নিচের কোন বানানটি শুদ্ধ?
A
একান্নবত্তী
B
একান্নবর্তি
C
একান্নবর্তী
D
একান্নবর্ত্তী
উত্তরের বিবরণ
নিচের বানানটির মধ্যে শুদ্ধটি হলো একান্নবর্তী। এটি বোঝায় এমন পরিবার বা গোষ্ঠী যা একসাথে আহার-সভার ব্যবস্থা এবং বসবাসের মাধ্যমে যৌথভাবে জীবন যাপন করে, অর্থাৎ যৌথ পরিবার।
-
শব্দের অর্থ: একসাথে আহার ও বসবাস করে এমন পরিবার বা যৌথ পরিবার

0
Updated: 22 hours ago
হাঁস ও ছাগল একত্রে ৮০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২০০টি। তা হলে কতটি হাঁস আছে?
Created: 6 days ago
A
৪০ টি
B
৬৫ টি
C
২০ টি
D
৬০ টি
প্রশ্ন: হাঁস ও ছাগল একত্রে ৮০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২০০টি। তা হলে কতটি হাঁস আছে?
সমাধান:
ধরি,
হাঁস আছে ক টি
ছাগল আছে = (৮০ - ক)টি
প্রশ্নমতে,
২ক + ৪(৮০ - ক) = ২০০
বা, ২ক + ৩২০ - ৪ক = ২০০
বা, ৩২০ - ২ক = ২০০
বা, - ২ক = ২০০ - ৩২০
বা, - ২ক = - ১২০
∴ ক = ৬০
∴ হাঁস আছে ৬০ টি।

0
Updated: 6 days ago
দণ্ডটির ভারসাম্য বজায় রাখতে প্রশ্নবোধক স্থানে কত কেজি ভর স্থাপন করতে হবে?
Created: 22 hours ago
A
8 কেজি
B
12 কেজি
C
16 কেজি
D
20 কেজি
প্রশ্ন: দণ্ডটির ভারসাম্য বজায় রাখতে প্রশ্নবোধক স্থানে কত কেজি ভর স্থাপন করতে হবে?
সমাধান:
ধরি,
ভর স্থাপন করতে হবে = ক কেজি
প্রশ্নমতে,
4 × 20 = 5ক
⇒ ক = 80/5
⇒ ক = 16
∴ ভর স্থাপন করতে হবে = 16 কেজি

0
Updated: 22 hours ago
কোন শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে দশ পয়সা চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?
Created: 6 days ago
A
৬০ জন
B
১৫ জন
C
৩০ জন
D
৯০ জন
প্রশ্ন: কোন শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে দশ পয়সা চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?
সমাধান:
ধরি,
শিক্ষার্থী সংখ্যা x জন।
প্রত্যেকে চাঁদা দেয় 10x টাকা
প্রশ্নমতে,
x × 10x = 9000
⇒ 10x2 = 9000
⇒ x2 = 9000/10
⇒ x2 = 900
⇒ x = √900
∴ x = 30
∴ শিক্ষার্থী সংখ্যা 30 জন।

0
Updated: 6 days ago