দণ্ডটির ভারসাম্য বজায় রাখতে প্রশ্নবোধক স্থানে কত কেজি ভর স্থাপন করতে হবে?
A
8 কেজি
B
12 কেজি
C
16 কেজি
D
20 কেজি
উত্তরের বিবরণ
প্রশ্ন: দণ্ডটির ভারসাম্য বজায় রাখতে প্রশ্নবোধক স্থানে কত কেজি ভর স্থাপন করতে হবে?
সমাধান:
ধরি,
ভর স্থাপন করতে হবে = ক কেজি
প্রশ্নমতে,
4 × 20 = 5ক
⇒ ক = 80/5
⇒ ক = 16
∴ ভর স্থাপন করতে হবে = 16 কেজি

0
Updated: 22 hours ago
আমার কক্ষে আমি বসে ছিলাম, এমন সময় এক নিঃসন্তান বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
Created: 6 days ago
A
১২ জন
B
১৬ জন
C
১৫ জন
D
১০ জন
প্রশ্ন: আমার কক্ষে আমি বসে ছিলাম, এমন সময় এক নিঃসন্তান বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
সমাধান:
প্রতি দম্পতিতে ২ জন করে ৫ দম্পতি = ১০ জন ও ৪ দম্পতির সাথে ১ জন করে ৪ জন সন্তান।
মোট ১০ + ৪ = ১৪ জন।
আমার ঘরে আমি সহ সর্বমোট ১৪ + ১ = ১৫ জন।

0
Updated: 6 days ago
একটি প্রিন্টার মেশিন দ্বারা সেকেন্ডের এক-তৃতীয়াংশ সময়ে ২ টি কাগজ প্রিন্ট করা যায়। এই হারে ৪ মিনিটে কতগুলো কাগজ প্রিন্ট করা যায়?
Created: 22 hours ago
A
১২৪০ টি
B
১৪৪০ টি
C
১৪৬০ টি
D
১৬৮০ টি
প্রশ্ন: একটি প্রিন্টার মেশিন দ্বারা সেকেন্ডের এক-তৃতীয়াংশ সময়ে ২ টি কাগজ প্রিন্ট করা যায়। এই হারে ৪ মিনিটে কতগুলো কাগজ প্রিন্ট করা যায়?
সমাধান:
৪ মিনিট = (৪ × ৬০) সেকেন্ড = ২৪০ সেকেন্ড
১/৩ সেকেন্ডে কাগজ প্রিন্ট করা যায় = ২ টি
∴ ১ সেকেন্ডে কাগজ প্রিন্ট করা যায় = ২ × ৩ টি
∴ ২৪০ সেকেন্ডে কাগজ প্রিন্ট করা যায় = ২ × ৩ × ২৪০ = ১৪৪০ টি

0
Updated: 22 hours ago
সূর্যের সাথে সৌরশক্তির যে সম্পর্ক, আগুনের সাথে তেমন সম্পর্ক
Created: 1 week ago
A
ধোঁয়ার
B
অন্ধকারের
C
তাপের
D
আলোর
প্রশ্ন: সূর্যের সাথে সৌরশক্তির যে সম্পর্ক, আগুনের সাথে তেমন সম্পর্ক কী?
সমাধান:
-
সূর্য থেকে সৌরশক্তি উৎপন্ন হয়
-
আগুন থেকে তাপ উৎপন্ন হয়
সঠিক উত্তর: গ) তাপের

0
Updated: 1 week ago