খ, ক-এর থেকে খাটো, ক-এর থেকে গ লম্বা, ঘ-এর থেকে গ খাটো। ঙ, গ-এর থেকে খাটো কিন্তু ক-এর থেকে বড়। সবচেয়ে লম্বা কে?
A
খ
B
গ
C
ঘ
D
ঙ
উত্তরের বিবরণ
প্রদত্ত তথ্য অনুযায়ী, বিভিন্ন বস্তুর দৈর্ঘ্য তুলনা করলে দেখা যায় ঘ সবচেয়ে লম্বা।
-
দৈর্ঘ্য সম্পর্ক:
-
খ, ক-এর থেকে খাটো
-
ক-এর থেকে গ লম্বা
-
ঘ-এর থেকে গ খাটো
-
ঙ, গ-এর থেকে খাটো কিন্তু ক-এর থেকে বড়
-
-
দৈর্ঘ্যের ক্রম (লম্বা থেকে খাটো): ঘ > গ > ঙ > ক > খ
-
সবচেয়ে লম্বা: ঘ

0
Updated: 22 hours ago
A শীটটি ডটেট লাইন বরাবর উপরের দিকে ভাঁজ করা হলে, কোন চিত্রটি পাওয়া যায়?
Created: 1 week ago
A
1
B
2
C
3
D
4
প্রশ্ন: A শীটটি ডটেট লাইন বরাবর উপরের দিকে ভাজ করা হলে, কোন চিত্রটি পাওয়া যায়?
সমাধান:
2 নং চিত্রটি পাওয়া যাবে।

0
Updated: 1 week ago
চট্টগ্রাম থেকে রাজশাহী রেলপথে মোট ২০টি স্টেশন আছে। প্রত্যেক স্টেশন থেকে যাত্রীরা অন্য যে-কোনো স্টেশনে যাওয়ার টিকেট কিনতে পারে। স্টেশনগুলোকে সব মিলিয়ে মোট কত ধরনের টিকেট রাখতে হবে?
Created: 2 weeks ago
A
৪০০টি
B
৩৬১টি
C
৪৮০টি
D
৩৮০টি
যেহেতু, প্রত্যেক স্টেশন থেকে যাত্রীরা অন্য যে-কোনো স্টেশনে যাওয়ার টিকেট কিনতে পারে,
তাই প্রত্যেক যাত্রী টিকেট কিনতে পারবে = (২০ - ১) = ১৯টি [নিজ স্টেশনের টিকেট কিনার প্রয়োজন নেই তাই মোট স্টেশন থেকে ১ বিয়োগ করা হয়েছে]
∴ মোট টিকেট রাখতে হবে = (২০ × ১৯)টি
= ৩৮০টি

0
Updated: 2 weeks ago
করিম তার বাসা থেকে বের হয়ে ১৫ কি.মি. পশ্চিমে গিয়ে এরপর বামদিকে ঘুরে ৫ কি.মি যায়। সেখান থেকে বামদিকে ১৫ কি.মি. গিয়ে আবার ১০ কি.মি ডানদিকে গিয়ে তার বন্ধুর বাসায় পৌছায়। করিমের বাসা থেকে তার বন্ধুর বাসার দূরত্ব কত?
Created: 3 weeks ago
A
৫ কি.মি.
B
১০ কি.মি.
C
১৫ কি.মি.
D
২৫ কি.মি.
প্রশ্ন: করিম তার বাসা থেকে বের হয়ে ১৫ কি.মি. পশ্চিমে গিয়ে এরপর বামদিকে ঘুরে ৫ কি.মি যায়। সেখান থেকে বামদিকে ১৫ কি.মি. গিয়ে আবার ১০ কি.মি ডানদিকে গিয়ে তার বন্ধুর বাসায় পৌছায়। করিমের বাসা থেকে তার বন্ধুর বাসার দূরত্ব কত?
সমাধান:
করিম তার বাসা থেকে পশ্চিম দিকে ১৫ কি.মি গিয়ে দক্ষিণদিকে ৫ কি.মি. যায়।
এরপর ১৫ কি.মি. পূর্বে যায় এবং সেখান থেকে ১০ কি.মি দক্ষিনে গিয়ে তার বন্ধুর বাসায় পৌছায়।
∴ করিমের বাসা থেকে তার বন্ধুর বাসার দূরত্ব = (১০ + ৫) কি.মি. = ১৫ কি.মি.

0
Updated: 3 weeks ago