'উৎকর্ণ' - শব্দটি কোন পদ?
A
বিশেষণ
B
সর্বনাম
C
অব্যয়
D
বিশেষ্য
উত্তরের বিবরণ
-
উৎকর্ণ শব্দটি বিশেষণ পদ, যা সংস্কৃত ভাষা থেকে আগত।
-
শব্দের অর্থ: শোনার জন্য কান খাড়া করে থাকা, শুনতে ব্যগ্র থাকা।
-
উল্লেখ্য: উৎকর্ষ শব্দটি বিশেষ্য পদ।

0
Updated: 22 hours ago
“সুন্দর মানুষকে নিজের দিকে টানে” বাক্যটিতে ‘সুন্দর’ শব্দটি কোন পদ?
Created: 2 months ago
A
বিশেষ্য
B
বিশেষণ
C
সর্বনাম
D
অব্যয়
বাক্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্হান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে। যেমন - আপন ভালো সবাই চায়। এ বাক্যে ' ভালো' শব্দটি বিশেষ্য পদ।

0
Updated: 2 months ago
বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কী বলে?
Created: 1 week ago
A
কারক
B
প্রত্যয়
C
পদ
D
সমাস
পদ বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলা হয়।
পদ প্রধানত দুই প্রকার:
সব্যয় পদ
অব্যয় পদ
সব্যয় পদ আবার চার প্রকার:
বিশেষ্য
বিশেষণ
সর্বনাম
ক্রিয়া
এই শ্রেণিবিভাগ অনুসারে, পদ মোট পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়।

0
Updated: 1 week ago