'বিচ্ছেদ' - শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
A
বিদ্ + ছেদ
B
বি + ছেদ
C
বিৎ + ছেদ
D
বিঃ + ছেদ
উত্তরের বিবরণ
স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি প্রক্রিয়ায়, স্বরধ্বনির পরে যদি ‘ছ’ থাকে, তা দ্বিত্ব হয়, অর্থাৎ ‘ছ’-এর বদলে ‘চ্ছ’ ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
পরি + ছদ → পরিচ্ছদ
-
বি + ছেদ → বিচ্ছেদ
-
বি + ছিন্ন → বিচ্ছিন্ন

0
Updated: 22 hours ago
চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে?
Created: 1 month ago
A
২৩ নং পদ
B
২১ নং পদ
C
৩৪ নং পদ
D
৪৮ নং পদ
চর্যাপদ ও ২৩ নং পদ
চর্যাপদ:
বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র লিখিত নিদর্শন
অন্যান্য নাম: চর্যাচর্যবিনিশ্চয়, চর্যাগীতিকোষ, চর্যাগীতি
মোট ৫১টি পদ
প্রাপ্ত পদ: সাড়ে ৪৬টি
২৩ নং পদ:
খণ্ডিত আকারে পাওয়া গেছে
পাওয়া গেছে: ৬টি পদ
অনুপস্থিত: ৪টি পদ
রচয়িতা: ভুসুকুপা
অন্যান্য হারিয়ে যাওয়া পদসমূহ:
২৪, ২৫, ৪৮ নং পদও পাওয়া যায়নি
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ কোনটি?
Created: 1 week ago
A
টঙ্কার
B
শিঞ্জন
C
ঝংকার
D
মন্দ্র
বাদ্যযন্ত্রের ধ্বনি কে এক কথায় বলা হয় ঝংকার।
• অন্যান্য ধ্বনির এক কথায় প্রকাশ:
-
ধনুকের ধ্বনি – টঙ্কার
-
অলঙ্কারের ধ্বনি – শিঞ্জন
-
গম্ভীর ধ্বনি – মন্দ্র
• গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন / এক কথায় প্রকাশ:
-
ঘোড়ার ডাক – হ্রেষা
-
হরিণের চামড়া – অজিন
-
ময়ূরের ডাক – কেকা
-
পাখির ডাক – কূজন
-
হাতির গর্জন – বৃংহিত

0
Updated: 1 week ago
পরীক্ষা’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 3 weeks ago
A
পরী + ইক্ষা
B
পরি + ঈক্ষা
C
পারী +ঈক্ষা
D
পরি + ইক্ষা
পরি + ঈক্ষা = পরীক্ষা। অতি + ইত = + অতীত । ই + ঈ = ঈ; এরূপঃ গিরীন্দ্র, ক্ষিতীশ, মহীন্দ্ৰ, শ্রীশ, ই ঈ পৃথ্বীশ, অতীব, প্রতীক্ষা, প্রতীত, রবীন্দ্র, দিলীশ্বর, সতীন্দ্র ইত্যাদি।

0
Updated: 3 weeks ago