‘ভিক্টোরিয়া ডিজার্ট' কোথায় অবস্থিত?
A
কানাডা
B
পশ্চিম আফ্রিকা
C
নর্থ আমেরিকা
D
অস্ট্রেলিয়া
উত্তরের বিবরণ
ভিক্টোরিয়া মরুভূমি, যা ইংরেজিতে Great Victoria Desert নামে পরিচিত, দক্ষিণ ও পশ্চিম অস্ট্রেলিয়ায় অবস্থিত। এটি অস্ট্রেলিয়ার বৃহত্তম মরুভূমি এবং বিশ্বের সপ্তম বৃহত্তম মরুভূমি। ১৮৭৫ সালে অস্ট্রেলিয়ান অনুসন্ধানকারী Ernest Giles এটিকে মহারানী ভিক্টোরিয়ার নামানুসারে নামকরণ করেন।
-
এর আয়তন প্রায় ৩৫০,০০০ বর্গকিলোমিটার।
-
এটি মূলত শুষ্ক, বালি ও ক্ষুদ্র উদ্ভিদজাত এলাকা নিয়ে গঠিত।
-
ভিক্টোরিয়া মরুভূমি বনভূমি, খড়খড়ে মাটির অঞ্চল এবং ছোট নদী দ্বারা বিভক্ত।
এছাড়াও বিশ্বের অন্যান্য প্রধান মরুভূমি ও তাদের অবস্থান:
-
পাতাগোনিয়া মরুভূমি: চিলি ও আর্জেন্টিনা
-
থার মরুভূমি: ভারত ও পাকিস্তান
-
গোবি মরুভূমি: চীন ও মঙ্গোলিয়া
-
মোজাবে মরুভূমি: যুক্তরাষ্ট্র
-
সাহারা মরুভূমি: আফ্রিকা
-
আতাকামা মরুভূমি: চিলি
-
কালাহারি মরুভূমি: নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা
-
গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি: অস্ট্রেলিয়া

0
Updated: 22 hours ago
২০১৮ সালে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স
C
জার্মানি
D
ইতালি
২০১৮ সালে কানাডার কুইবেক অঙ্গরাজ্যের লা মালাবে অনুষ্ঠিত জি-৭ এর ৪৪তম শীর্ষ সম্মেলনের যৌথ ঘোষণায় যুক্তরাষ্ট্র স্বাক্ষর করতে অনড় ছিল।
জি-৭ (G-7) সংক্রান্ত তথ্য:
-
পূর্ণরূপ: Group of Seven।
-
এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের একটি আন্তঃরাষ্ট্রীয় জোট।
-
প্রতিষ্ঠিত: ১৫ নভেম্বর ১৯৭৫, ফ্রান্সের প্রস্তাবিত উদ্যোগে।
-
বর্তমান সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
-
এদের মধ্যে একমাত্র এশীয় দেশ: জাপান।
-
আগে G-7 এর সদস্য সংখ্যা ৮টি ছিল, কিন্তু ২০১৪ সালে রাশিয়ার সদস্যপদ স্থগিত হওয়ায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
৫০তম জি-৭ শীর্ষ সম্মেলন (২০২৪, ইতালি):
-
আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল: ইউক্রেনকে সহায়তা, গাজায় যুদ্ধবিরতি, অভিবাসন নীতি, আন্তর্জাতিক অর্থনৈতিক নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), এবং চীনের বাণিজ্য নীতি।
-
এছাড়া আফ্রিকা এবং ভূমধ্যসাগর অঞ্চলের নিরাপত্তা বিষয়ক বিষয়ও আলোচিত হয়েছে।
-
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ অন্যান্য দেশগুলোর (জাপান, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, যুক্তরাজ্য) রাষ্ট্র ও সরকার প্রধানেরা সবুজ প্রযুক্তি ও ন্যায্য ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন।
-
সম্মেলনে রাশিয়ার সামরিক সম্প্রসারণ নীতির প্রতি চীনের সমর্থন বিষয়ক আলোচনা ও হয়েছে।
উৎস: G-7 ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
Created: 1 month ago
A
UNDP
B
World Bank
C
IMF
D
BRICS
বিশ্বব্যাংক ও ‘World Development Report’
বিশ্বব্যাংক (World Bank)
-
বিশ্বব্যাংক মূলত IBRD (International Bank for Reconstruction and Development) বোঝায়।
-
প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৮৯টি দেশ।
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ, যিনি যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত।
-
বিশ্বব্যাংকের প্রধান অঙ্গসংস্থা ৫টি।
উদ্দেশ্য ও কার্যক্রম
-
মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ প্রদান করা এবং অর্থনৈতিক পরামর্শ দেওয়া।
-
প্রথম ঋণ গ্রহীতা দেশ: ফ্রান্স।
-
১৯৬০ সালে কিউবা বিশ্বব্যাংকের সদস্যপদ থেকে সরে যায়।
বিশ্ব উন্নয়ন প্রতিবেদন (World Development Report)
-
বিশ্বব্যাংক প্রতি বছর প্রকাশ করে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির তুলনামূলক প্রতিবেদন।
-
প্রতিবেদন তৈরি হয় মাথাপিছু আয়ের ভিত্তিতে, যা বিশ্বব্যাপী বিভিন্ন দেশের তুলনামূলক উন্নয়নকে তুলে ধরে।
-
প্রথম প্রকাশিত: ১৯৭৮ সাল থেকে।
উৎস: World Bank ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
Created: 2 weeks ago
A
UNDP
B
World Bank
C
IMF
D
BRICS
বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা প্রধানত মধ্য আয়ের দেশগুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে। এটি বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সহায়তা করে।
-
বিশ্বব্যাংকের গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
-
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
-
আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
-
কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
-
বর্তমানে সদস্য দেশ সংখ্যা ১৮৯টি।
-
সর্বশেষ সদস্য দেশ নাউরু, যোগদান তারিখ ১২ এপ্রিল, ২০১৬।
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ।
-
বিশ্বব্যাংক বলতে মূলত IBRD (International Bank for Reconstruction and Development) বোঝানো হয়।
উদ্দেশ্য ও ঋণ সংক্রান্ত তথ্য:
-
উদ্দেশ্য: মধ্য আয়ের দেশগুলোকে ঋণ প্রদান এবং উপদেষ্টা হিসেবে সহায়তা করা।
-
সর্বোচ্চ ঋণ গ্রহীতা দেশ ভারত।
-
প্রথম ঋণ গ্রহীতা দেশ ফ্রান্স।
প্রকাশনা ও প্রতিবেদন:
-
বিশ্বব্যাংক World Development Report (বিশ্ব উন্নয়ন প্রতিবেদন) প্রকাশ করে।
-
প্রতিবেদনটি প্রতি বছর মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের প্রতিটি দেশের তুলনামূলক তথ্যসহ প্রকাশিত হয়।
-
এটি ১৯৭৮ সাল থেকে বার্ষিকভাবে প্রকাশিত হচ্ছে।

0
Updated: 2 weeks ago