান রচনার সংকট সমাধানে দ্বিতীয় গণপরিষদের অধিবেশনে করা হয়।
-
প্রেক্ষাপট: স্বাধীন পাকিস্তানের প্রথম গণপরিষদ সংবিধান রচনায় ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় গণপরিষদ ৭ জুলাই ১৯৫৫ সালে মারিতে প্রথম অধিবেশনে মিলিত হয়।
-
চুক্তি সম্পাদনকারীগণ: এ.কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী, চৌধুরী মোহাম্মদ আলী, আতাউর রহমান খান ও মোস্তাক হোসেন গুরমানী।
-
চুক্তির মূল বিষয়বস্তু:
১. পাকিস্তানে দুটি প্রদেশ থাকবে: পূর্ব পাকিস্তান (পূর্ব বাংলার নাম পরিবর্তন) এবং পশ্চিম পাকিস্তান (পশ্চিম পাকিস্তানের সকল প্রদেশ একত্রিত করে)।
২. উভয় প্রদেশে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রদান করা হবে।
৩. উভয় প্রদেশে সংখ্যাসাম্য নীতি (Principle of Parity) কার্যকর করা হবে।
৪. যুক্ত নির্বাচন ব্যবস্থা কার্যকর হবে।
৫. বাংলা ও উর্দু উভয়ই রাষ্ট্রভাষা হবে। -
চুক্তির পরবর্তী প্রভাব:
-
১৯৫৫ সালের ১১ আগস্ট চৌধুরী মোহাম্মদ আলী প্রধানমন্ত্রী হন।
-
মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এ.কে. ফজলুল হক, আর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বিরোধী দলের নেতা।
-
১৯৫৫ সালের ৩০ সেপ্টেম্বর, পশ্চিম পাকিস্তানের সকল প্রদেশ একত্রিত করে একটি প্রদেশ গঠন করা হয়।
-
১৯৫৬ সালের ৮ জানুয়ারি দ্বিতীয় গণপরিষদে ‘পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্র’ বিল উত্থাপন করা হয়।
-
২ মার্চ, গভর্নর জেনারেল বিলে সম্মতি দিলে সংবিধান বলবৎ হয়।
-

0
Updated: 1 week ago
SEZ-এর পূর্ণরূপ কী?
Created: 3 weeks ago
A
Standard Economic Zone
B
Special Economic Zone
C
Strategic Economic Zone
D
Sustainable Economic Zone
SEZ:
- SEZ-এর পূর্ণরূপ: Special Economic Zone.
⇒ একটি দেশের নির্দিষ্টভাবে চিহ্নিত সেই সকল অঞ্চল যেগুলি দেশের আন্যান্য অঞ্চলের তুলজ অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে প্রচলিত সরকারী নীতি নিয়মের ব্যাপারে অধিক সুযোগ সুবিধা ভোগ করে তাদের SEZ বলে।
- উদ্দেশ্য:
(i) দেশে বিনিয়োগ বৃদ্ধি করা,
(ii) রপ্তানী বৃদ্ধি করা,
(iii) সরকারী নিয়মনীতির জটিলত নেই বলে বিনিয়োগকারীদের উৎসাহ বোধ করা।
(iv) উৎপাদনমূলক ও পরিষেবামূলক শিল্পে সুলঙ্গে আন্তর্জাতিক গুণমানের পণ্য উৎপাদন করা।
(v) সহজে বৈদেশিক মুদ্রা অর্জন করা ও দেশের অর্থনৈতি উন্নতি তরান্বিত করা।

0
Updated: 3 weeks ago
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কত নং সেক্টরে যুদ্ধ করেন?
Created: 1 week ago
A
৪নং
B
৮নং
C
৭নং
D
২নং
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সেক্টরগুলোতে দায়িত্ব পালনকারী কিছু গুরুত্বপূর্ণ যোদ্ধা:
-
১নং সেক্টর: ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রব
-
২নং সেক্টর: সিপাহি মোস্তফা কামাল
-
৪নং সেক্টর: সিপাহি হামিদুর রহমান
-
৭নং সেক্টর: ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গির
-
৮নং সেক্টর: ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
-
১০নং সেক্টর: স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন
-
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান: কোনো সেক্টরে দায়িত্বপ্রাপ্ত ছিলেন না

0
Updated: 6 days ago