'Amplitude' এর বাংলা পরিভাষা -
A
শিষ্টাচার
B
নীতিবিদ্যা
C
শালীনতা
D
বিস্তার
উত্তরের বিবরণ
-
Amplitude – বিস্তার
-
Modesty – শালীনতা
-
Ethics – নীতিবিদ্যা
-
Etiquette – শিষ্টাচার

0
Updated: 22 hours ago
'Canon' -শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
Created: 1 week ago
A
আহার
B
নীতি
C
মিতব্যয়িতা
D
ক্যামেরা
Canon শব্দের পারিভাষিক বাংলা শব্দ হলো নীতি। একইভাবে বিভিন্ন ইংরেজি শব্দের নির্দিষ্ট পারিভাষিক বাংলা প্রতিশব্দ রয়েছে, যা জ্ঞানচর্চা, শিক্ষা ও প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহৃত হয়।
-
Radio = বেতার
-
Secretary = সচিব
-
Graduate = স্নাতক
-
Oxygen = অম্লজান
-
Hydrogen = উদযান
-
Periodical = সাময়িকী
-
Equation = সমীকরণ
-
Philosophy = দর্শন
-
Geography = ভূগোল
-
Democracy = গণতন্ত্র
-
Biology = জীববিজ্ঞান
-
Economics = অর্থনীতি
-
History = ইতিহাস
-
Law = আইন
-
Psychology = মনোবিজ্ঞান
-
Sociology = সমাজতত্ত্ব
এসব পারিভাষিক শব্দ বাংলা একাডেমি ও প্রামাণ্য অভিধানে স্বীকৃত, এবং বাংলা ভাষায় বৈজ্ঞানিক, সাহিত্যিক ও প্রাতিষ্ঠানিক আলোচনায় বহুল ব্যবহৃত।

0
Updated: 1 week ago
২২) 'Demography' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
Created: 1 month ago
A
পরতন্ত্র
B
জনতত্ত্ব
C
রাজতন্ত্র
D
স্বতন্ত্র
প্রশাসনিক ও সাধারণ পরিভাষা
-
Demography → জনতত্ত্ব
-
Subservient / Obedient → পরতন্ত্র
-
Monarchy → রাজতন্ত্র
-
Independent → স্বতন্ত্র
উৎস:
-
বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা
-
অভিগম্য অভিধান

0
Updated: 1 month ago
'Hand out' -এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে-
Created: 1 month ago
A
হস্তপত্র
B
জ্ঞাপনপত্র
C
তথ্যপত্র
D
প্রচারপত্র
কিছু ইংরেজি শব্দের বাংলা পারিভাষিক রূপ
বাংলা একাডেমি ও ড. হায়াৎ মামুদের ভাষা-শিক্ষা গ্রন্থ অনুযায়ী কিছু সাধারণ ইংরেজি শব্দের বাংলা পরিভাষা নিচে দেওয়া হলো—
-
Hand out → জ্ঞাপনপত্র
-
Hand-bill → প্রচারপত্র
-
Hand-book → তথ্যপুস্তিকা
-
Handicraft → হস্তশিল্প
-
Mortgage → বন্ধক
-
Deposit → আমানত
-
Lease → ইজারা
-
Security → জামানত
সহজ ব্যাখ্যা
এগুলো হলো প্রশাসনিক ও শিক্ষাক্ষেত্রে বহুল ব্যবহৃত কিছু শব্দের বাংলা রূপ।
যেমন, Hand-book মানে এমন একটি বই যাতে প্রয়োজনীয় তথ্য সহজভাবে দেওয়া থাকে। আবার Mortgage মানে হলো কোনো সম্পত্তি বন্ধক রাখা।
উৎস: ভাষা-শিক্ষা — ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago