এক ব্যক্তি ঘুরতে বের হয়ে ৪ মাইল উত্তরে গিয়ে এরপর ১২ মাইল পূর্বে যান এবং আবার ১২ মাইল উত্তরে যান। শুরুর স্থান থেকে তিনি কত দূরত্বে আছেন?
A
১৬ মাইল
B
১৭ মাইল
C
২০ মাইল
D
২৪ মাইল
উত্তরের বিবরণ
প্রশ্ন: এক ব্যক্তি ঘুরতে বের হয়ে ৪ মাইল উত্তরে গিয়ে এরপর ১২ মাইল পূর্বে যান এবং আবার ১২ মাইল উত্তরে যান। শুরুর স্থান থেকে তিনি কত দূরত্বে আছেন?
সমাধান:
ধরি,
ব্যক্তিটি A স্থান থেকে যাত্রা শুরু করে ৪ মাইল উত্তরে B বিন্দুতে পৌঁছান।
এরপর B স্থান থেকে ১২ মাইল পূর্বে C বিন্দুতে পৌঁছান।
আবার C স্থান থেকে ১২ মাইল উত্তরে D বিন্দুতে পৌঁছান।
∴ শুরুর স্থান থেকে তার বর্তমান অবস্থানের দূরত্ব = AD
AB = CE = 4
BC = AE = 12
DE = DC + CE = 12 + 4 = 16
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AD2 = DE2 + AE2
⇒ AD2 = 162 + 122
⇒ AD2 = 256 + 144
⇒ AD2 = 400
⇒ AD = 20

0
Updated: 22 hours ago
৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬,............ অনুক্রমটির দশম পদ কত?
Created: 3 weeks ago
A
১১
B
১৩
C
১৪
D
১৭
প্রশ্ন: ৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬,............ অনুক্রমটির দশম পদ কত?
সমাধান:
৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬,............ অনুক্রমটির দশম পদ ১৭ ।
প্রদত্ত অনুক্রমটিতে দুইটি ভিন্ন অনুক্রম বিদ্যমান।
→ ১ম অনুক্রম,
৩, ৪, ৫, ৬, ৭, ৮, ............ (সাধারণ অন্তর ১)
→ ২য় অনুক্রম,
৫, ৮, ১১, ১৪, ১৭, ............... (সাধারণ অন্তর ৩)
→ প্রদত্ত অনুক্রমটিকে বর্ধিত করে পাই,
৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬, ১৪, ৭, ১৭, ৮, .........
∴ অনুক্রমটির দশম পদ ১৭ ।

0
Updated: 3 weeks ago
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?
Created: 1 month ago
A
ক)
B
খ)
C
গ)
D
ঘ)
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?

সমাধান:
এখানে দুইটি অনুক্রম বিদ্যমান রয়েছে।
১ম অনুক্রমটি,
D(4) + 4 = H (8)
H(8) + 5 = M (13)
M(13) + 6 = S (19)
২য় অনুক্রমটি,
14 + 4 = 18
18 + 5 = 23
23 + 6 = 29
সম্পূর্ণ অনুক্রমটি হবে,


0
Updated: 1 month ago
A ও B এর মধ্যে কে সবচেয়ে বেশি ভার বহন করছে?
Created: 1 week ago
A
A
B
B
C
দুইজনই সমান ভার অনুভব করবে
D
কেউই কোনো ভার অনুভব করবে না
প্রশ্ন: A ও B এর মধ্যে কে সবচেয়ে বেশি ভার বহন করছে?
সমাধান:
A ও B এর মধ্যবর্তী ভারবহনকারী দণ্ডটিকে লিভার ধরে নিলে দেখা যাচ্ছে যে ভার টি লিভারের মধ্যবর্তী স্থান হতে B এর বেশি কাছাকাছি অবস্থান করছে।
এর ফলে A এর তুলনায় B এর কাছে ভারটির প্রতিক্রিয়া বল বেশি হবে।
অর্থাৎ A ও B এর মধ্যে B সবচেয়ে বেশি ভার বহন করছে

0
Updated: 1 week ago