নিচের কোনটি গ্রাম অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা নয়?
A
পৌরসভা
B
জেলা পরিষদ
C
উপজেলা পরিষদ
D
ইউনিয়ন পরিষদ
উত্তরের বিবরণ
বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা শহুরে এবং গ্রামীণ—দুই ধরনের কাঠামোর মাধ্যমে কার্যকর রয়েছে। শহরের জন্য দুই স্তর বিশিষ্ট এবং গ্রামের জন্য তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো বিদ্যমান।
-
শহর অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা:
-
পৌরসভা
-
সিটি কর্পোরেশন
-
-
গ্রাম অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা:
-
ইউনিয়ন পরিষদ
-
উপজেলা পরিষদ
-
জেলা পরিষদ
-
-
পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক স্থানীয় সরকার ব্যবস্থা: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৩টি জেলা নিয়ে আঞ্চলিক স্থানীয় প্রশাসন রয়েছে।
-
বান্দরবান পাহাড়ী জেলা পরিষদ
-
রাঙ্গামাটি পাহাড়ী জেলা পরিষদ
-
খাগড়াছড়ি পাহাড়ী জেলা পরিষদ
-

0
Updated: 21 hours ago
বাংলাদেশে বসবাসরত কোন নৃগোষ্ঠীর মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা রয়েছে?
Created: 1 week ago
A
চাকমা
B
মারমা
C
গারো
D
সাঁওতাল
গারো নৃগোষ্ঠী বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী। এরা মূলত উত্তর-মধ্য এবং উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বসবাস করে, পাশাপাশি ভারতের মেঘালয় রাজ্যেও তাদের বসতি রয়েছে। নৃ-বৈজ্ঞানিক দিক থেকে তারা মঙ্গোলীয় জাতির তিব্বতি-বর্মী শাখার অন্তর্ভুক্ত।
-
বসবাস: টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও গাজীপুর।
-
ঘনবসতিপূর্ণ এলাকা: ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া; নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা; শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী; টাঙ্গাইলের মধুপুর।
-
নৃ-বিজ্ঞান অনুযায়ী: মঙ্গোলীয় জাতির তিব্বতি-বর্মী শাখার বোড়ো উপশাখা।
-
সমাজব্যবস্থা: মাতৃতান্ত্রিক।
-
উত্তরাধিকারী কন্যা: নক্না।
-
আত্মপরিচয়: আচিক্ মান্দে।
-
প্রধান গোত্র: সাংমা, মারাক, মোমিন, শিরা ও আরেং।
-
প্রধান ধর্ম: খ্রিস্টধর্ম (ব্যাপ্টিস্ট ও ক্যাথলিক সম্প্রদায়)।
-
প্রধান উৎসব: ওয়ানগালা (ধান কাটার উৎসব, ফসল উৎসব)।
-
তুলনামূলকভাবে: চাকমা, মারমা ও সাঁওতাল সমাজব্যবস্থা পিতৃতান্ত্রিক।
আদি ইতিহাস
-
আদি বাসভূমি ছিল চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের সিনকিয়াং প্রদেশ।
-
পরবর্তীতে তারা তিব্বত, ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশে বিস্তার লাভ করে।
-
প্রায় ৪ থেকে ৪.৫ হাজার বছর আগে গারো পাহাড়ে বসতি স্থাপন করে।
-
সর্বশেষ তারা ময়মনসিংহ অঞ্চলে এসে আশ্রয় নেয় এবং সেখানে ক্ষুদ্র সামন্তরাজ্য প্রতিষ্ঠা করে।

0
Updated: 1 week ago
সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানী করেন কে?
Created: 6 days ago
A
মুসা খান
B
শায়েস্তা খান
C
মীর জুমলা
D
ইসলাম খান
১৬১০ সালের ১৬ জুলাই সুবাদার ইসলাম খান চিশতী সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন এবং এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর। সম্রাট জাহাঙ্গীর জীবিত থাকা পর্যন্ত এই নাম বহাল ছিল।
-
১৬৫০ সালে সুবাদার শাহ সুজা বাংলার রাজধানী বিহারের রাজমহলে স্থানান্তর করেন।
-
১৬৬০ সালে মীর জুমলা আবার ঢাকাকে রাজধানী করেন, যা ১৭১৭ সাল পর্যন্ত বজায় থাকে।
-
১৭১৭ সালে মুর্শিদকুলি খান রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন।
-
পরবর্তীতে ১৯০৫ থেকে ১৯১১ এবং ১৯৪৭ সাল থেকে ঢাকা পুনরায় বাংলার রাজধানী হিসেবে ব্যবহৃত হয়।
-
অবশেষে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের রাজধানী হিসেবে ঢাকা ঘোষিত হয় এবং তা আজও বহাল রয়েছে।

0
Updated: 6 days ago
বাংলাদেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন?
Created: 1 week ago
A
সুরঞ্জিত সেনগুপ্ত
B
ব্যারিস্টার মওদুদ আহমদ
C
ড. কামাল হোসেন
D
আবুল ফজল
বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান ছিলেন তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন।
সংবিধান প্রণয়ন কমিটি:
-
১৯৭২ সালের ১০ এপ্রিল সংবিধান প্রণয়নের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
-
কমিটির সভাপতি: তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন
-
একমাত্র মহিলা সদস্য: বেগম রাজিয়া বানু
-
একমাত্র বিরোধীদলীয় সদস্য: সুরঞ্জিত সেনগুপ্ত
প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ তথ্য:
-
১৭ এপ্রিল ১৯৭২: খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত।
-
১১ অক্টোবর ১৯৭২: সংবিধানের পূর্ণাঙ্গ খসড়া চূড়ান্ত অনুমোদিত।
-
৪ নভেম্বর ১৯৭২: গণপরিষদে সংবিধান গৃহীত।
-
১৬ ডিসেম্বর ১৯৭২: বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।

0
Updated: 6 days ago