B গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে Z গিয়ারটি কোনদিকে ঘুরবে?
A
ঘড়ির কাঁটার দিকে
B
ঘড়ির কাঁটার বিপরীতে
C
কোনো গিয়ারই ঘুরবে না
D
নির্ণয় করা সম্ভব নয়
উত্তরের বিবরণ
প্রশ্ন: B গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে Z গিয়ারটি কোনদিকে ঘুরবে?

0
Updated: 22 hours ago
নিচের কোন সংখ্যাটি মূলদ নয়?
Created: 3 weeks ago
A
√9
B
5/2
C
√19
D
81/3
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি মূলদ নয়?
সমাধান:
যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায় না এবং পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলা হয়।
আবার,
যে সকল সংখ্যাকে দুইটি অখণ্ড সংখ্যা p ও q এর অনুপাত p/q রূপে প্রকাশ করা যায় সেগুলোকে মূলদ সংখ্যা বলা হয়।
শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ সাধারণ ভগ্নাংশ সবই মূলদ সংখ্যা।
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে √19 সংখ্যাটি মূলদ নয়, অর্থাৎ এটি একটি অমূলদ সংখ্যা।
কারন √19 সংখ্যাটিকে p/q আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায় না।
অন্যদিকে,
√9 = 3 , এটি একটি মূলদ সংখ্যা।
5/2 , এটি একটি মূলদ সংখ্যা।
81/3 = (23)1/3 = 2 , এটি একটি মূলদ সংখ্যা।

0
Updated: 3 weeks ago
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 3 weeks ago
A
35
B
48
C
47
D
50
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = 50
প্রথম চিত্রে,
(6 × 3) + (5 × 15)
= 18 + 75
= 93
দ্বিতীয় চিত্রে,
(9 × 6) + (7 × 5)
= 54 + 35
= 89
তৃতীয় চিত্রে,
(4 × 8) + (18 × 1)
= 32 + 18
= 50

0
Updated: 3 weeks ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
Created: 3 weeks ago
A
২৮
B
৩২
C
৬৬
D
৩৪
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
সমাধান:
এখানে,
নিচের সংখ্যা দুইটির বিয়োগফলের সমান উপরের সংখ্যা।
১ম চিত্রে,
১৭ - ৮ = ৯
২য় চিত্রে,
৪০ - ২৮ = ১২
৩য় চিত্রে,
৫০ - ? = ১৬
⇒ ? = ৫০ - ১৬
∴ ? = ৩৪
∴ প্রশ্নবোধক স্থানে ৩৪ সংখ্যাটি বসবে।

0
Updated: 3 weeks ago