'অদ্ভুত ও কুৎসিত' - অর্থে কোন বাগ্ধারাটি ব্যবহৃত হয়েছে?
A
কায়েতের ঘরের ঢেঁকি
B
কিম্ভূতকিমাকার
C
কেউকেটা
D
কুঁজড়োপনা
উত্তরের বিবরণ
-
কিম্ভূতকিমাকার – অদ্ভুত ও কুৎসিত
-
কুঁজড়োপনা – ঝগড়াটে স্বভাব
-
কেউকেটা – সামান্য
-
কায়েতের ঘরের ঢেঁকি – অপদার্থ লোক

0
Updated: 22 hours ago
‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
অর্থের কুপ্রভাব
B
অপচয়
C
ক্ষণস্থায়ী বস্তু
D
কৃপণের কড়ি
তামার বিষ - অর্থের কুপ্রভাব। তাসের ঘর - ক্ষণস্থায়ী বস্তু। বালির বাঁধ - অস্থায়ী বস্তু। কুল কাঠের আগুন - তীব্র জ্বালা।

0
Updated: 1 month ago
‘ছকড়া নকড়া’ – বাগধারাটির অর্থ কী?
Created: 3 days ago
A
সস্তা দর
B
নষ্ট করা
C
দুর্লভ বস্তু
D
আশায় নৈরাশ্য
‘ছকড় নকড়া’ বাগধারাটির অর্থ– ‘সস্তা দর’। বাক্য গঠন: ছকড়া নকড়া দামে পুরনো গাড়িটা বিক্রি করে দিলাম। তাছাড়া, ‘ছিনিমিনি খেলা’ বাগধারাটির অর্থ- – ‘নষ্ট করা’ ‘অমাবস্যার চাঁদ’ বাগধারাটির অর্থ– ‘দুর্লভ বস্তু’, ‘গুড়ে বালি’ বাগধারাটির অর্থ– ‘আশায় নৈরাশ্য’।

0
Updated: 3 days ago
"চির অশান্তি" বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত?
Created: 3 weeks ago
A
ভরাডুবি
B
রাবণের চিতা
C
তামার বিষ
D
আকাশ ভেঙ্গে পড়া
ভরাডুবি - সর্বনাশ, তামার বিষ - অর্থের কুপ্রভাব, আকাশ ভেঙ্গে পড়া - মহাবিপদ, রাবণের চিতা - চির অশান্তি।

0
Updated: 3 weeks ago