নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
A
১২ টি
B
১৬ টি
C
২৪ টি
D
২৮ টি
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
সমাধান:
সাধারণ ত্রিভুজ- AFJ, FJK, FKB, BKG, JKG, JGC, HJC, HIJ, DIH, DEI, EIJ, AEJ অর্থাৎ ১২ টি।
একটি বাহু ছেদ করেছে এমন ত্রিভুজ- JFB, FBG, BJG, JFG, DEJ, EJH, DJH , DEH অর্থাৎ ৮ টি।
দুইটি বাহু ছেদ করেছে এমন ত্রিভুজ- AJB, JBC, DJC , ADJ অর্থাৎ ৪ টি।
দুই বা ততোধিক বাহু ছেদ করেছে এমন ত্রিভুজ- DAB, ABC, BCD, ADC অর্থাৎ ৪ টি।
∴ মোট ত্রিভুজ সংখ্যা = ১২ + ৮ + ৪ + ৪ = ২৮ টি

0
Updated: 22 hours ago
10 ওয়াটের একটি মিনি ফ্যান দৈনিক 8 ঘণ্টা চললে 2 দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
Created: 1 week ago
A
8 Kwh
B
0.8 Kwh
C
0.16 Kwh
D
1.6 Kwh
প্রশ্ন: 10 ওয়াটের একটি মিনি ফ্যান দৈনিক 8 ঘণ্টা চললে 2 দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
সমাধান:
দেওয়া আছে,
ক্ষমতা, P = 10 ওয়াট
সময়, t = 8 × 2 = 16 ঘণ্টা
আমরা জানি,
W = Pt
= 10 × 16
= 160 W-h
= 160/1000 Kw-h
= 0.16 Kw-h

0
Updated: 1 week ago
"খাদাড়ি" শব্দের অর্থ কী?
Created: 1 week ago
A
কর আদায় করা যার পেশা
B
পুরুষ পাচক
C
লবণ তৈরির কারখানা
D
নকশাকরা রেশমি ফিতেওয়ালা
"খাদাড়ি" শব্দের অর্থ হলো লবণ তৈরির কারখানা বা লবণ প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
অন্যদিকে:
-
"চৌকিদার" – কর আদায় বা পাহারার দায়িত্ব পালনকারী ব্যক্তি।
-
"বাবুর্চি" – পুরুষ পাচক বা রান্নার দায়িত্বে থাকা ব্যক্তি।
-
"বেলদার" – নকশাকরা রেশমি ফিতা প্রস্তুতকারী বা ফিতেওয়ালা।

0
Updated: 1 week ago
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 week ago
A
3
B
4
C
6
D
11
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = 4
১ম ত্রিভুজে,
(6 + 4) × 8 = 10 × 8 = 80
২য় ত্রিভুজে,
(8 + 7) × 3 = 15 × 3 = 45
এবং ৩য় ত্রিভুজে,
ধরি, সংখ্যাটি = x
∴ (9 + 8) × x = 68
⇒ 17x = 68
⇒ x = 68/17 = 4

0
Updated: 1 week ago